ETV Bharat / sports

আইপিএল'কে ছাপিয়ে রেকর্ড অর্থ পাবে বিজয়ী দল, ঘোষিত বিশ্বকাপের প্রাইজ মানি - ICC T20 WORLD CUP 2024

T20 WC PRIZE MONEY: রোহিতরা জিতুন কিংবা অন্য কোনও দলই জিতুক, টি-20 বিশ্বকাপের সেরা দল পাবে 20.36 কোটি টাকা আর্থিক পুরস্কার ৷ সোমবার চলতি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি ৷

T20 WC
টি20 বিশ্বকাপ ট্রফি (ফাইল ছবি)
author img

By PTI

Published : Jun 3, 2024, 10:50 PM IST

নিউইয়র্ক, 3 জুন: চলতি টি-20 বিশ্বকাপের জন্য সোমবার আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি ৷ কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থার ঘোষিত সেই প্রাইজ মানি এককথায় রেকর্ড ৷ 2024 যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য সবমিলিয়ে 11.25 মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করল আইসিসি, যা গত বিশ্বকাপ অর্থাৎ 2022 টি-20 বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ ৷

চলতি বিশ্বকাপে সেরার শিরোপা জিতবে যে দল, তাদের 2.45 মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার দেবে আইসিসি, যা ভারতীয় মুদ্রায় 20.36 কোটি টাকা ৷ 2024 আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে 20 কোটি টাকা ৷ অর্থাৎ, টি-20 বিশ্বকাপে বিজয়ীদের জন্য বরাদ্দ অর্থ আইপিএলকেও ছাপিয়ে গেল ৷ 2022 বিশ্বকাপে বি জয়ী দলে সেখানে পেয়েছিল ভারতীয় মুদ্রায় 13 কোটি টাকা ৷ যদিও রানার্স দল যে মূল্যের আর্থিক পুরস্কার পাবে, তা অবশ্য আইপিএল'কে ছাপিয়ে যেতে পারেনি ৷

নবম টি-20 বিশ্বকাপে রানার্স দল পাবে 1.28 মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 10 কোটির সামান্য বেশি ৷ সেখানে সদ্য সমাপ্ত আইপিএলে রানার্স সানরাইজার্স হায়দরাবাদ আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে 13 কোটি টাকা ৷ আইসিসি এদিন এক বিবৃতিতে লিখেছে, "20 দল নিয়ে অনুষ্ঠিত আইসিসি টি-20 বিশ্বকাপের নবম সংস্করণের বিজয়ীরা পাবে 2.45 মিলিয়ন মার্কিন ডলার ৷ যা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড প্রাইজ মানি ৷ সেইসঙ্গে আগামী 29 জুন কেনসিংটন ওভালে তারা সুদৃশ্য ট্রফিও হাতে তুলবে ৷"

টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্টের জন্য 787,500 মার্কিন ডলার আর্থিক পুরস্কার বরাদ্দ করেছে আইসিসি ৷ পাশাপাশি যে চারটি দল সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে তারা পাবে 382,500 মার্কিন ডলার করে ৷ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ স্থানাধিকারীদের প্রত্যেকটি দলকে আইসিসি দেবে 247,500 মার্কিন ডলার করে পুরস্কার ৷ আর প্রতিযোগিতার শেষ আটটি দল পাবে 225,000 মার্কিন ডলার করে ৷

নিউইয়র্ক, 3 জুন: চলতি টি-20 বিশ্বকাপের জন্য সোমবার আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি ৷ কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থার ঘোষিত সেই প্রাইজ মানি এককথায় রেকর্ড ৷ 2024 যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য সবমিলিয়ে 11.25 মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করল আইসিসি, যা গত বিশ্বকাপ অর্থাৎ 2022 টি-20 বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ ৷

চলতি বিশ্বকাপে সেরার শিরোপা জিতবে যে দল, তাদের 2.45 মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার দেবে আইসিসি, যা ভারতীয় মুদ্রায় 20.36 কোটি টাকা ৷ 2024 আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে 20 কোটি টাকা ৷ অর্থাৎ, টি-20 বিশ্বকাপে বিজয়ীদের জন্য বরাদ্দ অর্থ আইপিএলকেও ছাপিয়ে গেল ৷ 2022 বিশ্বকাপে বি জয়ী দলে সেখানে পেয়েছিল ভারতীয় মুদ্রায় 13 কোটি টাকা ৷ যদিও রানার্স দল যে মূল্যের আর্থিক পুরস্কার পাবে, তা অবশ্য আইপিএল'কে ছাপিয়ে যেতে পারেনি ৷

নবম টি-20 বিশ্বকাপে রানার্স দল পাবে 1.28 মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 10 কোটির সামান্য বেশি ৷ সেখানে সদ্য সমাপ্ত আইপিএলে রানার্স সানরাইজার্স হায়দরাবাদ আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে 13 কোটি টাকা ৷ আইসিসি এদিন এক বিবৃতিতে লিখেছে, "20 দল নিয়ে অনুষ্ঠিত আইসিসি টি-20 বিশ্বকাপের নবম সংস্করণের বিজয়ীরা পাবে 2.45 মিলিয়ন মার্কিন ডলার ৷ যা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড প্রাইজ মানি ৷ সেইসঙ্গে আগামী 29 জুন কেনসিংটন ওভালে তারা সুদৃশ্য ট্রফিও হাতে তুলবে ৷"

টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্টের জন্য 787,500 মার্কিন ডলার আর্থিক পুরস্কার বরাদ্দ করেছে আইসিসি ৷ পাশাপাশি যে চারটি দল সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে তারা পাবে 382,500 মার্কিন ডলার করে ৷ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ স্থানাধিকারীদের প্রত্যেকটি দলকে আইসিসি দেবে 247,500 মার্কিন ডলার করে পুরস্কার ৷ আর প্রতিযোগিতার শেষ আটটি দল পাবে 225,000 মার্কিন ডলার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.