ETV Bharat / sports

প্রয়াত ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ, ডিএলএস মেথডের দুই স্রষ্ঠাকেই হারাল ক্রিকেটবিশ্ব - Frank Duckworth Dies - FRANK DUCKWORTH DIES

Frank Duckworth Death: প্রয়াত ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ৷ ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতির অন্যতম উদ্ভাবক ছিলেন তিনি ৷

Frank Duckworth
ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ (বাঁ-দিকে) ও অ্যান্টনি জন লুইস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 7:39 PM IST

Updated : Jun 25, 2024, 8:08 PM IST

লন্ডন, 25 জুন: প্রয়াত ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতির অন্যতম উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ৷ ইংরেজ পরিসংখ্যানবিদের বয়স হয়েছিল 84 বছর ৷ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, 21 জুন প্রয়াত হয়েছেন ডাকওয়ার্থ । বুধবার বাংলাদেশকে হারিয়ে বিশ্ব-ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম উঠেছে আফগানিস্তানের ৷ বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচের ফয়সালাও হয়েছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতেই ৷ তারপরেই সামনে এল ডিএলএস স্রষ্ঠার মৃত্যুর খবর ৷

ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ও তাঁর সহকর্মী পরিসংখ্যানবিদ অ্যান্টনি জন লুইসের (টনি লুইস) প্রণীত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি, বৃষ্টি-প্রভাবিত ক্রিকেট ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য ব্যবহৃত হয় । ডাকওয়ার্থ এবং লুইস দুজন’কেই 2010 সালের জুন মাসে এমবিই’তে (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) ভূষিত করা হয়েছিল । 2020 সালের 15 মার্চ প্রয়াত হন টনি লুইস ৷ এবার চলে গেলেন তাঁর সহকর্মীও ৷

ডিএলএস বা ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিটি একটি জটিল পরিসংখ্যানগত বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৷ এই পদ্ধতিতে রান তাড়া করতে নামা দলের জন্য সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয় ৷ এক্ষেত্রে উইকেট সংখ্যা এবং ওভার-সহ আরও বেশ কিছু কারণ বিবেচনা করে করা হয় ।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার 1997 সালে ব্যবহার করা হয়েছিল এই পদ্ধতি ৷ 2001 সালে আইসিসি’তে (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতিটি গৃহীত হয় । পরে 2007 সালে অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্ন এই পদ্ধতিতে কিছু পরিবর্তন করেন । ফলে ডাকওয়ার্থ এবং লুইসের অবসর গ্রহণের পর পদ্ধতিটির নামকরণ করা হয় ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতি ৷

লন্ডন, 25 জুন: প্রয়াত ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতির অন্যতম উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ৷ ইংরেজ পরিসংখ্যানবিদের বয়স হয়েছিল 84 বছর ৷ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, 21 জুন প্রয়াত হয়েছেন ডাকওয়ার্থ । বুধবার বাংলাদেশকে হারিয়ে বিশ্ব-ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম উঠেছে আফগানিস্তানের ৷ বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচের ফয়সালাও হয়েছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতেই ৷ তারপরেই সামনে এল ডিএলএস স্রষ্ঠার মৃত্যুর খবর ৷

ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ও তাঁর সহকর্মী পরিসংখ্যানবিদ অ্যান্টনি জন লুইসের (টনি লুইস) প্রণীত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি, বৃষ্টি-প্রভাবিত ক্রিকেট ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য ব্যবহৃত হয় । ডাকওয়ার্থ এবং লুইস দুজন’কেই 2010 সালের জুন মাসে এমবিই’তে (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) ভূষিত করা হয়েছিল । 2020 সালের 15 মার্চ প্রয়াত হন টনি লুইস ৷ এবার চলে গেলেন তাঁর সহকর্মীও ৷

ডিএলএস বা ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিটি একটি জটিল পরিসংখ্যানগত বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৷ এই পদ্ধতিতে রান তাড়া করতে নামা দলের জন্য সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয় ৷ এক্ষেত্রে উইকেট সংখ্যা এবং ওভার-সহ আরও বেশ কিছু কারণ বিবেচনা করে করা হয় ।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার 1997 সালে ব্যবহার করা হয়েছিল এই পদ্ধতি ৷ 2001 সালে আইসিসি’তে (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতিটি গৃহীত হয় । পরে 2007 সালে অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্ন এই পদ্ধতিতে কিছু পরিবর্তন করেন । ফলে ডাকওয়ার্থ এবং লুইসের অবসর গ্রহণের পর পদ্ধতিটির নামকরণ করা হয় ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতি ৷

Last Updated : Jun 25, 2024, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.