ETV Bharat / sports

'এমনই নির্ভীক ক্রিকেট খেলতে চাই', পাক 'বধ' করে বললেন হরমনপ্রীত - India Beat Pakistan - INDIA BEAT PAKISTAN

Women's Asia Cup T20 2024: পাকিস্তানকে 'বধ' করে জয় দিয়ে উইমেন্স এশিয়া কাপ 2024-এর অভিযান শুরু করেছে ভারতের প্রমিলা বাহিনী ৷ সাত উইকেটে নিদা দারদের হারিয়ে বড় ব্যবধান দিয়ে খাতা খুলেছে টিম ইন্ডিয়া ৷ এরপরই হুঙ্কার শোনা গেল ক্যাপ্টেন হরমনপ্রীতের গলায় ৷ জানিয়ে দিলেন এভাবেই তাঁরা নির্ভীক ক্রিকেট খেলতে চান তাঁরা ৷

Women's Asia Cup T20 2024
ভারতের প্রমিলা বাহিনী (বিসিসিআই উইমেন এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 3:09 PM IST

ডাম্বুলা, 20 জুলাই: দ্বীপরাষ্ট্রে জয় দিয়ে শুক্রবার মেয়েদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে উইমেন্স ইন ব্লু'র টপ অর্ডার ব্যাটিং ও বোলিং বিভাগের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো ৷ দুর্দান্ত খেলে 7 উইকেটে পাক 'বধ' করে দু'পয়েন্ট সংগ্রহ করেছে হরমনপ্রীত ব্রিগেড ৷ এরপরই আত্মবিশ্বাসের সুরে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, "এভাবেই নির্ভীক ক্রিকেট খেলতে চাই আমরা ৷"

ম্যাচ জয়ের পর অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, "পরিকল্পনা অনুযায়ী পারফরম্যান্স করতে পেরে আমরা খুশি। প্ল্যানমাফিক বোলিং হওয়ায় আমার ভীষণ ভালো লাগছে ৷ দলগতভাবে আমরা গত কয়েক মাস ধরে ভালো খেলছি। দক্ষিণ আফ্রিকা সিরিজ তারই প্রমাণ ৷ পাকিস্তন অধিনায়ক নিদা দার একজন ভালো ব্যাটার, তাঁর উইকেটটি গুরুত্বপূর্ণ ছিল ৷ আমাদের বোলার এবং ওপেনিং ব্যাটসম্যানরা নিজেদের কাজ করেছেন।"

তাঁর আরও সংযোজন, "প্রথম ম্যাচ সবসময় চাপের ৷ কিন্তু পুরো দল চাপের মাথায় ম্যাচটা পরিচালনা করেছে এবং দুর্দান্ত খেলেছে। আমাদের অভিজ্ঞ স্পিনার দীপ্তি শর্মা 3টি উইকেট নেন 20 রান দিয়ে ৷ যিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন, দলের সাফল্যে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয় ৷ পাওয়ার প্লে-তেই পার্থক্য তৈরি হয়ে গিয়েছিল। দু'টোতেই আমরা পিছিয়ে ছিলাম। বোলাররা শেষ পর্যন্ত ভালো করেছে। আমরা ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী।"

উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ- এ'তে রয়েছে ভারত-পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী ৷ অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আয়োজক শ্রীলঙ্কা ৷ ভারত-পাক মহারণের আগে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েছে নেপাল ৷ অর্থাৎ, ভারতের পাশাপাশি নেপালের পয়েন্টও দুই ৷ ভারতের পরবর্তী ম্যাচ 21 জুলাই, রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৷ এরপর 23 জুলাই, মঙ্গলবার টিম ইন্ডিয়া খেলবে নেপালের বিরুদ্ধে ৷

ডাম্বুলা, 20 জুলাই: দ্বীপরাষ্ট্রে জয় দিয়ে শুক্রবার মেয়েদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে উইমেন্স ইন ব্লু'র টপ অর্ডার ব্যাটিং ও বোলিং বিভাগের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো ৷ দুর্দান্ত খেলে 7 উইকেটে পাক 'বধ' করে দু'পয়েন্ট সংগ্রহ করেছে হরমনপ্রীত ব্রিগেড ৷ এরপরই আত্মবিশ্বাসের সুরে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, "এভাবেই নির্ভীক ক্রিকেট খেলতে চাই আমরা ৷"

ম্যাচ জয়ের পর অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, "পরিকল্পনা অনুযায়ী পারফরম্যান্স করতে পেরে আমরা খুশি। প্ল্যানমাফিক বোলিং হওয়ায় আমার ভীষণ ভালো লাগছে ৷ দলগতভাবে আমরা গত কয়েক মাস ধরে ভালো খেলছি। দক্ষিণ আফ্রিকা সিরিজ তারই প্রমাণ ৷ পাকিস্তন অধিনায়ক নিদা দার একজন ভালো ব্যাটার, তাঁর উইকেটটি গুরুত্বপূর্ণ ছিল ৷ আমাদের বোলার এবং ওপেনিং ব্যাটসম্যানরা নিজেদের কাজ করেছেন।"

তাঁর আরও সংযোজন, "প্রথম ম্যাচ সবসময় চাপের ৷ কিন্তু পুরো দল চাপের মাথায় ম্যাচটা পরিচালনা করেছে এবং দুর্দান্ত খেলেছে। আমাদের অভিজ্ঞ স্পিনার দীপ্তি শর্মা 3টি উইকেট নেন 20 রান দিয়ে ৷ যিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন, দলের সাফল্যে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয় ৷ পাওয়ার প্লে-তেই পার্থক্য তৈরি হয়ে গিয়েছিল। দু'টোতেই আমরা পিছিয়ে ছিলাম। বোলাররা শেষ পর্যন্ত ভালো করেছে। আমরা ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী।"

উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ- এ'তে রয়েছে ভারত-পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী ৷ অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আয়োজক শ্রীলঙ্কা ৷ ভারত-পাক মহারণের আগে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েছে নেপাল ৷ অর্থাৎ, ভারতের পাশাপাশি নেপালের পয়েন্টও দুই ৷ ভারতের পরবর্তী ম্যাচ 21 জুলাই, রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৷ এরপর 23 জুলাই, মঙ্গলবার টিম ইন্ডিয়া খেলবে নেপালের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.