ETV Bharat / sports

জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে রেকর্ড জয়ে সিরিজে এগল ভারত - India beat England

IND vs ENG 3rd Test: বিশাল রান তাড়া করতে নেমে চতুর্থদিন তৃতীয় সেশনে কার্যত হাঁটু কেঁপে গেল ইংল্যান্ডের ৷ জাদেজার 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে 122 রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ৷ 434 রানে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 4:54 PM IST

Updated : Feb 18, 2024, 5:36 PM IST

রাজকোট, 18 ফেব্রুয়ারি: যশস্বী জয়সওয়ালের দ্বিশতরানের সৌজন্যে রাজকোট টেস্টে বেন স্টোকসদের সামনে লক্ষ্যমাত্রা ছিল 557 রানের ৷ এহেন পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করে ইংল্যান্ড যে জিতবে, তেমনটা প্রত্যাশা করেননি তাদের অতি বড় সমর্থকও ৷ কিন্তু রান তাড়া করতে নেমে যে 'বাজবল' অনুসরণকারীদের এহেন ল্যাজে-গোবরে দশা হবে, সেটাও প্রত্যাশিত ছিল না ৷ কিন্তু সেটাই হল ৷

বিশাল রান তাড়া করতে নেমে চতুর্থদিন তৃতীয় সেশনে কার্যত হাঁটু কেঁপে গেল ইংল্যান্ডের ৷ জাদেজার 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে 122 রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ৷ 434 রানে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত ৷ যা সর্বাধিক ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার ৷ বিশাল টার্গেট তাড়া করতে নেমে এদিন চা-পানের বিরতির আগেই দুই ওপেনারের উইকেট হারায় ইংরেজরা ৷ এরপর তৃতীয় সেশনে ইংরেজ ব্যাটাররা ক্রিজে এলেন আর গেলেন ৷

প্রথম ইনিংসে ব্যাট হাতে শতরান হাঁকানো জাদেজা দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠলেন বল হাতে ৷ ওলি পোপ, জো রুট-সহ প্রতিপক্ষের পাঁচ উইকেট তুলে নিলেন 'স্যর' জাড্ডু ৷ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক মার্ক উডকেও (33 রান) ফেরান জাদেজা ৷ ম্যাচের সেরাও হয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার ৷ জাদেজার পাশাপাশি কুলদীপ যাদব নেন 2টি উইকেট, একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন ৷ সবমিলিয়ে 39.4 ওভারে 122 রানে গুটিয়ে যায় ব্রিটিশবাহিনী ৷

এর আগে চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতির পর ফের দ্বিশতরান পূর্ণ করেন যশস্বী জয়সওয়াল ৷ 214 রানে অপরাজিত থাকেন তিনি ৷ অপরাজিত 68 রান করেন সরফরাজ ৷ 4 উইকেটে 430 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত ৷

আরও পড়ুন:

  1. দ্বিশতরানে ফের 'যশস্বী' জয়সওয়াল, রাজকোটে ব্রিটিশদের সামনে 557 রানের লক্ষ্যমাত্রা
  2. মুকেশের 10 উইকেট, জয়ের গন্ধ মেখে বিদায়বেলায় সতীর্থদের কাঁধে মাঠ ছাড়লেন মনোজ
  3. প্রয়াত প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার মাইক প্রোক্টর

রাজকোট, 18 ফেব্রুয়ারি: যশস্বী জয়সওয়ালের দ্বিশতরানের সৌজন্যে রাজকোট টেস্টে বেন স্টোকসদের সামনে লক্ষ্যমাত্রা ছিল 557 রানের ৷ এহেন পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করে ইংল্যান্ড যে জিতবে, তেমনটা প্রত্যাশা করেননি তাদের অতি বড় সমর্থকও ৷ কিন্তু রান তাড়া করতে নেমে যে 'বাজবল' অনুসরণকারীদের এহেন ল্যাজে-গোবরে দশা হবে, সেটাও প্রত্যাশিত ছিল না ৷ কিন্তু সেটাই হল ৷

বিশাল রান তাড়া করতে নেমে চতুর্থদিন তৃতীয় সেশনে কার্যত হাঁটু কেঁপে গেল ইংল্যান্ডের ৷ জাদেজার 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে 122 রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ৷ 434 রানে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত ৷ যা সর্বাধিক ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার ৷ বিশাল টার্গেট তাড়া করতে নেমে এদিন চা-পানের বিরতির আগেই দুই ওপেনারের উইকেট হারায় ইংরেজরা ৷ এরপর তৃতীয় সেশনে ইংরেজ ব্যাটাররা ক্রিজে এলেন আর গেলেন ৷

প্রথম ইনিংসে ব্যাট হাতে শতরান হাঁকানো জাদেজা দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠলেন বল হাতে ৷ ওলি পোপ, জো রুট-সহ প্রতিপক্ষের পাঁচ উইকেট তুলে নিলেন 'স্যর' জাড্ডু ৷ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক মার্ক উডকেও (33 রান) ফেরান জাদেজা ৷ ম্যাচের সেরাও হয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার ৷ জাদেজার পাশাপাশি কুলদীপ যাদব নেন 2টি উইকেট, একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন ৷ সবমিলিয়ে 39.4 ওভারে 122 রানে গুটিয়ে যায় ব্রিটিশবাহিনী ৷

এর আগে চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতির পর ফের দ্বিশতরান পূর্ণ করেন যশস্বী জয়সওয়াল ৷ 214 রানে অপরাজিত থাকেন তিনি ৷ অপরাজিত 68 রান করেন সরফরাজ ৷ 4 উইকেটে 430 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত ৷

আরও পড়ুন:

  1. দ্বিশতরানে ফের 'যশস্বী' জয়সওয়াল, রাজকোটে ব্রিটিশদের সামনে 557 রানের লক্ষ্যমাত্রা
  2. মুকেশের 10 উইকেট, জয়ের গন্ধ মেখে বিদায়বেলায় সতীর্থদের কাঁধে মাঠ ছাড়লেন মনোজ
  3. প্রয়াত প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার মাইক প্রোক্টর
Last Updated : Feb 18, 2024, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.