কলকাতা, 1 মার্চ: এখনও বাতিল নয় 10 মার্চের আইএসএল ডার্বি । বিধানগর পুলিশ কমিশনারেট রাজ্যের শাসক দলের ব্রিগেড সমাবেশের কারণে ডার্বি আয়োজনে অপারগতার কথা জানিয়েছে । 10 মার্চের বদলে 11 মার্চ ডার্বি আয়োজনের প্রস্তাব দিয়েছে বিধানগর পুলিশ কমিশনারেট । তা খারিজ করেছে আইএসএল কর্তৃপক্ষ । তাই বলে 10 মার্চ ডার্বি বাতিল নয় । ডার্বি ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে বলা যায় । ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, 9 মার্চ এবং 10 মার্চ ডার্বি সম্ভব হচ্ছে না । তাঁরা ভুবনেশ্বরে ডার্বি আয়োজনে রাজি নন । এই অবস্থায় একই সঙ্গে ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে ডার্বি আয়োজনের বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর ।
প্রস্তাবগুলো অনেকটা এইরকম...
- সময় এক ঘণ্টা পিছিয়ে ম্যাচ করা হোক ।
- বেসরকারি নিরাপত্তারক্ষী দিয়ে ডার্বি করানোর ব্যবস্থা হোক ।
- দর্শক সংখ্যা কমিয়ে ম্যাচ আয়োজনের ব্যবস্থা হোক ।
বিধাননগর পুলিশ কমিশনারেটকে তিন প্রস্তাব দিল ইস্টবেঙ্গল এফসি । ডার্বি 10 মার্চ করাতে মরিয়া ইস্টবেঙ্গল । কোনও অবস্থাতেই ডার্বি ভুবনেশ্বরে করতে রাজি নয় লাল-হলুদ ব্রিগেড । আইএসএল এখনও ডার্বি 10 মার্চ ধরে এগোচ্ছে । তারা ইতিমধ্যে 11 মার্চ ডার্বি আয়োজনের যে প্রস্তাব বিধাননগর কমিশনারেট দিয়েছে তা খারিজ করেছে । ইস্টবেঙ্গল ডার্বি শেষে করার প্রস্তাব দিয়েছিল । সেটাও খারিজ করেছে আইএসএল ।
এই অবস্থায় ডার্বি যদি 10 মার্চ নিতান্তই না-করা যায়, তাহলে 9 মার্চ সন্ধ্যায় আয়োজনের চেষ্টা করা হবে । যে ম্যাচটি ওই সময় রয়েছে তা বিকেল পাঁচটায় করার কথা চলছে । আইএসএল সেভাবেই সূচি সাজাতে চাইছে । শনিবার দুপুরের মধ্যে ডার্বি ঘিরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত কাটবে বলেই সবাই আশাবাদী ।
আরও পড়ুন: