ETV Bharat / sports

11 মার্চ ডার্বি আয়োজনের বিধাননগর কমিশনারেটের প্রস্তাব ফেরাল এফএসডিএল

ISL Kolkata Derby Cancelled: 10 মার্চেই করতে হবে কলকাতা ডার্বি ৷ বিধাননগর কমিশনারেটের 11 মার্চ ডার্বি আয়োজনের প্রস্তাব নাকচ করে জানিয়ে দিল এফএসডিএল ৷ যে ম্যাচ আয়োজনের দায়িত্ব রয়েছে ইস্টবেঙ্গল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 3:58 PM IST

Updated : Mar 1, 2024, 5:14 PM IST

কলকাতা, 1 মার্চ: 11 মার্চ আইএসএল কলকাতা ডার্বি আয়োজনের আবেদন খারিজ করে দিল এফএসডিএল ৷ আগেই বিধানগর কমিশনারেট তৃণমূলের ব্রিগেডের জন্য 10 মার্চ পুলিশি নিরাপত্তা দিতে পারবে না জানিয়ে দিয়েছিল ৷ তার জন্য একদিন পিছিয়ে 11 মার্চ ম্যাচ আয়োজনের জন্য আয়োজক ইস্টবেঙ্গলের কর্তাদের প্রস্তাব দিয়েছিল বিধাননগর কমিশনারেট ৷ সেই মতো এফএসডিএলের কাছেও আবেদন জানান হয় ৷ কিন্তু, সেই আবেদনও নাকচ হয়ে গিয়েছে ৷ ফলে 10 মার্চ বা 11 মার্চ আইএসএলের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ডার্বি ফের একবার অনিশ্চয়তার অন্ধকারে ৷

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ই-মেল করে বিধাননগর কমিশনারেট জানিয়ে দেয় 10 মার্চ ডার্বি আয়োজনে অনুমতি দেওয়া সম্ভব নয় । বদলে 11 মার্চ ডার্বি আয়োজনের কথা বিধানগর পুলিশ কমিশনারেটের তরফে বলা হয় ৷ কিন্তু, তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে আইএসএলের আয়োজক এফএসডিএল ৷ অক্টোবর মাসে আইএসএলের প্রথম পর্বের ডার্বি ক্রিকেট বিশ্বকাপের কারণে বাতিল হয়েছিল ৷ সেবার 28 অক্টোবর কলকাতায় আইসিসি বিশ্বকাপের ম্যাচ থাকায় ডার্বির নিরাপত্তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি প্রশাসন ৷ সেই ম্যাচে মরশুমের দ্বিতীয় অধ্যায়ের ম্যাচ শুরুর আগে গত 3 ফেব্রুয়ারি আয়োজিত হয় ৷

এবারেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আর 11 মার্চ ডার্বি আয়োজন কেন সম্ভব নয়, তাও স্পষ্ট করে দিয়েছে এফএসডিএল ৷ কারণ, 13 মার্চ মোহনবাগান সুপার জায়ান্টের আরও একটি ম্যাচ রয়েছে ৷ ফলে মাত্র 1 দিনের ব্যবধানে দু’টি ম্যাচ কখনই সম্ভব নয় ৷ উল্লেখ্য, দ্বিতীয় একটি প্রস্তাবও দেওয়া হয়েছিল ৷ তা হল, 9 মার্চ এই ম্যাচ আয়োজন করা যায় কিনা ৷ সেটাও খারিজ হয়ে গিয়েছে ৷ কারণ, 6 মার্চ ইস্টবেঙ্গল গোয়াতে ম্যাচ খেলবে ৷ সেখান থেকে ফিরে দলের পক্ষে ডার্বির প্রস্তুতি নেওয়া সম্ভব নয় ৷ তাছাড়া একটি ম্যাচের জন্য পুরো সূচি বদল করা সম্ভব নয় বলে জানান হয়েছে ৷

তাই এফএসডিএল পুরো পরিস্থিতি বিচার করে ডার্বি আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাবে ৷ হয়তো দুই থেকে তিনদিন পরে ডার্বির নতুন তারিখ সামনে আসবে ৷ উল্লেখ্য, ইস্টবেঙ্গল ক্লাবের সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল কয়েকদিন আগে ৷ সেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন ৷ সেখানেই তিনি ডার্বি আয়োজন নিয়ে আশঙ্কিত না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন ৷ কিন্তু, মন্ত্রীর আশ্বাস বাস্তবে পরিণত হল না ৷

আরও পড়ুন:

  1. তৃণমূলের ব্রিগেড, বাতিল 10 মার্চের কলকাতা ডার্বি
  2. জামশেদপুরের বিরুদ্ধে অনিশ্চিত সাহাল, লিগের একনম্বর স্থানে নজর মোহনবাগানের
  3. লাল-হলুদকে ক্রীড়ামন্ত্রীর আশ্বাস, জনগর্জন সভার দিন যুবভারতীতেই ফিরতি বড় ম্যাচ

কলকাতা, 1 মার্চ: 11 মার্চ আইএসএল কলকাতা ডার্বি আয়োজনের আবেদন খারিজ করে দিল এফএসডিএল ৷ আগেই বিধানগর কমিশনারেট তৃণমূলের ব্রিগেডের জন্য 10 মার্চ পুলিশি নিরাপত্তা দিতে পারবে না জানিয়ে দিয়েছিল ৷ তার জন্য একদিন পিছিয়ে 11 মার্চ ম্যাচ আয়োজনের জন্য আয়োজক ইস্টবেঙ্গলের কর্তাদের প্রস্তাব দিয়েছিল বিধাননগর কমিশনারেট ৷ সেই মতো এফএসডিএলের কাছেও আবেদন জানান হয় ৷ কিন্তু, সেই আবেদনও নাকচ হয়ে গিয়েছে ৷ ফলে 10 মার্চ বা 11 মার্চ আইএসএলের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ডার্বি ফের একবার অনিশ্চয়তার অন্ধকারে ৷

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ই-মেল করে বিধাননগর কমিশনারেট জানিয়ে দেয় 10 মার্চ ডার্বি আয়োজনে অনুমতি দেওয়া সম্ভব নয় । বদলে 11 মার্চ ডার্বি আয়োজনের কথা বিধানগর পুলিশ কমিশনারেটের তরফে বলা হয় ৷ কিন্তু, তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে আইএসএলের আয়োজক এফএসডিএল ৷ অক্টোবর মাসে আইএসএলের প্রথম পর্বের ডার্বি ক্রিকেট বিশ্বকাপের কারণে বাতিল হয়েছিল ৷ সেবার 28 অক্টোবর কলকাতায় আইসিসি বিশ্বকাপের ম্যাচ থাকায় ডার্বির নিরাপত্তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি প্রশাসন ৷ সেই ম্যাচে মরশুমের দ্বিতীয় অধ্যায়ের ম্যাচ শুরুর আগে গত 3 ফেব্রুয়ারি আয়োজিত হয় ৷

এবারেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আর 11 মার্চ ডার্বি আয়োজন কেন সম্ভব নয়, তাও স্পষ্ট করে দিয়েছে এফএসডিএল ৷ কারণ, 13 মার্চ মোহনবাগান সুপার জায়ান্টের আরও একটি ম্যাচ রয়েছে ৷ ফলে মাত্র 1 দিনের ব্যবধানে দু’টি ম্যাচ কখনই সম্ভব নয় ৷ উল্লেখ্য, দ্বিতীয় একটি প্রস্তাবও দেওয়া হয়েছিল ৷ তা হল, 9 মার্চ এই ম্যাচ আয়োজন করা যায় কিনা ৷ সেটাও খারিজ হয়ে গিয়েছে ৷ কারণ, 6 মার্চ ইস্টবেঙ্গল গোয়াতে ম্যাচ খেলবে ৷ সেখান থেকে ফিরে দলের পক্ষে ডার্বির প্রস্তুতি নেওয়া সম্ভব নয় ৷ তাছাড়া একটি ম্যাচের জন্য পুরো সূচি বদল করা সম্ভব নয় বলে জানান হয়েছে ৷

তাই এফএসডিএল পুরো পরিস্থিতি বিচার করে ডার্বি আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাবে ৷ হয়তো দুই থেকে তিনদিন পরে ডার্বির নতুন তারিখ সামনে আসবে ৷ উল্লেখ্য, ইস্টবেঙ্গল ক্লাবের সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল কয়েকদিন আগে ৷ সেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন ৷ সেখানেই তিনি ডার্বি আয়োজন নিয়ে আশঙ্কিত না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন ৷ কিন্তু, মন্ত্রীর আশ্বাস বাস্তবে পরিণত হল না ৷

আরও পড়ুন:

  1. তৃণমূলের ব্রিগেড, বাতিল 10 মার্চের কলকাতা ডার্বি
  2. জামশেদপুরের বিরুদ্ধে অনিশ্চিত সাহাল, লিগের একনম্বর স্থানে নজর মোহনবাগানের
  3. লাল-হলুদকে ক্রীড়ামন্ত্রীর আশ্বাস, জনগর্জন সভার দিন যুবভারতীতেই ফিরতি বড় ম্যাচ
Last Updated : Mar 1, 2024, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.