ETV Bharat / sports

ফের ব্যর্থ রোহিত, তথৈবচ গিলও; জয়সওয়ালের 'যশস্বী' ইনিংসে লড়াইয়ে ভারত - India vs England Second Test

India vs England: হায়দরাবাদ টেস্টে হারের পর বিশাখাপত্তনমে ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই। অন্যদিকে, ইংল্যান্ডে চাইছে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলির অনুপস্থিতিতে সিরিজে 2-0 লিড নিতে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 9:17 AM IST

Updated : Feb 2, 2024, 12:20 PM IST

বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি: থ্রি লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা । ভাইজ্যাকের পাটা পিচে টস ভাগ্য সাহায্য করেছিল । কিন্তু ব্যাট করতে নেমে স্লথ গতিতে শুরু করলেন দুই ওপেনার । অভিষেক টেস্ট খেলতে নামা শোয়েব বশিরের নির্বিষ বলে উইকেট ছুড়ে দিয়ে এলেন মুম্বইকর । তথৈবচ শুভমন গিলও । কোন বলটা ছাড়বেন আর কোনটা মারবেন, তা নিয়েই এখনও দোলাচলে ভারতীয় ক্রিকেটের নয়া 'পোস্টার বয়' । দুই ব্যাটারের ব্যর্থতায় একমাত্র উজ্জ্বল যশস্বী জয়সওয়াল । তরুণ ব্যাটারের অর্ধ-শতরানে একশো পেরিয়েছে ভারত । প্রথম সেশনে ভারতের সংগ্রহ 2 উইকেটে 103 ।

এসিএ-ভিডিসিএ ড. রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত ৷ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিং নিলেন অধিনায়ক রোহিত শর্মা । অভিষেক হয়েছে রজত পাতিদারের । তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন জাহির খান । জায়গা পেলেন না সরফরাজ খান । অন্যদিকে একাদশে ফিরেছেন মুকেশ কুমার । মহম্মদ সিরাজের বদতে একাদশে এসেছেন বাংলার পেসার ।

চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা এবং কেএল রাহুল । হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে রান আউট হওয়ার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান জাড্ডু । ডান পায়ের থাইয়ের পেশিতে যন্ত্রণার কথা জানিয়েছিলেন কেএল রাহুলও । ভারতীয় দলের তরফ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্টে এই দুই ক্রিকেটারের সার্ভিস পাওয়া যাবে না ।

একনজরে বিশাখাপত্তনম টেস্ট:

  1. টেস্টে 500 উইকেট ঝুলিতে পুরতে অশ্বিনকে আর মাত্র 4 ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখাতে হবে ।
  2. আর 3টি উইকেট পেলেই টেস্টে 200টি উইকেটের মালিক হবে বেন স্টোকস ।
  3. 700টি উইকেট থেকে মাত্র 10 উইকেট দূরে রয়েছেন জেমস অ্যান্ডারসন ।
  4. দলের দুই স্পিনারের জন্মের আগেই প্রথম টেস্ট খেলে ফেলেছিলেন অ্যান্ডারসন ।
  5. 2012 সালের পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি ভারত ।
  6. 2012 সালের ওই সিরিজেও ইংল্যান্ডের কাছেই হারতে হয়েছিল ভারতকে ।
  7. ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর একটিও সিরিজ হারেনি ইংল্যান্ড ।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, রজত পাতিদার, শ্রীকর ভরত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা

ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস, জেড ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন

আরও পড়ুন:

  1. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা
  2. কোহলিই অনুপ্রেরণা, ওর থেকে নিয়মিত শেখার চেষ্টা করি; বললেন পাতিদার
  3. এশিয়ান গেমসে সাফল্য থেকে দাবায় অগ্রগতি, ক্রীড়াক্ষেত্রে ভারতের উজ্জ্বল উপস্থিতির উল্লেখ নির্মলার বাজেটে

বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি: থ্রি লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা । ভাইজ্যাকের পাটা পিচে টস ভাগ্য সাহায্য করেছিল । কিন্তু ব্যাট করতে নেমে স্লথ গতিতে শুরু করলেন দুই ওপেনার । অভিষেক টেস্ট খেলতে নামা শোয়েব বশিরের নির্বিষ বলে উইকেট ছুড়ে দিয়ে এলেন মুম্বইকর । তথৈবচ শুভমন গিলও । কোন বলটা ছাড়বেন আর কোনটা মারবেন, তা নিয়েই এখনও দোলাচলে ভারতীয় ক্রিকেটের নয়া 'পোস্টার বয়' । দুই ব্যাটারের ব্যর্থতায় একমাত্র উজ্জ্বল যশস্বী জয়সওয়াল । তরুণ ব্যাটারের অর্ধ-শতরানে একশো পেরিয়েছে ভারত । প্রথম সেশনে ভারতের সংগ্রহ 2 উইকেটে 103 ।

এসিএ-ভিডিসিএ ড. রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত ৷ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিং নিলেন অধিনায়ক রোহিত শর্মা । অভিষেক হয়েছে রজত পাতিদারের । তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন জাহির খান । জায়গা পেলেন না সরফরাজ খান । অন্যদিকে একাদশে ফিরেছেন মুকেশ কুমার । মহম্মদ সিরাজের বদতে একাদশে এসেছেন বাংলার পেসার ।

চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা এবং কেএল রাহুল । হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে রান আউট হওয়ার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান জাড্ডু । ডান পায়ের থাইয়ের পেশিতে যন্ত্রণার কথা জানিয়েছিলেন কেএল রাহুলও । ভারতীয় দলের তরফ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্টে এই দুই ক্রিকেটারের সার্ভিস পাওয়া যাবে না ।

একনজরে বিশাখাপত্তনম টেস্ট:

  1. টেস্টে 500 উইকেট ঝুলিতে পুরতে অশ্বিনকে আর মাত্র 4 ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখাতে হবে ।
  2. আর 3টি উইকেট পেলেই টেস্টে 200টি উইকেটের মালিক হবে বেন স্টোকস ।
  3. 700টি উইকেট থেকে মাত্র 10 উইকেট দূরে রয়েছেন জেমস অ্যান্ডারসন ।
  4. দলের দুই স্পিনারের জন্মের আগেই প্রথম টেস্ট খেলে ফেলেছিলেন অ্যান্ডারসন ।
  5. 2012 সালের পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি ভারত ।
  6. 2012 সালের ওই সিরিজেও ইংল্যান্ডের কাছেই হারতে হয়েছিল ভারতকে ।
  7. ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর একটিও সিরিজ হারেনি ইংল্যান্ড ।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, রজত পাতিদার, শ্রীকর ভরত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা

ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস, জেড ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন

আরও পড়ুন:

  1. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা
  2. কোহলিই অনুপ্রেরণা, ওর থেকে নিয়মিত শেখার চেষ্টা করি; বললেন পাতিদার
  3. এশিয়ান গেমসে সাফল্য থেকে দাবায় অগ্রগতি, ক্রীড়াক্ষেত্রে ভারতের উজ্জ্বল উপস্থিতির উল্লেখ নির্মলার বাজেটে
Last Updated : Feb 2, 2024, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.