ETV Bharat / sports

আইপিএলে 'ইম্প্যাক্ট প্লেয়ার' পরীক্ষামূলক, রয়েছে প্রত্যাহারের সুযোগ: জয় শাহ - IPL 2024 - IPL 2024

IPL 2024: আইপিএলে গতবছর থেকে 'ইম্প্যাক্ট প্লেয়ার' বা 'ইম্প্যাক্ট সাবস্টিটিউট' নিয়ম যোগ করেছে বিসিসিআই ৷ যে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বছরেই আপত্তি উঠতে শুরু করেছে ৷ এই 'ইম্প্যাক্ট প্লেয়ার' নিয়ম নিয়ে এবার বড় ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

ETV BHARAT
আইপিএলে 'ইম্প্যাক্ট সাবস্টিটিউট' নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 2:29 PM IST

মুম্বই, 10 মে: আইপিএলে গতবছর থেকে চালু হওয়া 'ইম্প্যাক্ট প্লেয়ার' বা 'ইম্প্যাক্ট সাবস্টিটিউট' নিয়ম পুনর্বিবেচনা করা যেতে পারে ৷ 'ইম্প্যাক্ট প্লেয়ার' নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, এই 'ইম্প্যাক্ট প্লেয়ার' নিয়মটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল ৷ যদি, এনিয়ে কোনও সমস্যা হয় তাহলে, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে, নিয়মটি বাতিল করে দেওয়া যাবে ৷

উল্লেখ্য, এই 'ইম্প্যাক্ট প্লেয়ার বা সাব' নিয়মের কারণে, নয় ব্যাটিং দীর্ঘায়িত হচ্ছে ৷ আর তা না হলে, বোলিং দলের হাতে বাড়তি বোলিং অপশন খুলে যাচ্ছে ৷ এতে করে আখেড়ে বোলারদের খতিটাই বেশি হচ্ছে ৷ কারণ, আইপিএলে অধিকাংশ পাটা উইকেটে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠছে ৷ এই অভিযোগ একাধিক দলের কোচ এবং বিশেষজ্ঞরা করেছেন ৷

উল্লেখ্য, ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন এই 'ইম্প্যাক্ট সাব' নিয়ম সবচেয়ে বেশি প্রভাব ফেলছে অলরাউন্ডারদের উপর ৷ কারণ, এর ফলে প্রধান বোলারদের কোটা পূরণ করাতে গিয়ে অলরাউন্ডাররা সুযোগ পাচ্ছেন না ৷ এমনকি এই 'ইম্প্যাক্ট সাব' নিয়মের কারণেই, এই মরশুমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দু’শোর বেশি রান উঠেছে ৷ যেখানে মোট সাতবার আড়াইশোর উপরে রান উঠেছে এক ইনিংসে ৷ এমনকি আইপিএল তথা টি-20 ক্রিকেটের সর্বোচ্চ 262 রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড তৈরি হয়েছে ৷

এউ পরিস্থিতিতে এই 'ইম্প্যাক্ট সাব' নিয়মটি তুলে দেওয়ার পক্ষে জোরাল সওয়াল তুলেছে অধিকাংশ আইপিএল দলের কোচিং টিম ৷ এমনকি একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এর বিরোধিতা করেছে ৷ যা নিয়ে জয় শাহ গতকাল বলেন, "ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আনা হয়েছিল পরীক্ষামূলকভাবে ৷ এর উদ্দেশ্য ছিল, দু’জন ভারতীয় ক্রিকেটারকে খেলার বাড়তি সুযোগ তৈরি করে দিতে ৷ এটা কি গুরুত্বপূর্ণ নয় যে, দু’জন অতিরিক্ত ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পাক ? এতে খেলাটা আরও বেশি প্রতিযোগিতামূলক হবে ৷"

তবে, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা এই নিয়ম সঠিক নয় বলে মনে করেন, তাহলে বোর্ড এনিয়ে আলোচনা করবে বলে জানান জয় শাহ ৷ তিনি বলেন, "যদি ক্রিকেটাররা মনে করেন এটা সঠিক নয়, তাহলে আমরা আলোচনা করব ৷ এখনও পর্যন্ত কেউ এনিয়ে কোনও কথা বলেনি ৷ আইপিএল ও বিশ্বকাপের পর আমরা এনিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব ৷"

আরও পড়ুন:

  1. রোহিতদের দীর্ঘমেয়াদি কোচের খোঁজে বিসিসিআই, শীঘ্র বিজ্ঞপ্তি বোর্ডের
  2. আইপিএলে ফের নজির কোহলির, পঞ্জাবকে 'বিরাট' রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল বেঙ্গালুরু
  3. ম্যাচ হারের জন্য রাহুলকে 'তুলোধনা' গোয়েঙ্কার, ভাইরাল ভিডিয়োয় চুপ লখনউ ক্যাপ্টেন

মুম্বই, 10 মে: আইপিএলে গতবছর থেকে চালু হওয়া 'ইম্প্যাক্ট প্লেয়ার' বা 'ইম্প্যাক্ট সাবস্টিটিউট' নিয়ম পুনর্বিবেচনা করা যেতে পারে ৷ 'ইম্প্যাক্ট প্লেয়ার' নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, এই 'ইম্প্যাক্ট প্লেয়ার' নিয়মটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল ৷ যদি, এনিয়ে কোনও সমস্যা হয় তাহলে, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে, নিয়মটি বাতিল করে দেওয়া যাবে ৷

উল্লেখ্য, এই 'ইম্প্যাক্ট প্লেয়ার বা সাব' নিয়মের কারণে, নয় ব্যাটিং দীর্ঘায়িত হচ্ছে ৷ আর তা না হলে, বোলিং দলের হাতে বাড়তি বোলিং অপশন খুলে যাচ্ছে ৷ এতে করে আখেড়ে বোলারদের খতিটাই বেশি হচ্ছে ৷ কারণ, আইপিএলে অধিকাংশ পাটা উইকেটে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠছে ৷ এই অভিযোগ একাধিক দলের কোচ এবং বিশেষজ্ঞরা করেছেন ৷

উল্লেখ্য, ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন এই 'ইম্প্যাক্ট সাব' নিয়ম সবচেয়ে বেশি প্রভাব ফেলছে অলরাউন্ডারদের উপর ৷ কারণ, এর ফলে প্রধান বোলারদের কোটা পূরণ করাতে গিয়ে অলরাউন্ডাররা সুযোগ পাচ্ছেন না ৷ এমনকি এই 'ইম্প্যাক্ট সাব' নিয়মের কারণেই, এই মরশুমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দু’শোর বেশি রান উঠেছে ৷ যেখানে মোট সাতবার আড়াইশোর উপরে রান উঠেছে এক ইনিংসে ৷ এমনকি আইপিএল তথা টি-20 ক্রিকেটের সর্বোচ্চ 262 রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড তৈরি হয়েছে ৷

এউ পরিস্থিতিতে এই 'ইম্প্যাক্ট সাব' নিয়মটি তুলে দেওয়ার পক্ষে জোরাল সওয়াল তুলেছে অধিকাংশ আইপিএল দলের কোচিং টিম ৷ এমনকি একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এর বিরোধিতা করেছে ৷ যা নিয়ে জয় শাহ গতকাল বলেন, "ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আনা হয়েছিল পরীক্ষামূলকভাবে ৷ এর উদ্দেশ্য ছিল, দু’জন ভারতীয় ক্রিকেটারকে খেলার বাড়তি সুযোগ তৈরি করে দিতে ৷ এটা কি গুরুত্বপূর্ণ নয় যে, দু’জন অতিরিক্ত ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পাক ? এতে খেলাটা আরও বেশি প্রতিযোগিতামূলক হবে ৷"

তবে, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা এই নিয়ম সঠিক নয় বলে মনে করেন, তাহলে বোর্ড এনিয়ে আলোচনা করবে বলে জানান জয় শাহ ৷ তিনি বলেন, "যদি ক্রিকেটাররা মনে করেন এটা সঠিক নয়, তাহলে আমরা আলোচনা করব ৷ এখনও পর্যন্ত কেউ এনিয়ে কোনও কথা বলেনি ৷ আইপিএল ও বিশ্বকাপের পর আমরা এনিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব ৷"

আরও পড়ুন:

  1. রোহিতদের দীর্ঘমেয়াদি কোচের খোঁজে বিসিসিআই, শীঘ্র বিজ্ঞপ্তি বোর্ডের
  2. আইপিএলে ফের নজির কোহলির, পঞ্জাবকে 'বিরাট' রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল বেঙ্গালুরু
  3. ম্যাচ হারের জন্য রাহুলকে 'তুলোধনা' গোয়েঙ্কার, ভাইরাল ভিডিয়োয় চুপ লখনউ ক্যাপ্টেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.