ETV Bharat / sports

ভারত মিক্সড রাইফেল শুটিংয়ে পদক জিতবে: সানি থমাস - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 5:28 PM IST

Paris 2024 Olympics: প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে পদক জিতবে বলে আশাবাদী প্রাক্তন শুটার তথা শুটিং কোচ সানি থমাস ৷ আজ প্যারিসে 10 মিটার মিক্সড রাইফেল শুটিংয়ে ভারতের সামনে পদক জেতার সুযোগ রয়েছে ৷ যেখানে ভারতের দু’টি দল প্রতিযোগিতায় নামবে ৷

ETV BHARAT
সানি থমাস ৷ (ছবি- গেটি ইমেজ ও ইটিভি ভারত)

কোয়েট্টাম, 27 জুলাই: প্যারিস অলিম্পিকের প্রথম দিনে কি শুটিং রেঞ্জ থেকে ভারতের জন্য সুখবর আসবে ? ভারতের সর্বকালের সেরা শুটিং কোচ সানি থমাস বলেছেন, হ্যাঁ ৷ আজ 10 মিটার এয়ার রাইফেলে মিক্সড টিম ইভেন্টে ভারত পদক জয়ের লড়াইয়ে নামবে ৷ ভারতের দুটি দল বাছাই পর্বে বিকল্পভাবে নামবে ৷ সমানভাবে ভালো ফর্মে থাকা দু’টি দলই, এককভাবে জিতে পদকের জয়ের ম্যাচে এগিয়ে যেতে পারে ৷

10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে বিশ্ব রেকর্ড রয়েছে ভারতের নামে ৷ এই ইভেন্টে বিশ্ব রেকর্ড হল 635.8, যা 2023 সালের ফেব্রুয়ারিতে মিশরের কায়রোতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতীয় দল অর্জন করেছিল ৷ যদিও, সেই সময় যাঁরা দলে ছিলেন, তাঁদের কেউই আজকের অলিম্পিক্স দলে নেই ৷ এই ইভেন্টের পাওয়ার হাউস ভারত ও চিন-সহ সমস্ত দেশ বাছাই পর্বে দু’টি করে দলকে কোর্টে নামাচ্ছে ৷

ভারতের প্রাক্তন শ্যুটিং কোচ, সানি থমাস ইটিভি ভারতকে বলেছেন, "দু’টি জুটি যাঁরা ভারত থেকে মিক্সড রাইফেল শুটিংয়ে দলগত ইভেন্টের জন্য যোগ্যতাঅর্জন করেছে ৷ তাঁদের পদক জয়ের ভালো রকম সম্ভাবনা রয়েছে ৷ রমিতা জিন্দাল, যিনি জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে 10 মিটার রাইফেলের ব্যক্তিগত এবং মহিলাদের দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন ৷ আর কায়রোতে বিশ্বকাপে মিক্সড রাইফেল শুটিংয়ে দলগত ইভেন্টে দ্বিতীয় স্থানে থাকা অর্জুন বাবুটা, সবাই দুরন্ত ফর্মে রয়েছেন ৷

তামিলনাড়ুর ইলাভেনিল ভালারিভান, যিনি গত বছরের রিও বিশ্বকাপে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ছিলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় ৷ প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেওয়া সন্দীপ সিংও একজন বিশ্বমানের শুটার ৷ দ্রোণাচার্য সানি থমাস, যিনি 19 বছর ধরে ভারতের জাতীয় দলের কোচ ছিলেন ৷ তিনি ভারতকে শুটিংকে বিশ্বে শীর্ষে নিয়ে যাওয়ার পরে অবসর নেন ৷ রাজ্যবর্ধন সিং রাঠোর থেকে শুরু করে অভিনব বিন্দ্রা এবং গগন নারাং ৷ যাঁরা অলিম্পিকে পদক জিতেছিলেন, তাঁরা সকলে সানি থমাসের কোচিংয়ে খেলেছেন ৷

অলিম্পিকে রাইফেল শুটিংয়ে কীভাবে পদক নির্ধারণ করা হয় ?

মোট 28টি দল বাছাই পর্বে প্রবেশ করবে ৷ সেখান থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চারটি দলই পদক জয়ের ম্যাচের জন্য যোগ্যতাঅর্জন করবে ৷ প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারির মধ্যে হবে সোনা জেতার লড়াই ৷ আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল, ব্রোঞ্জ পদকের জন্য খেলবে ৷

প্রতিযোগিতার ধরন

প্রত্যেক শ্যুটারকে 5.6 মিমি ব্যারেল-সহ একটি রাইফেল ব্যবহার করে, 10 মিটার দূর থেকে কাগজের লক্ষ্যবস্তুতে গুলি (রবার) ছুঁড়তে হবে ৷ রাইফেলের সর্বোচ্চ অনুমোদিত ওজন 5.5 কেজি ৷ মিক্সড দলের ফরম্যাটে প্রতিটি দল 10টি শটের 6টি সিরিজে পারফর্ম্যান্স দেবে ৷

মনু ভাকর আজ প্রতিদ্বন্দ্বিতা করবেন

আজ, মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টেও একটি প্রতিযোগিতা রয়েছে ৷ যেখানে ভারতের পদক জয়ের আশা রয়েছে ৷ দুই ভারতীয় খেলোয়াড়, মনু ভাকর এবং রিতম সাংওয়ান, ব়্যাংকিং রাউন্ড থেকে ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ 10টি শটের 6টি সিরিজ মিলিয়ে প্রত্যেক খেলোয়াড় 60টি গুলি ছুঁড়বে ৷ প্রথম আটে থাকা শুটাররা ফাইনাল রাউন্ডে প্রবেশ করবে ৷

কোয়েট্টাম, 27 জুলাই: প্যারিস অলিম্পিকের প্রথম দিনে কি শুটিং রেঞ্জ থেকে ভারতের জন্য সুখবর আসবে ? ভারতের সর্বকালের সেরা শুটিং কোচ সানি থমাস বলেছেন, হ্যাঁ ৷ আজ 10 মিটার এয়ার রাইফেলে মিক্সড টিম ইভেন্টে ভারত পদক জয়ের লড়াইয়ে নামবে ৷ ভারতের দুটি দল বাছাই পর্বে বিকল্পভাবে নামবে ৷ সমানভাবে ভালো ফর্মে থাকা দু’টি দলই, এককভাবে জিতে পদকের জয়ের ম্যাচে এগিয়ে যেতে পারে ৷

10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে বিশ্ব রেকর্ড রয়েছে ভারতের নামে ৷ এই ইভেন্টে বিশ্ব রেকর্ড হল 635.8, যা 2023 সালের ফেব্রুয়ারিতে মিশরের কায়রোতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতীয় দল অর্জন করেছিল ৷ যদিও, সেই সময় যাঁরা দলে ছিলেন, তাঁদের কেউই আজকের অলিম্পিক্স দলে নেই ৷ এই ইভেন্টের পাওয়ার হাউস ভারত ও চিন-সহ সমস্ত দেশ বাছাই পর্বে দু’টি করে দলকে কোর্টে নামাচ্ছে ৷

ভারতের প্রাক্তন শ্যুটিং কোচ, সানি থমাস ইটিভি ভারতকে বলেছেন, "দু’টি জুটি যাঁরা ভারত থেকে মিক্সড রাইফেল শুটিংয়ে দলগত ইভেন্টের জন্য যোগ্যতাঅর্জন করেছে ৷ তাঁদের পদক জয়ের ভালো রকম সম্ভাবনা রয়েছে ৷ রমিতা জিন্দাল, যিনি জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে 10 মিটার রাইফেলের ব্যক্তিগত এবং মহিলাদের দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন ৷ আর কায়রোতে বিশ্বকাপে মিক্সড রাইফেল শুটিংয়ে দলগত ইভেন্টে দ্বিতীয় স্থানে থাকা অর্জুন বাবুটা, সবাই দুরন্ত ফর্মে রয়েছেন ৷

তামিলনাড়ুর ইলাভেনিল ভালারিভান, যিনি গত বছরের রিও বিশ্বকাপে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ছিলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় ৷ প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেওয়া সন্দীপ সিংও একজন বিশ্বমানের শুটার ৷ দ্রোণাচার্য সানি থমাস, যিনি 19 বছর ধরে ভারতের জাতীয় দলের কোচ ছিলেন ৷ তিনি ভারতকে শুটিংকে বিশ্বে শীর্ষে নিয়ে যাওয়ার পরে অবসর নেন ৷ রাজ্যবর্ধন সিং রাঠোর থেকে শুরু করে অভিনব বিন্দ্রা এবং গগন নারাং ৷ যাঁরা অলিম্পিকে পদক জিতেছিলেন, তাঁরা সকলে সানি থমাসের কোচিংয়ে খেলেছেন ৷

অলিম্পিকে রাইফেল শুটিংয়ে কীভাবে পদক নির্ধারণ করা হয় ?

মোট 28টি দল বাছাই পর্বে প্রবেশ করবে ৷ সেখান থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চারটি দলই পদক জয়ের ম্যাচের জন্য যোগ্যতাঅর্জন করবে ৷ প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারির মধ্যে হবে সোনা জেতার লড়াই ৷ আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল, ব্রোঞ্জ পদকের জন্য খেলবে ৷

প্রতিযোগিতার ধরন

প্রত্যেক শ্যুটারকে 5.6 মিমি ব্যারেল-সহ একটি রাইফেল ব্যবহার করে, 10 মিটার দূর থেকে কাগজের লক্ষ্যবস্তুতে গুলি (রবার) ছুঁড়তে হবে ৷ রাইফেলের সর্বোচ্চ অনুমোদিত ওজন 5.5 কেজি ৷ মিক্সড দলের ফরম্যাটে প্রতিটি দল 10টি শটের 6টি সিরিজে পারফর্ম্যান্স দেবে ৷

মনু ভাকর আজ প্রতিদ্বন্দ্বিতা করবেন

আজ, মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টেও একটি প্রতিযোগিতা রয়েছে ৷ যেখানে ভারতের পদক জয়ের আশা রয়েছে ৷ দুই ভারতীয় খেলোয়াড়, মনু ভাকর এবং রিতম সাংওয়ান, ব়্যাংকিং রাউন্ড থেকে ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ 10টি শটের 6টি সিরিজ মিলিয়ে প্রত্যেক খেলোয়াড় 60টি গুলি ছুঁড়বে ৷ প্রথম আটে থাকা শুটাররা ফাইনাল রাউন্ডে প্রবেশ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.