কলকাতা, 1 ফেব্রুয়ারি: বোরহা হেরেরার ক্লাব বদলের 24 ঘণ্টার মধ্যে তার পরিবর্ত নেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল। স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকোয়েজকে দলে নেওয়ার কথা ঘোষণা করল লাল-হলুদ ম্যানেজমেন্ট। চলতি মরশুমের শেষ পর্যন্ত অভিজ্ঞ মিডফিল্ডার ইস্টবেঙ্গলের জার্সিতে খেলবেন। 37 বছর বয়সি ফুটবলারটি বার্সেলোনার যুব দলের ফুটবলার। ক্লাবের সি এবং বি দলের হয়ে খেলার পাশাপাশি সিনিয়র দলে লিওনেল মেসির সঙ্গেও খেলেছেন।
খেলেছেন জেরার্ড পিকে, ফাব্রেগাসের সঙ্গেও। পেপ গুয়ার্দিওয়ালার কোচিংয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারটি কানাডার টরেন্টো এফসি থেকে ইস্টবেঙ্গলে আসছেন। তাঁকে দলে পেয়ে খুশি ইস্টবেঙ্গলের বর্তমান কোচ কার্লেস কুয়াদ্রাত। মূলত তাঁর উদ্যোগেই ভিক্টর ভ্যাসকোয়েজের লাল-হলুদে যোগ দেওয়া। বলেছেন, "ভিক্টর ভ্যাসকোয়েজ বার্সেলোনা ঘরানাতে বেড়ে ওঠা ফুটবলার। মেসি, জেরার্ড পিকে, ফাব্রেগাসদের সঙ্গে খেলেছেন। তাঁর ফুটবল শিল্প ইস্টবেঙ্গল সমর্থকদের বহু জয়ের মুহূর্ত উপহার দেবে বলে আশা করি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারটি আইএসএলে সফল হবে বলেই বিশ্বাস করি।"
বার্সেলোনা ছাড়াও মেক্সিকো, কাতার, বেলজিয়ান প্রো লিগ, টরেন্টো এফসি, লা গ্যালাক্সিতেও খেলেছেন। চলতি মরশুমে ইস্টবেঙ্গলে মহেশ নাওরেম সিং ছাড়া খেলা তৈরি করার ফুটবলার নেই। অভাব মেটাতে নাওরেম মহেশ সিংকে উইংয়ের বদলে মাঝমাঠে একটু ভিতর থেকে খেলাচ্ছিলেন কুয়াদ্রাত। এবার ভাস্কোয়েজ আসায় সেই খামতি দূর হবে বলে মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গলের জার্সি পড়তে মুখিয়ে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারও। বলেছেন, "ইস্টবেঙ্গলের ঐতিহ্যের কথা শুনেছি। ওখানকার সমর্থকদের ফুটবল ঘিরে উন্মাদনার কথা আমি কুয়াদ্রাত ও তাঁর ডেপুটির কাছ থেকে শুনেছি। আমি নিজেও মাঠে নামতে মুখিয়ে রয়েছি। ইস্টবেঙ্গলের হয়ে ভালো কিছু করার জন্য তৈরি।"
ডার্বিতে না-হলেও পরের ম্যাচ থেকে ভ্যাসকোয়েজ খেলবেন লাল-হলুদ জার্সিতে। তাঁর শারীরিক পরীক্ষা কলকাতাতেই হবে। বুধবার ডার্বির প্রস্তুতি শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করছেন কুয়াদ্রাত। ভ্যাসকোয়েজের যোগ দেওয়ার দিন সিভেরিও টোরো লাল-হলুদ জার্সি ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দিতে চলেছেন বলে খবর। সূত্র বলছে, তার বদলে ইতিমধ্যে একজন ফ্রি ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। এদিকে নিখিল পূজারি হায়দরাবাদ এফসি ছেড়ে মুম্বই সিটি এফসিতে যাওয়ার কথা থাকলেও বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন ৷
আরও পড়ুন: