ETV Bharat / sports

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যোদয় 'গুরু' গম্ভীরের - India beat Sri Lanka in 2nd T20 - INDIA BEAT SRI LANKA IN 2ND T20

Ravi Bishnoi is awarded the Player of the Match: টানা দু'ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ পকেটে পুরল ভারত ৷ সেই সঙ্গে সিরিজ জয় দিয়ে টিম ইন্ডিয়ার কোচিং কেরিয়ার শুরু করলেন গৌতম গম্ভীর ৷ একইসঙ্গে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে সিরিজ জিতেই ইনিংস শুরু করলেন ভারতীয় দলের নতুন টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব ৷

IND vs SL 2nd T20
শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যোদয় 'গুরু' গম্ভীরের (বিসিসিআই এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 7:10 AM IST

Updated : Jul 29, 2024, 8:06 AM IST

পাল্লেকেলে, 29 জুলাই: লঙ্কায় সিরিজ জয় দিয়ে কোচিং কেরিয়ার শুরু করলেন গৌতম গম্ভীর ৷ এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজ জিতে নিল ভারত ৷ রবিবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারায় টিম ইন্ডিয়া ৷ ম্যাচের সেরা রবি বিষ্ণোই ৷

টি-20 বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর নতুন কোচ ও ক্যাপ্টেনের কাঁধে দায়িত্বভার দেয় বিসিসিআই ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় দিয়ে যাত্রা শুরু করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর ৷ তিন ম্যাচের টি-20 সিরিজে শনিবার প্রথম ম্যাচে লঙ্কাবাহিনীকে হেলায় হারিয়েছিল ভারত ৷ রবিবার দ্বিতীয় ম্যাচে বৃষ্টি সাময়িক থাবা বসালেও ভারতের জয় আটকাতে পারেনি ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে দ্বিতীয় ম্যাচ 7 উইকেটে জিতে 2-0 সিরিজ পকেটে পুরে নিল 'মেন ইন ব্লু' ৷

বৃষ্টির জন্য ভারতীয় ইনিংস অনেক দেরিতে শুরু হয় ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য সূর্যকুমারদের লক্ষ্যমাত্রা হয় 8 ওভারে 78 ৷ কিন্তু, মাত্র 6.3 ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া ৷ বাঁ-হাতি ওপেনার যশস্বী জসওয়াল, অধিনায়ক সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া লঙ্কা বোলারদের তুলোধনা করে 9 বল বাকি থাকতেই হাসতে হাসতে ম্যাচ জিতে নেন ৷ সেই সঙ্গে সিরিজও ৷ প্রথম ম্যাচ 43 রানে জিতেছিল ভারত ৷ সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামেই ৷

চোটের জন্য এদিন খেলেনি শুভমন গিল ৷ ফলে যশস্বীর সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেছিলেন সঞ্জু স্যামসন ৷ কিন্তু প্রথম বলেই তিনি ডাগ-আউটে ফিরে যান ৷ তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন যশস্বী ৷ 15 বলে 2টি ছয় ও 3টি বাউন্ডারির হাঁকিয়ে 30 রান করে হাসারাঙ্গার বলে আউট হন তিনি ৷ অধিনায়ক সূর্যকুমার 12 বলে একটি ছয় ও চারটি বাউন্ডারি মেরে 26 রান করে আউট হন ৷ তবে হার্দিকের 9 বলে 22 রানের ইনিংস ভারতকে সহজ জয় এনে দেয় ৷ তিনটি চার ও একটি ছক্কা হাঁকান হার্দিক ৷

এদিন প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে 161 রান তুলেছিল শ্রীলঙ্কা ৷ 53 রানের দুরন্ত ইনিংস খেলেন কুশল পেরেরা ৷ এছাড়াও পাথুম নিশাঙ্কা 34 এবং কামিন্দু মেন্ডিস 26 রান করেন ৷ টপ-অর্ডার ভালো ব্যাটিং করলেও রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেলের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার মিডল-অর্ডার ৷ শেষ 31 রানে 7 উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ 4 ওভারে মাত্র 26 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন বিষ্ণোই ৷ অক্ষর 4 ওভারে 30 রান খরচ করে 2টি উইকেট তুলে নেন ৷

পাল্লেকেলে, 29 জুলাই: লঙ্কায় সিরিজ জয় দিয়ে কোচিং কেরিয়ার শুরু করলেন গৌতম গম্ভীর ৷ এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজ জিতে নিল ভারত ৷ রবিবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারায় টিম ইন্ডিয়া ৷ ম্যাচের সেরা রবি বিষ্ণোই ৷

টি-20 বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর নতুন কোচ ও ক্যাপ্টেনের কাঁধে দায়িত্বভার দেয় বিসিসিআই ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় দিয়ে যাত্রা শুরু করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর ৷ তিন ম্যাচের টি-20 সিরিজে শনিবার প্রথম ম্যাচে লঙ্কাবাহিনীকে হেলায় হারিয়েছিল ভারত ৷ রবিবার দ্বিতীয় ম্যাচে বৃষ্টি সাময়িক থাবা বসালেও ভারতের জয় আটকাতে পারেনি ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে দ্বিতীয় ম্যাচ 7 উইকেটে জিতে 2-0 সিরিজ পকেটে পুরে নিল 'মেন ইন ব্লু' ৷

বৃষ্টির জন্য ভারতীয় ইনিংস অনেক দেরিতে শুরু হয় ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য সূর্যকুমারদের লক্ষ্যমাত্রা হয় 8 ওভারে 78 ৷ কিন্তু, মাত্র 6.3 ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া ৷ বাঁ-হাতি ওপেনার যশস্বী জসওয়াল, অধিনায়ক সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া লঙ্কা বোলারদের তুলোধনা করে 9 বল বাকি থাকতেই হাসতে হাসতে ম্যাচ জিতে নেন ৷ সেই সঙ্গে সিরিজও ৷ প্রথম ম্যাচ 43 রানে জিতেছিল ভারত ৷ সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামেই ৷

চোটের জন্য এদিন খেলেনি শুভমন গিল ৷ ফলে যশস্বীর সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেছিলেন সঞ্জু স্যামসন ৷ কিন্তু প্রথম বলেই তিনি ডাগ-আউটে ফিরে যান ৷ তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন যশস্বী ৷ 15 বলে 2টি ছয় ও 3টি বাউন্ডারির হাঁকিয়ে 30 রান করে হাসারাঙ্গার বলে আউট হন তিনি ৷ অধিনায়ক সূর্যকুমার 12 বলে একটি ছয় ও চারটি বাউন্ডারি মেরে 26 রান করে আউট হন ৷ তবে হার্দিকের 9 বলে 22 রানের ইনিংস ভারতকে সহজ জয় এনে দেয় ৷ তিনটি চার ও একটি ছক্কা হাঁকান হার্দিক ৷

এদিন প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে 161 রান তুলেছিল শ্রীলঙ্কা ৷ 53 রানের দুরন্ত ইনিংস খেলেন কুশল পেরেরা ৷ এছাড়াও পাথুম নিশাঙ্কা 34 এবং কামিন্দু মেন্ডিস 26 রান করেন ৷ টপ-অর্ডার ভালো ব্যাটিং করলেও রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেলের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার মিডল-অর্ডার ৷ শেষ 31 রানে 7 উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ 4 ওভারে মাত্র 26 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন বিষ্ণোই ৷ অক্ষর 4 ওভারে 30 রান খরচ করে 2টি উইকেট তুলে নেন ৷

Last Updated : Jul 29, 2024, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.