কলকাতা, 30 জানুয়ারি: দলবদলের দ্বিতীয় উইন্ডোতে বড় চমকের অপেক্ষা ! শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে প্রাক্তন ক্লাব মুম্বই সিটি এফসিতে যাচ্ছেন ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস ৷ যা সত্যি হলে, ডার্বির আগে সবুজ-মেরুন শিবির বড় ধাক্কা খেতে চলেছে ৷ এখনও পর্যন্ত অফিসিয়ালি মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ হুগো বুমোসের দল পরিবর্তনের খবর সামনে আনেনি ৷ তবে, দলবদলের দ্বিতীয় উইন্ডো শেষ হতে আর মাত্র একদিন বাকি রয়েছে ৷
এই সময় হুগো বুমোসের দল বদলের খবরের হাওয়া জোরালোভাবে বইতে শুরু করেছে ৷ স্বাভাবিকভাবেই স্বস্তিতে না-থাকারই কথা মোহনবাগান সুপার জায়ান্টের ৷ আইএসএলে বর্তমানে পাঁচ নম্বরে দাঁড়িয়ে সবুজ-মেরুন ক্লাব ৷ ডুরান্ড কাপে সাফল্য এলেও সদ্যসমাপ্ত সুপার কাপে গ্রুপ পর্যায় পেরোতে পারেনি তারা ৷ এই অবস্থায় হুগো বুমোস দল পরিবর্তন করলে, ডার্বিতে বিদেশি ফুটবলার দলে রাখার ক্ষেত্রে চিন্তা করতে হবে কোচ আন্তেনিও লোপেজ হাবাসকে ৷
ফেব্রুয়ারি মাসে কলকাতা ডার্বি হাবাসের কোচ হিসেবে এই মরশুমে প্রথম ম্যাচ ৷ সুপার কাপের ব্যর্থতা মুছতে ডার্বি জয় হাবাস এবং মোহনবাগান সুপার জায়ান্টের জন্য জরুরি ৷ এই পরিস্থিতিতে হাবাসের আশার আলো জাতীয় দল থেকে সাত ফুটবলারের ফের ক্লাবের সঙ্গে যোগ দেওয়া ৷ একই সঙ্গে ফিট হয়ে উঠেছেন আনোয়ার আলি ৷ মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ অবশ্য হুগো বুমোসের দলবদলের খবরের মান্যতা দেয়নি ৷
মঙ্গলবারের অনুশীলনে হুগো বুমোস ছিলেন ৷ তাঁকে রেখেই ডার্বির দল সাজানো হচ্ছে বলে সূত্রের খবর ৷ এই অবস্থায় হুগো বুমোসের দল পরিবর্তনের জল্পনা বাজারে থাকলেও তা কেউ নিশ্চিত করছে না ৷ একইভাবে মোহনবাগান সুপার জায়ান্ট দলবদলের দ্বিতীয় উইন্ডোতে কোনও ফুটবলার নিচ্ছে না বলেও খবর ৷
আরও পড়ুন: