বিশাখাপত্তনম, 1 ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। বিশাখাপত্তনমে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারতীয় শিবির ৷ বিরাট কোহলির মতো তারকা ব্যাটার না-থাকায় এমনিতেই চাপে ভারত। তারপর আবার গত ম্যাচে চোটের জন্য ছিটকে গিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ব্যাটার কেএল রাহুল ৷ ফলত জোর জল্পনা বিশাখাপত্তনমে টেস্ট অভিষেক হতে পারে সরফরাজ খান কিংবা রজত পাতিদারের মধ্যে কোনও এক ব্যাটারের। তবে তার আগে বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাতিদার জানালেন, কোহলিই অনুপ্রেরণা; ওর থেকে প্রতিনিয়তই শেখার চেষ্টা করেন ডানহাতি এই ব্যাটার ৷
কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার চোটের জন্য 30 বছর বয়সি রজত পাতিদারের কাছে সুযোগ চলে আসতে পারে টেস্ট অভিষেকের ৷ নির্বাচকেরা আনক্যাপড তিন ক্রিকেটার সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্তি করেছেন। তবে দ্বিতীয় টেস্টের একাদশে পাতিদারের সুযোগ পাওয়ার পাওয়ার সম্ভাবনা প্রবল ৷ তার আগে পাতিদার সাক্ষাৎকারে বলেন, "আমি সবসময় নেটের পিছন থেকে তাঁর (কোহলি) ব্যাটিং লক্ষ্য করি, বিশেষ করে ব্যাটিং করার সময় তাঁর ফুটওয়ার্ক এবং শরীরের নড়াচড়া সবই লক্ষ্য রাখি ৷ আর সেগুলো শিখে এবং আমার ব্যাটিংয়ে যোগ করার চেষ্টা করি ৷" এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি।
দলে কোহলির না-থাকা ও দুই তারকা ক্রিকেটারের চোটের কারণে ভারতীয় শিবিরে সুযোগ পেয়ে পাতিদার উচ্ছ্বসিত ৷ সেইসঙ্গে রোহিতের সান্নিধ্য ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাটানো সময় উপভোগ করেছেন বলে জানিয়েছেন আরসিবি ব্যাটার ৷ এরপর রজতের সংযোজন, "আমি ঘরোয়া ক্রিকেটে অনেক সতীর্থের সঙ্গে খেলেছি। গত দু'টি সিরিজ ধরে আমি রাহুল স্যরের সঙ্গে আলোচনা করছি। তিনি নেটে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন, এই সব আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে ৷"
হায়দরাবাদে প্রথম টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া। যে কারণে বিশাখাপত্তনমে জিতে টেস্ট সিরিজে কামব্যাক করতে আগ্রহী রোহিতব্রিগেড ৷
আরও পড়ুন: