চেন্নাই, 19 সেপ্টেম্বর: শুরু হল ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ৷ দুই ম্যাচের সিরিজে বৃহস্পতিবার চিপকে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত ৷ দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন লোকেশ রাহুল ৷ শেষ টেস্ট খেলেছিলেন জানুয়ারিতে হায়দরবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ প্রথম একাদশে রয়েছেন বাংলার পেসার আকাশদীপ ৷ তিন পেসার ও দুুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে রোহিত অ্যান্ড কোং ৷
🚨 Toss Update from Chennai
— BCCI (@BCCI) September 19, 2024
Bangladesh have elected to bowl against the @ImRo45-led #TeamIndia in the first #INDvBAN Test!
Follow The Match ▶️ https://t.co/jV4wK7BOKA @IDFCFIRSTBank pic.twitter.com/bbzAoNppiX
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 40-4 রেকর্ড থাকলে শান্তদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া ৷ কারণ সদ্য পাকিস্তানের মাটিতে 2-0 টেস্ট জিতে ভারতে এসেছে বাংলাদেশ ৷ অন্যদিকে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপ জেতার পর এটা ভারতের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ৷ বিশ্বকাপ জয়ের পরই কোচ বদল হয়েছে টিম ইন্ডিয়ার ৷ রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর ৷ কিন্তু গম্ভীরের কোচিংয়ে শুরুটা মোটেই মধুর হয়নি ভারতের ৷ শ্রীলঙ্কার মাটিতে তিন ওয়ান ডে সিরিজ হেরেছে 0-2 ৷
টি-20 বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলে ফিরলেন বুমরা ৷ শ্রীলঙ্কা সফরে তাঁকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ পেস বোলিংয়ে চিপকে বুমরাকে সঙ্গে দেবেন সিরাজ ও আকাশদীপ ৷ এর আগে একটি মাত্র টেস্ট খেলেছেন বাংলার এই ডানহাতি পেসার ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় আকাশদীপের ৷ স্পিন বিভাগের দায়িত্ব সামলানে অশ্বিন ও জাদেজা ৷
🚨 Here's our Playing XI 🔽
— BCCI (@BCCI) September 19, 2024
Follow The Match ▶️ https://t.co/jV4wK7BOKA #TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/0WoiP87k7p
চিপকের লাল মাটির পিচে ঘাস থাকায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ৷ সেই সঙ্গে 1982 সালের পর কোনও দল টেস্টে টস জিতে চিপকে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ৷ শেষ 21টি টেস্ট ম্যাচে এখানে প্রত্যেক অধিনায়কই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷
টস জিতে বাংলাদেশ অধিনায়ক বলেন, "প্রথমে বোলিং করব ৷ পিচে আর্দ্রতা রয়েছে ৷ আমরা সেটা কাজে লাগাতে চাই ৷ প্রথম সেশনটা পেসারদের জন্য ভালো ৷ পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী ৷ তবে এটা নতুন সিরিজ ৷"
টস হেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, "আমিও প্রথমে বোলিং নিতাম ৷ পিচ কিছুটা হলেও নরম ৷ খেলাটা চ্যালেঞ্জিং হবে ৷ যোগ্যতা অনুযায়ী আমরা চেষ্টা করব ৷ সামনে 10টি টেস্ট ম্যাচ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ৷"
ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, আকাশদীপ ও মহম্মদ সিরাজ ৷
বাংলাদেশ একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত (অধিনায়ক), মইনূল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ ৷