লিমা, 5 নভেম্বর: স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল জনপ্রিয় দুই ক্লাব ৷ 22 মিনিট খেলা হওয়ার পর বৃষ্টির দাপটে খেলা বন্ধ করে দেন রেফারি ৷ মাঠের বেশ কিছু জায়গায় জল জমে যাওয়ায় খেলা চালানো সম্ভব হয়নি ৷ ফলে মাঠ ছাড়ছিলেন খেলোয়াড়েরা ৷ ঠিক সময়েই বজ্রপাত হয় ৷ মাঠেই মারা যান এক ফুটবলার ৷
কী হয়েছে ?
স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেরুর দুই ক্লাব, জুভেন্তুদ বেলাভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কা ৷ সে দেশের হুয়ানকায়োতে চলছিল ম্যাচটি । লাইভ টিভি’তে ম্যাচের সম্প্রচার চলাকালীন ধরা পড়েছে গোটা দৃশ্য ৷ দেখা গিয়েছে বৃষ্টির মধ্যেই খেলা হচ্ছিল ৷ 2-0 গোলে এগিয়ে ছিল জুভেন্তুদ বেলাভিস্তা ৷ পরে বৃষ্টির দাপট বাড়লে মাঠের বিভিন্ন জায়গায় জল জমে যায় । ফলে বাধ্য হয়ে খেলোয়াড়দের সাজঘরে ফিরে যেতে বলেন রেফারি ।
মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা । ঠিক সে সময়ই বজ্রপাত হয় মাঠের উপর । ভিডিয়োতে দেখা যাচ্ছে, হোসে হুগো দে লা ক্রুজ মেজার ওপর এসে বাজ পড়ে ৷ মাঠের মধ্যেই পড়ে যান তিনি ৷ তাঁর পাশেই ছিলেন হুয়ান চোক্কা লাকতা ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি । আহত হয়েছেন আরও চার জন ।
SHOCKING-
— Smriti Sharma (@SmritiSharma_) November 4, 2024
Lightning kills player during soccer match in Peru,One player died and several were injured.The victim has been identified as defender José Hugo de la Cruz Meza, who was playing as a back; additionally, goalkeeper Juan Choca is in critical condition with severe burns. pic.twitter.com/5qjOaIwJG6
জুভেন্তুদ বেলাভিস্তার ডিফেন্ডার ছিলেন হোসে হুগো ৷ তাঁর পাশেই ছিলেন গোলরক্ষক হুয়ান চোক্কা লাকতা ৷ তাঁর শরীরের সিংহভাগ পুড়ে গিয়েছে ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, হুগো হাতে একটি ধাতব বালা পরেছিলেন । সম্ভবত সে কারণেই তাঁর মৃত্যু হয়েছে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সেদেশে ।
During a soccer game in Peru, 39-year-old player Jose Hugo de la Cruz Meza was killed instantly by a lightning strike, with at least five other players injured during the regional tournament. pic.twitter.com/oT2gJlnF2G
— Morbid Knowledge (@Morbidful) November 4, 2024
মাঠে ছিল না অ্যাম্বুল্যান্স
জানা গিয়েছে মাঠে কোনও অ্যাম্বুল্যান্স ছিল না ৷ ফলে চোক্কাকে ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আরও তিন খেলোয়াড় ক্রিশ্চিয়ান সিজার, পিটুয়, কাহুয়ানা আহত হয়েছেন ৷ তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন ৷