কলকাতা, 25 মার্চ: হোলির রং লাগল নাইট শিবিরে। বালম পিচকারি হাতে নিয়ে একে অপরকে রাঙালেন শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তীরা ৷ শনিবার প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নেওয়ার খানিক স্বস্তি কলকাতা নাইট রাইডার্স শিবিরে। জয়ের আনন্দ থাকলেও দলের ভুলত্রুটি নিয়ে কথা হয়েছে। রবিবার পুরো দল অনুশীলন করেনি। বদলে বিজ্ঞাপনী শুটিং এবং হালকা মেজাজে সময় কাটিয়েছে। সোমবার টিম হোটেলেই ক্রিকেটারদের জন্য দোল উদযাপনের ব্যবস্থা করা হয়। গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত-সহ পুরো দল টিম হোটেলের পুল সাইডে রং খেলল নাইট শিবির।
অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রং মাখিয়ে দেন মেন্টর গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেটাররা সকলেই হোলি সম্পর্কে অবগত। আইপিএলের সৌজন্যে বিদেশি ক্রিকেটাররাও রংয়ের এই উৎসব সম্পর্কে অবহিত। যারা মিচেল স্টার্ক, ফিল সল্টের মত প্রথমবার এসেছেন তাঁরাও রংয়ের উৎসবে আনন্দে মাতলেন। রংয়ের উৎসবের দিনে কেকেআর শিবিরে ব্রাত্য নয় ক্রিকেট। কারণ সামনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। সেই কথায় মাথায় রেখেই ইডেনে বিকেলে প্র্যাকটিসে নেমে পড়বেন নাইটরা।
ইতিমধ্যে প্রথম ম্যাচে জয় আসলেও দলের পারফরম্যান্সে অনেক খামতি রয়েছে। বিশেষ করে আইপিএলের সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার মিচেল স্টার্কের বোলিং নিয়ে কাটাছেঁড়া চলছে। কারণ তাঁর এবং বরুণ চক্রবর্তীর সৌজন্যে ম্যাচ প্রায় হাতের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। হর্ষিত রানার শেষ ওভারের দুরন্ত বোলিং কেকেআরকে জয় নিয়ে এসে দেয়। তবে সাফল্য ব্যর্থতার মধ্যে আলোচনায় রমনদীপ সিংযের ব্যাটিং। নাইট শিবিরে প্রথমবার খেলতে আসা রামনদীপ আদর্শ মানেন আন্দ্রে রাসেলকে।
নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে রামনদীপ বলেন, "আমি শুরু থেকেই রাসেলের ব্যাটিং অনুসরণ করে এসেছি। আমি লক্ষ্য করেছি কীভাবে ব্যাট এবং বল হাতে টি-20 ক্রিকেটে প্রভাব ফেলে। আমি যখন ব্যাট করি তখন চিন্তা করি রাসেল এই অবস্থায় কীভাবে ব্যাট করতেন। আমি সেভাবেই চেষ্টা করি। রাসেল দলের হয়ে কঠিন পরিস্থিতিতে বল করেছেন। দলের সাফল্যে কাজে এসেছেন। রাসেল কেকেআর-এর হয়ে প্রচুর ম্যাচ জিতেছেন। আমি আশা করি ভবিষ্যতে রাসেলের মতোই প্রচুর জয় কেকেআরের জন্য নিয়ে আসতে পারব।"
আরও পড়ুন: