ETV Bharat / sports

নাক ফাটল এমবাপের, আত্মঘাতী গোলে অস্ট্রিয়াকে কোনওক্রমে হারাল ফ্রান্স - UEFA EURO 2024 - UEFA EURO 2024

France Beat Austria: জিতল তবে মন ভরাতেে ব্যর্থ ফ্রান্স ৷ ইউরোর প্রথম ম্যাচে ফরাসিদের জয় এল আত্মঘাতী গোলে ৷ সহজ সুযোগ নষ্ট করলেন কিলিয়ান এমবাপে ৷

France Beat Austria
গোলের পর ফরাসি ফুটবলাররা (উয়েফা ইউরো 2024-এক্স)
author img

By PTI

Published : Jun 18, 2024, 7:59 AM IST

ডুসেলডর্ফ, 18 জুন: ইউরো এলে গোলস্কোরিং বুট কি বাড়িতে রেখে আসেন কিলিয়ান এমবাপে ৷ ডুসেলডর্ফে সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের 55 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও যে বলটা তিনি বাইরে মারলেন, তাতে এমন প্রশ্ন উঠতে বাধ্য ৷ সেইসঙ্গে ইউরোতে এমবাপের নামের পাশে গোল এল না এখনও ৷ 2021 পর চলতি ইউরোর প্রথম ম্যাচেও গোলহীন রইলেন বিশ্বকাপে 12 গোলের মালিক ৷ অধিনায়কের সঙ্গে 2024 ইউরোর প্রথম ম্যাচে কার্যত নিষ্প্রভ রইল তারকাখচিত ফ্রান্স ৷ যদিও আত্মঘাতী গোলে জিতেই অভিযান শুরু করল দু'বারের চ্যাম্পিয়নরা ৷

প্রথমার্ধে সেই অর্থে ইতিবাচক কোনও সুযোগ করতে ব্যর্থ ফ্রান্স ৷ উলটে প্রথমার্ধের 35 মিনিটে সহজ সুযোগ চলে এসেছিল অস্ট্রিয়ার কাছে ৷ গোলরক্ষক মাইক মাইগনান তৎপর না-হলে ম্যাচে পিছিয়েও যেতে পারত তারা ৷ সে যাইহোক, অস্ট্রিয়ার সুযোগ নষ্টের মিনিটদু'য়েকের মধ্যেই ডেডলক ভাঙে গত বিশ্বকাপের রানার্সরা ৷ সরাসরি গোল না করলেও এক্ষেত্রে গোলের কারিগর ছিলেন এমবাপেই ৷

বক্সের মধ্যে ডানদিক থেকে তাঁর সেন্টার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন অস্ট্রিয়া ডিফেন্ডার ম্যাক্স ওবের ৷ নামমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ফ্রান্স দ্বিতীয়ার্ধে ঝড় তুলবে, আশায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু তা হয়নি ৷ 55 মিনিটে এক ডিফেন্ডারকে কাঁধে নিয়ে প্রায় মাঝমাঠ থেকে বল ধরেন এমবাপে ৷ এরপর গতিতে ডিফেন্ডারকে পরাস্ত করে গোলের সামনে একা গোলরক্ষককে পেয়েছিলেন আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদে যোগদান করতে চলা ফুটবলার ৷ কিন্তু অবলীলায় শট বাইরে মারেন তিনি ৷

দিনের সহজতম সুযোগ নষ্টের পর আর ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স ৷ মাঝমাঠে এনগোলে কান্তে দুরন্ত খেললেও তা ফলপ্রসূ হয়নি ৷ উলটে 85 মিনিটে হেড করতে গিয়ে বিপক্ষ এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় এমবাপের ৷ বাধ্য হয়ে তাঁকে তুলে অলিভিয়ের জিরুকে মাঠে নামান দিদিয়ের দেশঁ ৷ কিন্তু স্কোরবোর্ড পরিবর্তন হয়নি ৷ একমাত্র গোলে জিতেই মাঠ ছাড়ে ফ্রান্স ৷

ডুসেলডর্ফ, 18 জুন: ইউরো এলে গোলস্কোরিং বুট কি বাড়িতে রেখে আসেন কিলিয়ান এমবাপে ৷ ডুসেলডর্ফে সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের 55 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও যে বলটা তিনি বাইরে মারলেন, তাতে এমন প্রশ্ন উঠতে বাধ্য ৷ সেইসঙ্গে ইউরোতে এমবাপের নামের পাশে গোল এল না এখনও ৷ 2021 পর চলতি ইউরোর প্রথম ম্যাচেও গোলহীন রইলেন বিশ্বকাপে 12 গোলের মালিক ৷ অধিনায়কের সঙ্গে 2024 ইউরোর প্রথম ম্যাচে কার্যত নিষ্প্রভ রইল তারকাখচিত ফ্রান্স ৷ যদিও আত্মঘাতী গোলে জিতেই অভিযান শুরু করল দু'বারের চ্যাম্পিয়নরা ৷

প্রথমার্ধে সেই অর্থে ইতিবাচক কোনও সুযোগ করতে ব্যর্থ ফ্রান্স ৷ উলটে প্রথমার্ধের 35 মিনিটে সহজ সুযোগ চলে এসেছিল অস্ট্রিয়ার কাছে ৷ গোলরক্ষক মাইক মাইগনান তৎপর না-হলে ম্যাচে পিছিয়েও যেতে পারত তারা ৷ সে যাইহোক, অস্ট্রিয়ার সুযোগ নষ্টের মিনিটদু'য়েকের মধ্যেই ডেডলক ভাঙে গত বিশ্বকাপের রানার্সরা ৷ সরাসরি গোল না করলেও এক্ষেত্রে গোলের কারিগর ছিলেন এমবাপেই ৷

বক্সের মধ্যে ডানদিক থেকে তাঁর সেন্টার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন অস্ট্রিয়া ডিফেন্ডার ম্যাক্স ওবের ৷ নামমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ফ্রান্স দ্বিতীয়ার্ধে ঝড় তুলবে, আশায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু তা হয়নি ৷ 55 মিনিটে এক ডিফেন্ডারকে কাঁধে নিয়ে প্রায় মাঝমাঠ থেকে বল ধরেন এমবাপে ৷ এরপর গতিতে ডিফেন্ডারকে পরাস্ত করে গোলের সামনে একা গোলরক্ষককে পেয়েছিলেন আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদে যোগদান করতে চলা ফুটবলার ৷ কিন্তু অবলীলায় শট বাইরে মারেন তিনি ৷

দিনের সহজতম সুযোগ নষ্টের পর আর ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স ৷ মাঝমাঠে এনগোলে কান্তে দুরন্ত খেললেও তা ফলপ্রসূ হয়নি ৷ উলটে 85 মিনিটে হেড করতে গিয়ে বিপক্ষ এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় এমবাপের ৷ বাধ্য হয়ে তাঁকে তুলে অলিভিয়ের জিরুকে মাঠে নামান দিদিয়ের দেশঁ ৷ কিন্তু স্কোরবোর্ড পরিবর্তন হয়নি ৷ একমাত্র গোলে জিতেই মাঠ ছাড়ে ফ্রান্স ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.