ETV Bharat / sports

পূর্বসূরিদের থেকে ভালো কাজ করতে হবে, গম্ভীরের কোচ হওয়ার জল্পনায় মত ভাজ্জির - Harbhajan Singh on Team India Coach - HARBHAJAN SINGH ON TEAM INDIA COACH

Harbhajan Singh on Team India Coach: আগামী তিন বছরের জন্য ভারতীয় দলের কোচ কে হতে চলেছেন ? এ নিয়ে হাজারো জল্পনা তৈরি হয়েছে ৷ যেখানে সবার আগে নাম উঠে আসছে গৌতম গম্ভীরের ৷ প্রাক্তন সতীর্থের কোচ হওয়া নিয়ে নিজের মতামত পেশ করলেন হরভজন সিং ৷

ETV BHARAT
গম্ভীরের কোচ হওয়ার জল্পনা নিয়ে নিজের মতপ্রকাশ ভাজ্জির (ETV BHARAT)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 4:28 PM IST

চেন্নাই, 28 মে: রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া আসন অর্থাৎ, ভারতীয় দলের কোচের পদে কে বসবেন ? ভারতীয় ক্রিকেটের অলিন্দে এটাই এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় ৷ যেখানে গৌতম গম্ভীরের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ বিশেষত, গত সপ্তাহে গম্ভীরের মুম্বইয়ের ঝটিকা সফর সেই জল্পনা আরও উস্কে দিয়েছে ৷ এ নিয়ে গম্ভীরের জাতীয় দলের প্রাক্তন সতীর্থ হরভজন সিং নিজের মতপ্রকাশ করলেন ৷

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় অফস্পিনার বলেন, "আমি যদি স্পষ্টভাবে বলি, তাহলে এটা পুরোপুরি জল্পনা ৷ যা এই মুহূর্তে চারদিকে ঘুরে বেরাচ্ছে ৷ সবচেয়ে বড় বিষয় হল, একজন কোচ যা করতে পারেন, তা হল পুরো দলকে একসঙ্গে বেঁধে রাখা ৷ যাতে দলটা একসঙ্গে পারফর্ম করতে পারে ৷ তাই এখানে গম্ভীর কোচ হোক বা আশিস নেহরা, অথবা অন্য যে কেউ এই সুযোগটা পান, আশা করব তাঁরা পূর্বসূরিদের থেকে আরও ভালো কাজ করবেন ৷"

উল্লেখ্য, গৌতম গম্ভীর 2022 সালে লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ সেখানে দু’টো মরশুম কাটানোর পর, গম্ভীর অধিনায়ক হিসেবে দু’টি ট্রফি জেতানো তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ফেরেন ৷ 2024-এর প্রথম মরশুমে তিনি মেন্টর হিসেবে কেকেআরকে আইপিএল ট্রফি জিতিয়েছেন ৷ ফলে গম্ভীরের এই সাফল্য, ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর দাবিদারিকে আরও জোরাল করেছে ৷

অন্যদিকে, বিসিসিআই-এর বিশ্বস্ত একটি সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, বোর্ডের একটি অংশ ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের কোচ হিসেবে চাইছে ৷ এর জন্য লক্ষ্মণকে হেড কোচের পদে আবেদন করতে বলা হয়েছে ৷ তবে, লক্ষ্মণ সেই প্রস্তাবে রাজি নন ৷ নামপ্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছেন, লক্ষ্মণ বছরের অধিকাংশ সময়ে দেশের বাইরে থাকতে চাইছেন না ৷ ভারতীয় দলের কোচ হওয়ার অর্থ, তাঁকে অধিকাংশ সময়ে দলের সঙ্গে সফর করতে হবে ৷ তাই তিনি নাকি, এনসিএ ডিরেক্টর হিসেবে কাজ করতে চাইছেন ৷

ভারতী ক্রিকেটের 'ভেরি ভেরি স্পেশাল'-এর আশা বোর্ডের একাংশ এখনও ছাড়ছে না ৷ তাই তারা লক্ষ্মণকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ যদিও, গৌতম গম্ভীরের সম্ভাবনাই অনেক বেশি বলে জানাচ্ছেন বোর্ডের বিশেষ ওই সূত্র ৷

খবর সূত্র- পিটিআই ও ইটিভি ভারত

চেন্নাই, 28 মে: রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া আসন অর্থাৎ, ভারতীয় দলের কোচের পদে কে বসবেন ? ভারতীয় ক্রিকেটের অলিন্দে এটাই এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় ৷ যেখানে গৌতম গম্ভীরের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ বিশেষত, গত সপ্তাহে গম্ভীরের মুম্বইয়ের ঝটিকা সফর সেই জল্পনা আরও উস্কে দিয়েছে ৷ এ নিয়ে গম্ভীরের জাতীয় দলের প্রাক্তন সতীর্থ হরভজন সিং নিজের মতপ্রকাশ করলেন ৷

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় অফস্পিনার বলেন, "আমি যদি স্পষ্টভাবে বলি, তাহলে এটা পুরোপুরি জল্পনা ৷ যা এই মুহূর্তে চারদিকে ঘুরে বেরাচ্ছে ৷ সবচেয়ে বড় বিষয় হল, একজন কোচ যা করতে পারেন, তা হল পুরো দলকে একসঙ্গে বেঁধে রাখা ৷ যাতে দলটা একসঙ্গে পারফর্ম করতে পারে ৷ তাই এখানে গম্ভীর কোচ হোক বা আশিস নেহরা, অথবা অন্য যে কেউ এই সুযোগটা পান, আশা করব তাঁরা পূর্বসূরিদের থেকে আরও ভালো কাজ করবেন ৷"

উল্লেখ্য, গৌতম গম্ভীর 2022 সালে লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ সেখানে দু’টো মরশুম কাটানোর পর, গম্ভীর অধিনায়ক হিসেবে দু’টি ট্রফি জেতানো তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ফেরেন ৷ 2024-এর প্রথম মরশুমে তিনি মেন্টর হিসেবে কেকেআরকে আইপিএল ট্রফি জিতিয়েছেন ৷ ফলে গম্ভীরের এই সাফল্য, ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর দাবিদারিকে আরও জোরাল করেছে ৷

অন্যদিকে, বিসিসিআই-এর বিশ্বস্ত একটি সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, বোর্ডের একটি অংশ ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের কোচ হিসেবে চাইছে ৷ এর জন্য লক্ষ্মণকে হেড কোচের পদে আবেদন করতে বলা হয়েছে ৷ তবে, লক্ষ্মণ সেই প্রস্তাবে রাজি নন ৷ নামপ্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছেন, লক্ষ্মণ বছরের অধিকাংশ সময়ে দেশের বাইরে থাকতে চাইছেন না ৷ ভারতীয় দলের কোচ হওয়ার অর্থ, তাঁকে অধিকাংশ সময়ে দলের সঙ্গে সফর করতে হবে ৷ তাই তিনি নাকি, এনসিএ ডিরেক্টর হিসেবে কাজ করতে চাইছেন ৷

ভারতী ক্রিকেটের 'ভেরি ভেরি স্পেশাল'-এর আশা বোর্ডের একাংশ এখনও ছাড়ছে না ৷ তাই তারা লক্ষ্মণকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ যদিও, গৌতম গম্ভীরের সম্ভাবনাই অনেক বেশি বলে জানাচ্ছেন বোর্ডের বিশেষ ওই সূত্র ৷

খবর সূত্র- পিটিআই ও ইটিভি ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.