ETV Bharat / sports

অজিদের মরণবাঁচন ম্যাচে সেমিফাইনালে বাড়তি সুবিধাই লক্ষ্য ভারতের - T20 World Cup 2024

T20 World Cup 2024: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে চর্চায় রয়েছে সেন্ট লুসিয়ার ডারেন স্যামি স্টেডিয়ামের পিচ ৷ যে পিচে দিনের ম্যাচে সর্বোচ্চ স্কোর 163 রান ৷ যা তাড়া করতে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা ৷ সেই তিন নম্বর পিচে আজ খেলবে ভারত ৷ কেমন হবে পিচের চরিত্র ? কতটা সুবিধা পাবেন ভারতীয় বোলাররা ?

ETV BHARAT
আজ টি20 বিশ্বকাপে সুপার এইটে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া ৷ (ছবি- আইসিসি এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 4:43 PM IST

সেন্ট লুসিয়া, 24 জুন: ভারতীয় সময় রাত 8টায় সেন্ট লুসিয়ার ডারেন স্যামি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম বল পড়বে ৷ শেষ চারের টিকিট পেতে এই ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে জেতা জরুরি, ভারতের কাছেও জেতা জরুরি সেমিফাইনালে বাড়তি সুবিধার জন্য ৷ রোহিতদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা যতই নব্বই শতাংশের উপর থাকুক না কেন ! কারণ, গায়ানায় আয়োজিত দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ আর ভারত সুপার এইটে গ্রুপ-1 থেকে এক বা দুই যেখানেই শেষ করুক না কেন, তাদের গায়ানাতেই খেলতে হবে ৷ তাই গ্রুপে এক নম্বরে শেষ করলে, ম্যাচ পণ্ড হলেও ফাইনালে যাওয়া নিশ্চিত হবে ৷

তবে, এ হল সেমিফাইনালের কথা ৷ কিন্তু, আজকের ম্যাচে ভারত যেটা করতে পারে তা হল, ভালো খেলে জয় নিশ্চিত করা ৷ সেখানে সেন্ট লুসিয়ার পিচের ভূমিকা থাকবে ৷ বিশেষত, দিনের ম্যাচ হওয়ায় ৷ পিচ কিউরেটরের কথায়, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পেসাররা বেশি সুবিধা পাবেন ৷ কারণ, পিচে বাউন্স থাকবে ৷ আর তা ব্যাটারদের বড় শট খেলতে সাহায্য করবে ৷ বিশেষত, বোলাররা লাইন-লেন্থ মিস করলে ৷ সেন্ট লুসিয়ার পিচ কিউরেট সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ভারতের তিন স্পিনারে খেলার নীতি একেবারে ভুল হবে সেখানে ৷ বরং জসপ্রীত বুমরা এবং আর্শদীপের সঙ্গে মহম্মদ সিরাজকে খেলানো উচিত ৷

কিউরেটর পিচে পেসারদের জন্য বাড়তি সাহায্যের কথা বললেও, শেষ খেলা ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফল তা বলছে না ৷ দিনের বেলা খেলা সেই ম্যাচে ইংল্যান্ড 163 রান তাড়া করে জিততে পারেনি ৷ দক্ষিণ আফ্রিকার স্পিনাররা পিচ থেকে সাহায্য পেয়েছিলেন ৷ ফলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবদের কাউকে বসিয়ে দেওয়ার কথা ভারতীয় টিম ম্যানেজমেন্ট আদতে ভাববে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ বিশেষত, কুলদীপ যাদবকে ৷ তিনি সুপার এইটের দু’ম্যাচে 5 উইকেট নিয়েছেন ৷ সেখানেই জাদেজা এবং অক্ষর অলরাউন্ডার হিসেবে খেলছেন ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

ভারত আজকের ম্যাচ জিতলে সরাসরি গ্রুপ-1 থেকে এক নম্বরে থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে ৷ তবে ভারত হেরে গেলেও সেই সুযোগ থাকছে ৷ সেক্ষেত্রে হারের ব্যবধানটা বিশাল হওয়া চলবে না ৷ ভারতের 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট রয়েছে ৷ নেট রানরেট +2.425 ৷ সেখানেই অস্ট্রেলিয়া 2 ম্যাচে একটি জয় ও একটি হারে 2 পয়েন্ট পেয়েছে ৷ আর তাদের নেট রানরেট +0.223 ৷ আর আফগানরাও অজিদের মতো সমসংখ্যক ম্যাচ খেলে 2 পয়েন্ট পেয়েছে ৷ কিন্তু, তাদের নেট রানরেট -0.650 ৷

এই পরিস্থিতিতে, অস্ট্রেলিয়াকে ভারতের নেট রানরেট টপকাতে হলে, অনেক বড় ব্যবধানে জিততে হবে ৷ ভারতের বোলিংয়ের সামনে তা কতটা সম্ভব হবে ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর আফগানিস্তানের সামনেও একটা সুযোগ রয়েছে প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার ৷ কিন্তু, সেক্ষেত্রে তাদের বাংলাদেশের বিরুদ্ধে অতিমানবিক কিছু করে দেখাতে হবে ৷ অথবা অস্ট্রেলিয়া ভারতের কাছে হারলে, সেক্ষেত্রে সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই শেষ চারে উঠে ইতিহাস তৈরি করবে আফগানবাহিনী ৷

সেন্ট লুসিয়া, 24 জুন: ভারতীয় সময় রাত 8টায় সেন্ট লুসিয়ার ডারেন স্যামি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম বল পড়বে ৷ শেষ চারের টিকিট পেতে এই ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে জেতা জরুরি, ভারতের কাছেও জেতা জরুরি সেমিফাইনালে বাড়তি সুবিধার জন্য ৷ রোহিতদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা যতই নব্বই শতাংশের উপর থাকুক না কেন ! কারণ, গায়ানায় আয়োজিত দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ আর ভারত সুপার এইটে গ্রুপ-1 থেকে এক বা দুই যেখানেই শেষ করুক না কেন, তাদের গায়ানাতেই খেলতে হবে ৷ তাই গ্রুপে এক নম্বরে শেষ করলে, ম্যাচ পণ্ড হলেও ফাইনালে যাওয়া নিশ্চিত হবে ৷

তবে, এ হল সেমিফাইনালের কথা ৷ কিন্তু, আজকের ম্যাচে ভারত যেটা করতে পারে তা হল, ভালো খেলে জয় নিশ্চিত করা ৷ সেখানে সেন্ট লুসিয়ার পিচের ভূমিকা থাকবে ৷ বিশেষত, দিনের ম্যাচ হওয়ায় ৷ পিচ কিউরেটরের কথায়, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পেসাররা বেশি সুবিধা পাবেন ৷ কারণ, পিচে বাউন্স থাকবে ৷ আর তা ব্যাটারদের বড় শট খেলতে সাহায্য করবে ৷ বিশেষত, বোলাররা লাইন-লেন্থ মিস করলে ৷ সেন্ট লুসিয়ার পিচ কিউরেট সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ভারতের তিন স্পিনারে খেলার নীতি একেবারে ভুল হবে সেখানে ৷ বরং জসপ্রীত বুমরা এবং আর্শদীপের সঙ্গে মহম্মদ সিরাজকে খেলানো উচিত ৷

কিউরেটর পিচে পেসারদের জন্য বাড়তি সাহায্যের কথা বললেও, শেষ খেলা ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফল তা বলছে না ৷ দিনের বেলা খেলা সেই ম্যাচে ইংল্যান্ড 163 রান তাড়া করে জিততে পারেনি ৷ দক্ষিণ আফ্রিকার স্পিনাররা পিচ থেকে সাহায্য পেয়েছিলেন ৷ ফলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবদের কাউকে বসিয়ে দেওয়ার কথা ভারতীয় টিম ম্যানেজমেন্ট আদতে ভাববে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ বিশেষত, কুলদীপ যাদবকে ৷ তিনি সুপার এইটের দু’ম্যাচে 5 উইকেট নিয়েছেন ৷ সেখানেই জাদেজা এবং অক্ষর অলরাউন্ডার হিসেবে খেলছেন ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

ভারত আজকের ম্যাচ জিতলে সরাসরি গ্রুপ-1 থেকে এক নম্বরে থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে ৷ তবে ভারত হেরে গেলেও সেই সুযোগ থাকছে ৷ সেক্ষেত্রে হারের ব্যবধানটা বিশাল হওয়া চলবে না ৷ ভারতের 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট রয়েছে ৷ নেট রানরেট +2.425 ৷ সেখানেই অস্ট্রেলিয়া 2 ম্যাচে একটি জয় ও একটি হারে 2 পয়েন্ট পেয়েছে ৷ আর তাদের নেট রানরেট +0.223 ৷ আর আফগানরাও অজিদের মতো সমসংখ্যক ম্যাচ খেলে 2 পয়েন্ট পেয়েছে ৷ কিন্তু, তাদের নেট রানরেট -0.650 ৷

এই পরিস্থিতিতে, অস্ট্রেলিয়াকে ভারতের নেট রানরেট টপকাতে হলে, অনেক বড় ব্যবধানে জিততে হবে ৷ ভারতের বোলিংয়ের সামনে তা কতটা সম্ভব হবে ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর আফগানিস্তানের সামনেও একটা সুযোগ রয়েছে প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার ৷ কিন্তু, সেক্ষেত্রে তাদের বাংলাদেশের বিরুদ্ধে অতিমানবিক কিছু করে দেখাতে হবে ৷ অথবা অস্ট্রেলিয়া ভারতের কাছে হারলে, সেক্ষেত্রে সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই শেষ চারে উঠে ইতিহাস তৈরি করবে আফগানবাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.