ETV Bharat / sports

ব্যাটে-বলে অনবদ্য রোহিত অ্যান্ড কোং, বাংলাদেশকে ধরাশায়ী করে কার্যত সেমিতে ভারত - T20 WORLD CUP 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 11:44 PM IST

India Beat Bangladesh in T20 World Cup: চেনা ছন্দে ভারতীয় দল ৷ আফগানদের পর বেঙ্গল টাইগারদের হেলায় হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল 'মেন ইন ব্লু' ৷ অ্যান্টিগায় শনিবার বাংলাদেশকে ভারত হারাল 50 রানে ৷

India Beat Bangladesh
কুলদীপের ঘূর্ণিতে ধরাশায়ী বংলাদেশ (বিসিসিআই-এক্স)

অ্যান্টিগা, 22 জুন: আফগানিস্তানের পর বাংলাদেশ বধ করে কার্যত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ প্রথম ম্যাচে 47 রানে জয়ের পর শনিবার অ্যান্টিগায় সুপার এইটের দ্বিতীয় ম্যাচও সহজেই জিতে নিল টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে হার্দিক পান্ডিয়ার অর্ধশতরান এবং কুলদীপ যাদবের ঘূর্ণি ৷ ভারতের দেওয়া 197 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ মাত্র 146 রানে ৷

স্যর ভিভ রিচার্ডসের নামাঙ্কিত স্টেডিয়ামে এদিন সব বিভাগেই পড়শি দেশকে টেক্কা দিল ভারত ৷ টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ৷ গত ম্যাচের নায়ক সূর্যকুমার যাদব (6) ছাড়া কমবেশি রান পেলেন টপ-অর্ডার ব্যাটাররা ৷ সৌজন্যে 20 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 196 রান তোলে ভারত ৷ অ্যান্টিগায় ব্য়াটিংয়ের প্রতিকূল পরিবেশে যা পাহাড়প্রমাণ-ই বটে ৷ দারুণ শুরু করেও 23 রানে (11 বল) ফেরেন অধিনায়ক রোহিত শর্মা ৷ 28 বলে চলতি টুর্নামেন্টে সর্বাধিক 37 রান আসে কোহলির ব্যাটে ৷ 24 বলে 36 করেন ঋষভ পন্ত ৷

ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান হার্দিকের ৷ তাঁর ঝোড়ো 27 বলে 50 রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় দু'শোর দোরগোড়ায় ৷ বরোদা অলরাউন্ডারের ইনিংসে ছিল 4টি চার ও 3টি ছয় ৷ 3টি ছক্কা হাঁকিয়ে 24 বলে 34 রান করেন শিবম দুবে ৷ জবাবে অনবদ্য ভারতের বোলিং ইউনিটের সামনে নাজমুল হোসেন শান্ত ছাড়া দাঁত ফোটাতে পারলেন না বাংলাদেশ ব্যাটাররা ৷ শেষদিকে রিহাদ হোসেন চেষ্টা করেছিলেন বটে, কিন্তু বুমরার সামনে তাঁর লড়াই টেকেনি ৷ 10 বলে 24 রান করে গুজরাত পেসারের শিকার হন তিনি ৷

চলতি টুর্নামেন্টে স্বপ্নের ফর্ম এদিনও ধরে রাখলেম বুমরা ৷ 4 ওভারে মাত্র 13 রান খরচ করে নিলেন 2টি উইকেট ৷ তবে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাটিংকে এদিন ভাঙার কাজটা করেন কুলদীপ যাদব ৷ 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট যায় চায়নাম্যানের ঝুলিতে ৷ 32 বলে 40 রান করেন শান্ত ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানের বেশি তোলা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে ৷ ফের বড় জয়ে সেমি কার্যত নিশ্চিত ভারতের ৷ অন্যদিকে টানা দুটি হারে প্রতিযোগিতা থেকে ছুটি হয়ে গেল বাংলাদেশের ৷

অ্যান্টিগা, 22 জুন: আফগানিস্তানের পর বাংলাদেশ বধ করে কার্যত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ প্রথম ম্যাচে 47 রানে জয়ের পর শনিবার অ্যান্টিগায় সুপার এইটের দ্বিতীয় ম্যাচও সহজেই জিতে নিল টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে হার্দিক পান্ডিয়ার অর্ধশতরান এবং কুলদীপ যাদবের ঘূর্ণি ৷ ভারতের দেওয়া 197 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ মাত্র 146 রানে ৷

স্যর ভিভ রিচার্ডসের নামাঙ্কিত স্টেডিয়ামে এদিন সব বিভাগেই পড়শি দেশকে টেক্কা দিল ভারত ৷ টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ৷ গত ম্যাচের নায়ক সূর্যকুমার যাদব (6) ছাড়া কমবেশি রান পেলেন টপ-অর্ডার ব্যাটাররা ৷ সৌজন্যে 20 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 196 রান তোলে ভারত ৷ অ্যান্টিগায় ব্য়াটিংয়ের প্রতিকূল পরিবেশে যা পাহাড়প্রমাণ-ই বটে ৷ দারুণ শুরু করেও 23 রানে (11 বল) ফেরেন অধিনায়ক রোহিত শর্মা ৷ 28 বলে চলতি টুর্নামেন্টে সর্বাধিক 37 রান আসে কোহলির ব্যাটে ৷ 24 বলে 36 করেন ঋষভ পন্ত ৷

ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান হার্দিকের ৷ তাঁর ঝোড়ো 27 বলে 50 রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় দু'শোর দোরগোড়ায় ৷ বরোদা অলরাউন্ডারের ইনিংসে ছিল 4টি চার ও 3টি ছয় ৷ 3টি ছক্কা হাঁকিয়ে 24 বলে 34 রান করেন শিবম দুবে ৷ জবাবে অনবদ্য ভারতের বোলিং ইউনিটের সামনে নাজমুল হোসেন শান্ত ছাড়া দাঁত ফোটাতে পারলেন না বাংলাদেশ ব্যাটাররা ৷ শেষদিকে রিহাদ হোসেন চেষ্টা করেছিলেন বটে, কিন্তু বুমরার সামনে তাঁর লড়াই টেকেনি ৷ 10 বলে 24 রান করে গুজরাত পেসারের শিকার হন তিনি ৷

চলতি টুর্নামেন্টে স্বপ্নের ফর্ম এদিনও ধরে রাখলেম বুমরা ৷ 4 ওভারে মাত্র 13 রান খরচ করে নিলেন 2টি উইকেট ৷ তবে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাটিংকে এদিন ভাঙার কাজটা করেন কুলদীপ যাদব ৷ 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট যায় চায়নাম্যানের ঝুলিতে ৷ 32 বলে 40 রান করেন শান্ত ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানের বেশি তোলা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে ৷ ফের বড় জয়ে সেমি কার্যত নিশ্চিত ভারতের ৷ অন্যদিকে টানা দুটি হারে প্রতিযোগিতা থেকে ছুটি হয়ে গেল বাংলাদেশের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.