ETV Bharat / sports

ট্রফি নিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি, সাসপেন্ড মেসির সতীর্থ গোলরক্ষক - EMILIANO MARTINEZ SUSPENDED - EMILIANO MARTINEZ SUSPENDED

FIFA SUSPENDS MARTINEZ: বিশ্বকাপের ন্য়ায় বিতর্কিত সেলিব্রেশন করে সাসপেন্ড হতে হল লিও মেসির সতীর্থ গোলরক্ষককে ৷ আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দু'ম্য়াচের জন্য এই ফুটবলারকে পাবে না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ৷

FIFA SUSPENDS MARTINEZ
সাসপেন্ড মার্তিনেজ (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 28, 2024, 6:54 PM IST

বুয়েনস আইরস, 28 সেপ্টেম্বর: কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পর তাঁর সেলিব্রেশন সাড়া ফেলেছিল ক্রীড়াবিশ্বে ৷ বছরদু'য়েক বাদে এসে একইরকম সেলিব্রেশেনের জেরে নির্বাসনে যেতে হচ্ছে আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা'র তরফে মেসির সতীর্থ গোলরক্ষককে দু'ম্য়াচের জন্য নিষিদ্ধ হওয়ার খবর জানিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৷

নির্বাসনের ফলে আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দু'ম্য়াচে খেলতে পারবেন না এমি ৷ 10 অক্টোবর ভেনেজুয়েলা এবে 15 অক্টোবর বলিভিয়ার বিরুদ্ধে ম্য়াচে বিশ্বজয়ী গোলরক্ষককে পাবে না 'লা আলবিসেলেস্তে' ৷ ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে মার্তিনেজের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৷ কী কারণে গোলরক্ষকের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাও জানানো হয়েছে বিবৃতিতে ৷

চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সম্প্রতি দু'টি ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন মেসির সতীর্থ গোলরক্ষক ৷ চিলির বিরুদ্ধে 3-0 গোলে জয়ের পর কোপা আমেরিকা জয়ের সেলিব্রেশনে মেতেছিল আর্জেন্তিনা দল ৷ তখনই ট্রফি নিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন মার্তিনেজ ৷ যৌনাঙ্গের সামনে ট্রফি ধরে একইরকম সেলিব্রেশনে বিশ্বকাপ জয়ের পরও বিতর্ক ডেকে এনেছিলেন অ্যাস্টন ভিলা ফুটবলার ৷ সে যাত্রায় ছাড় পেলেও এক্ষেত্রে তাঁকে নির্বাসনে পাঠাল ফিফা ৷

পরবর্তীতে কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হারের পর স্থানীয় ক্যামেরাপার্সনকে চড় মেরে বসেন আর্জেন্তাইন গোলরক্ষক ৷ সেই কারণেও শাস্তির মুখে পড়তে হল মার্তিনেজকে ৷ তবে 2026 বিশ্বকাপের মূলপর্বে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা ৷ আট ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্বচ্য়াম্পিয়নরা ৷

বুয়েনস আইরস, 28 সেপ্টেম্বর: কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পর তাঁর সেলিব্রেশন সাড়া ফেলেছিল ক্রীড়াবিশ্বে ৷ বছরদু'য়েক বাদে এসে একইরকম সেলিব্রেশেনের জেরে নির্বাসনে যেতে হচ্ছে আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা'র তরফে মেসির সতীর্থ গোলরক্ষককে দু'ম্য়াচের জন্য নিষিদ্ধ হওয়ার খবর জানিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৷

নির্বাসনের ফলে আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দু'ম্য়াচে খেলতে পারবেন না এমি ৷ 10 অক্টোবর ভেনেজুয়েলা এবে 15 অক্টোবর বলিভিয়ার বিরুদ্ধে ম্য়াচে বিশ্বজয়ী গোলরক্ষককে পাবে না 'লা আলবিসেলেস্তে' ৷ ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে মার্তিনেজের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৷ কী কারণে গোলরক্ষকের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাও জানানো হয়েছে বিবৃতিতে ৷

চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সম্প্রতি দু'টি ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন মেসির সতীর্থ গোলরক্ষক ৷ চিলির বিরুদ্ধে 3-0 গোলে জয়ের পর কোপা আমেরিকা জয়ের সেলিব্রেশনে মেতেছিল আর্জেন্তিনা দল ৷ তখনই ট্রফি নিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন মার্তিনেজ ৷ যৌনাঙ্গের সামনে ট্রফি ধরে একইরকম সেলিব্রেশনে বিশ্বকাপ জয়ের পরও বিতর্ক ডেকে এনেছিলেন অ্যাস্টন ভিলা ফুটবলার ৷ সে যাত্রায় ছাড় পেলেও এক্ষেত্রে তাঁকে নির্বাসনে পাঠাল ফিফা ৷

পরবর্তীতে কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হারের পর স্থানীয় ক্যামেরাপার্সনকে চড় মেরে বসেন আর্জেন্তাইন গোলরক্ষক ৷ সেই কারণেও শাস্তির মুখে পড়তে হল মার্তিনেজকে ৷ তবে 2026 বিশ্বকাপের মূলপর্বে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা ৷ আট ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্বচ্য়াম্পিয়নরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.