বুয়েনস আইরস, 17 ডিসেম্বর: ডাবল হ্যাটট্রিক ৷ ফুটবলের সঙ্গে পরিচিত হলেও ক্রিকেট এই শব্দজোড়ার সঙ্গে বিশেষ পরিচিত নয় ৷ ক্রিকেটে কোনও বোলার টানা চার বলে উইকেট নিলে তা ডাবল হ্যাটট্রিক হিসেবে গণ্য হয় ৷ ক্রিকেটে ডাবল হ্যাটট্রিক আগে হলেও এটি বিরল কীর্তি হিসেবেই বিবেচিত হয় ৷ সোমবার আন্তর্জাতিক ক্রিকেটে সেই বিরল কীর্তি গড়লেন লিওনেল মেসির দেশের ক্রিকেটার ৷ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি ৷
2026 টি-20 বিশ্বকাপের আমেরিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে সোমবার ডাবল হ্যাটট্রিক-সহ 14 রানে 5 উইকেট নিলেন হার্নান ফেন্নেল ৷ 36 বছর বয়সি আর্জেন্তাইন ষষ্ঠ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20'তে এই নজির গড়লেন ৷ কেইম্যান আইল্যান্ডের বিরুদ্ধে বিরল কীর্তি গড়ে আফগান স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাদের সঙ্গে একাসনে চলে এলেন ফেন্নেল ৷ এছাড়াও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল হ্যাটট্রিকের নজির ৷
A double hat-trick and a five-wicket haul!
— ICC (@ICC) December 16, 2024
A day to remember for Hernan Fennell in Americas #T20WorldCup qualifying 🇦🇷
More 👉 https://t.co/zIjpcvA2AB pic.twitter.com/Lja2JQDOcF
শুধু তাই নয় ৷ এদিন ডাবল হ্যাটট্রিকের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার হ্যাটট্রিকের নজিরও গড়ে ফেললেন মেসির দেশের মিডিয়াম পেসার ৷ এক্ষেত্রেও বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে এলিট ক্লাবে যোগদান করলেন তিনি ৷ যে ক্লাবের সদস্য হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ার প্য়াট কামিন্স, নিউজিল্যান্ডের টিম সাউদি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার মতো তাবড় নাম ৷
কেইম্য়ান আইল্যান্ড ইনিংসের অন্তিম ওভারে এবং নিজের চতুর্থ ওভারে এদিন ডাবল হ্যাটট্রিক আসে ফেন্নেলের ৷ ওভারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে আর্জেন্তাইন পেসার ফেরান যথাক্রমে ট্রয় টেলর, অ্যালিস্টার আইফিল, রোনাল্ড এবাঙ্কস ও আলেসান্দ্রো মরিসকে ৷ প্রতিপক্ষ শিবিরের ইনিংসের যবনিকা নামে তাঁর হাতেই ৷ তবে ফেন্নেলের এই নজির মেসির দেশকে জয় এনে দিতে পারেনি ৷ প্রথমে ব্যাট করে কেম্যান আইল্যান্ডের 116 রানের জবাবে 94 রানে শেষ হয় আর্জেন্তিনার ইনিংস ৷ 22 রানে হারতে হয় ফেন্নেলদের ৷