ETV Bharat / sports

বিশ্বকাপ যোগ্যতাঅর্জনে গ্রুপে দ্বিতীয়স্থানে ভারত, আফগানদের বিরুদ্ধে সুনীলদের ম্যাচ গোলশূন্য - FIFA World Cup Qualifiers 2026 - FIFA WORLD CUP QUALIFIERS 2026

India vs Afghanistan FIFA World Cup Qualifiers 2026: আফগানদের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিলেন সুনীল ছেত্রীরা ৷ বৃহস্পতিবার রাতে ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে গোলশূন্য ড্র করলেও, গ্রুপ-এ’র লড়াইয়ে দু’নম্বরে উঠে এসেছে ব্লু টাইগার্স ৷

Image Courtesy: Indian Football Team X
Image Courtesy: Indian Football Team X
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 11:41 AM IST

আভা (সৌদি আরব), 22 মার্চ: 2026 ফিফা বিশ্বকাপ যোগ্যতাঅর্জনের লড়াইয়ে গ্রুপ-এ তে দ্বিতীয়স্থানে উঠে এল ভারত ৷ বৃহস্পতিবার সৌদি আরবের আভাতে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ভাবে শেষ হয়েছে সুনীল ছেত্রীর লড়াই ৷ এই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে দু’নম্বরে চলে এসেছে 'ব্লু টাইগার্স' ৷ ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও, তা গোলে রূপান্তর করতে ব্যর্থ হয় ভারতীয় দল ৷

সৌদিতে আয়োজিত ম্যাচের প্রথমার্ধে কাঁটায়-কাঁটায় টক্কর হয় দুই দলের ৷ শারীরিক গঠনে আফগান ফুটবলারদের সঙ্গে পাল্লা দিতে না-পারলেও, ফুটবল স্কিলে বৃহস্পতিবার রাতে মাত দেন ভারতীয় খেলোয়াড়রা ৷ আর সেই স্কিলের জোরে মনবীর সিং দু’টি সুযোগ তৈরি করলেও, তা প্রতিপক্ষের জালে জড়াতে পারেননি ৷ আফগানরাও ম্যাচের প্রথমার্ধে দু’টি সুযোগ তৈরি করেছিল ৷ এই ম্যাচের পরিসংখ্যানটা খুবই সহজ ছিল ৷ একটা জয় দুই দলের সামনে পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হওয়ার রাস্তা সহজ করে দিত ৷ সুনীল ছেত্রীদের সামনে সেই সুযোগ একাধিকবার এলেও, তাঁরা তা করতে পারেননি ৷

এদিন পুরো ম্যাচে দু’দলের মিডফিল্ডে সমানে-সমানে লড়াই হয়েছে ৷ কোনও পক্ষই একইঞ্চিও জায়গা ছাড়েনি ৷ ফলে মাঝমাঠের লড়াই ছিল দেখার মতো ৷ তবে, দু’তরফে বেশ কয়েকটি বিশ্রী ট্যাকেল দেখা গিয়েছে ৷ ফলে মাঝে মধ্যেই খেলোয়াড়দের মধ্যে উত্তাপ বেড়েছে ৷ এই ম্যাচে ভারতীয় ফুটবলাররা নিজেদের ফুটবল স্কিলকে হাতিয়ার করলে, আফগানদের অস্ত্র ছিল শারীরিক জোর ও গতি ৷ যেখানে মাঝে মধ্যেই পিছিয়ে পড়তে হয়েছে ভারতকে ৷ বিশেষত, আফগানদের উচ্চতা বল দখলের লড়াইয়ে ভারতীয় ফুটবলারদের মাত দিয়েছে ৷

এই ম্যাচে ভারতের দীপক টাংগরি এবং বিক্রম প্রতাপ সিং হলুদ কার্ড দেখেছেন ৷ আফগানিস্তানের জেলফি নাজারি হলুদ কার্ড দেখেন ৷ প্রথম লেগ শেষে এই মুহূর্তে ভারত কুয়েতের থেকে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে গ্রুপ-এ তে ৷ ভারতের পয়েন্ট 4 ৷ বৃহস্পতিবার গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচে কাতারের বিরুদ্ধে 0-3 গোলে হেরেছে কুয়েত ৷ অন্যদিকে, আফগানরা গতকালের ড্রয়ের পাশাপাশি, দু’টি ম্যাচ হারায় চার নম্বরে রয়েছে ৷ কুয়েত 3 পয়েন্ট রয়েছে তিন নম্বরে ৷ আর গ্রুপের পয়েন্ট টেবিলে সবক’টি ম্যাচ জিতে 9 পয়েন্টে সবার উপরে আছে কাতার ৷

আরও পড়ুন:

  1. হেভিওয়েটদের লড়াইয়ে আইপিএলের ঢাকে কাঠি, মেগা ম্যাচে নজরে কারা ?
  2. জামশেদপুরের শাস্তিতে ফের মগডালে মুম্বই; চাপ বাড়ল বাগানের, সুপার সিক্সের আশা ইস্টবেঙ্গলে
  3. চোট সাহালের, উচ্চতার চ্যালেঞ্জ সামলে আফগানদের বিরুদ্ধে জয়ের লক্ষ্য সুনীলদের

আভা (সৌদি আরব), 22 মার্চ: 2026 ফিফা বিশ্বকাপ যোগ্যতাঅর্জনের লড়াইয়ে গ্রুপ-এ তে দ্বিতীয়স্থানে উঠে এল ভারত ৷ বৃহস্পতিবার সৌদি আরবের আভাতে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ভাবে শেষ হয়েছে সুনীল ছেত্রীর লড়াই ৷ এই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে দু’নম্বরে চলে এসেছে 'ব্লু টাইগার্স' ৷ ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও, তা গোলে রূপান্তর করতে ব্যর্থ হয় ভারতীয় দল ৷

সৌদিতে আয়োজিত ম্যাচের প্রথমার্ধে কাঁটায়-কাঁটায় টক্কর হয় দুই দলের ৷ শারীরিক গঠনে আফগান ফুটবলারদের সঙ্গে পাল্লা দিতে না-পারলেও, ফুটবল স্কিলে বৃহস্পতিবার রাতে মাত দেন ভারতীয় খেলোয়াড়রা ৷ আর সেই স্কিলের জোরে মনবীর সিং দু’টি সুযোগ তৈরি করলেও, তা প্রতিপক্ষের জালে জড়াতে পারেননি ৷ আফগানরাও ম্যাচের প্রথমার্ধে দু’টি সুযোগ তৈরি করেছিল ৷ এই ম্যাচের পরিসংখ্যানটা খুবই সহজ ছিল ৷ একটা জয় দুই দলের সামনে পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হওয়ার রাস্তা সহজ করে দিত ৷ সুনীল ছেত্রীদের সামনে সেই সুযোগ একাধিকবার এলেও, তাঁরা তা করতে পারেননি ৷

এদিন পুরো ম্যাচে দু’দলের মিডফিল্ডে সমানে-সমানে লড়াই হয়েছে ৷ কোনও পক্ষই একইঞ্চিও জায়গা ছাড়েনি ৷ ফলে মাঝমাঠের লড়াই ছিল দেখার মতো ৷ তবে, দু’তরফে বেশ কয়েকটি বিশ্রী ট্যাকেল দেখা গিয়েছে ৷ ফলে মাঝে মধ্যেই খেলোয়াড়দের মধ্যে উত্তাপ বেড়েছে ৷ এই ম্যাচে ভারতীয় ফুটবলাররা নিজেদের ফুটবল স্কিলকে হাতিয়ার করলে, আফগানদের অস্ত্র ছিল শারীরিক জোর ও গতি ৷ যেখানে মাঝে মধ্যেই পিছিয়ে পড়তে হয়েছে ভারতকে ৷ বিশেষত, আফগানদের উচ্চতা বল দখলের লড়াইয়ে ভারতীয় ফুটবলারদের মাত দিয়েছে ৷

এই ম্যাচে ভারতের দীপক টাংগরি এবং বিক্রম প্রতাপ সিং হলুদ কার্ড দেখেছেন ৷ আফগানিস্তানের জেলফি নাজারি হলুদ কার্ড দেখেন ৷ প্রথম লেগ শেষে এই মুহূর্তে ভারত কুয়েতের থেকে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে গ্রুপ-এ তে ৷ ভারতের পয়েন্ট 4 ৷ বৃহস্পতিবার গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচে কাতারের বিরুদ্ধে 0-3 গোলে হেরেছে কুয়েত ৷ অন্যদিকে, আফগানরা গতকালের ড্রয়ের পাশাপাশি, দু’টি ম্যাচ হারায় চার নম্বরে রয়েছে ৷ কুয়েত 3 পয়েন্ট রয়েছে তিন নম্বরে ৷ আর গ্রুপের পয়েন্ট টেবিলে সবক’টি ম্যাচ জিতে 9 পয়েন্টে সবার উপরে আছে কাতার ৷

আরও পড়ুন:

  1. হেভিওয়েটদের লড়াইয়ে আইপিএলের ঢাকে কাঠি, মেগা ম্যাচে নজরে কারা ?
  2. জামশেদপুরের শাস্তিতে ফের মগডালে মুম্বই; চাপ বাড়ল বাগানের, সুপার সিক্সের আশা ইস্টবেঙ্গলে
  3. চোট সাহালের, উচ্চতার চ্যালেঞ্জ সামলে আফগানদের বিরুদ্ধে জয়ের লক্ষ্য সুনীলদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.