ETV Bharat / sports

জাতীয় দলে ডাক পেতে পিকেএল-ই পাখির চোখ ইরানিয়ানদের: ফাজেল আত্রাচলি

রবিবার জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে পিকেএল অভিযান শুরু করছে বেঙ্গল ওয়ারিয়র্স ৷ তার আগে ইটিভি ভারতের নিশাদ বাপাতের মুখোমুখি অধিনায়ক ফাজেল আত্রাচলি ৷

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

FAZEL ATRACHALI
ফাজেল আত্রাচলি (STAR SPORTS MEDIA)

হায়দরাবাদ, 19 অক্টোবর: তাঁর ঝুলিতে রয়েছে প্রো-কবাডি লিগের ইতিহাসে সর্বাধিক ট্যাকল পয়েন্ট ৷ দল বদলে পিকেএল একাদশ সংস্করণে বেঙ্গল ওয়ারিয়র্সের দলনায়ক তিনি ৷ বৃহস্পতিবার হায়দরাবাদে টুর্নামেন্ট শুরুর আগে সকল ফ্র্য়াঞ্চাইজির অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ইটিভি ভারতের মুখোমুখি টুর্নামেন্টের সর্বাধিক ট্যাকল স্কোরার ফাজেল আত্রাচলি ৷ ইরানের 'সুলতান' শোনালেন তাঁর দেশের কবাডি প্লেয়ারদের কাছে প্রো-কবাডি লিগের গুরুত্ব ৷

ইটিভি ভারতকে ফাজেল বলেন, "ইরানেও এদেশের মত কবাডি ফলো করেন অনেকে ৷ তবে সেখানে পুরস্কার অর্থ নেই ৷ কিন্তু প্রো-কবাডি লিগে অর্থ রয়েছে ৷ ভালো খেললে তোমার হাতে অর্থ আসবে ৷ অন্য দেশে সেই সুযোগটা নেই ৷ এখানে কবাডি অনেক বেশি পেশাদার ৷ সবসময় তোমাকে টেলিভিশনে দেখাবে ৷ লম্বা একটা প্রতিযোগিতা ৷ অন্যদেশের প্রতিযোগিতাগুলো বড়জোড় 20 দিনের ৷"

আর এই পেশাদারিত্বের কারণেই সকলে প্রো-কবাডি লিগের শরিক হতে চায় বলে জানান ফাজেল ৷ বেঙ্গল ওয়ারিয়র্সের নয়া অধিনায়ক বলেন, "ইরানেও এমন কবাডি লিগ হয় ৷ কিন্তু এটা অনেক বেশি পেশাদার ৷ ইরানিয়ান প্লেয়াররা সকলে এই লিগে খেলতে চায় কারণ এখানে খেলে জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনেক বেশি সহজ হয় ৷"

2015 সালে ইউ মুম্বার জার্সিতে প্রো-কবাডি লিগে আত্মপ্রকাশ হয়েছিল ফাজেল আত্রাচলির ৷ একাদশ সংস্করণে এসে কতটা বদলেছে প্রো-কবাডি লিগ ৷ 486 ট্য়াকল স্কোর ঝুলিতে নিয়ে টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার বলেন, "প্রো-কবাডির কারণে কবাডি এখন অনেক বেশি পেশাদার হয়েছে ৷ আগে গ্রাম কিংবা মফস্বলের খুব সাধারণ একটি খেলা ছিল এটা ৷ কিন্তু কবাডি এখন দেশজুড়ে ভীষণ জনপ্রিয় ৷ প্রথম মরশুমের তুলনায় অনেক বেশি পেশাদারও হয়েছে এই টুর্নামেন্ট ৷ এটা কবাডির ভবিষ্যতের জন্য ভালো ৷"

পাশাপাশি কবাডির অলিম্পিক্সে অন্তর্ভুক্তি নিয়েও এদিন কথা বলেন 'সুলতান' ফাজেল আত্রাচলি ৷ আর সে কারণে মহিলাদের প্রো-কবাডি শুরু করার ব্যাপারেও জানান তিনি ৷ ফাজেল জানান, কবাডিকে অলিম্পিক্সে দেখতে হলে মহিলা এবং পুরুষ উভয়ক্ষেত্রেই পেশাদার হতে হবে ৷

হায়দরাবাদ, 19 অক্টোবর: তাঁর ঝুলিতে রয়েছে প্রো-কবাডি লিগের ইতিহাসে সর্বাধিক ট্যাকল পয়েন্ট ৷ দল বদলে পিকেএল একাদশ সংস্করণে বেঙ্গল ওয়ারিয়র্সের দলনায়ক তিনি ৷ বৃহস্পতিবার হায়দরাবাদে টুর্নামেন্ট শুরুর আগে সকল ফ্র্য়াঞ্চাইজির অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ইটিভি ভারতের মুখোমুখি টুর্নামেন্টের সর্বাধিক ট্যাকল স্কোরার ফাজেল আত্রাচলি ৷ ইরানের 'সুলতান' শোনালেন তাঁর দেশের কবাডি প্লেয়ারদের কাছে প্রো-কবাডি লিগের গুরুত্ব ৷

ইটিভি ভারতকে ফাজেল বলেন, "ইরানেও এদেশের মত কবাডি ফলো করেন অনেকে ৷ তবে সেখানে পুরস্কার অর্থ নেই ৷ কিন্তু প্রো-কবাডি লিগে অর্থ রয়েছে ৷ ভালো খেললে তোমার হাতে অর্থ আসবে ৷ অন্য দেশে সেই সুযোগটা নেই ৷ এখানে কবাডি অনেক বেশি পেশাদার ৷ সবসময় তোমাকে টেলিভিশনে দেখাবে ৷ লম্বা একটা প্রতিযোগিতা ৷ অন্যদেশের প্রতিযোগিতাগুলো বড়জোড় 20 দিনের ৷"

আর এই পেশাদারিত্বের কারণেই সকলে প্রো-কবাডি লিগের শরিক হতে চায় বলে জানান ফাজেল ৷ বেঙ্গল ওয়ারিয়র্সের নয়া অধিনায়ক বলেন, "ইরানেও এমন কবাডি লিগ হয় ৷ কিন্তু এটা অনেক বেশি পেশাদার ৷ ইরানিয়ান প্লেয়াররা সকলে এই লিগে খেলতে চায় কারণ এখানে খেলে জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনেক বেশি সহজ হয় ৷"

2015 সালে ইউ মুম্বার জার্সিতে প্রো-কবাডি লিগে আত্মপ্রকাশ হয়েছিল ফাজেল আত্রাচলির ৷ একাদশ সংস্করণে এসে কতটা বদলেছে প্রো-কবাডি লিগ ৷ 486 ট্য়াকল স্কোর ঝুলিতে নিয়ে টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার বলেন, "প্রো-কবাডির কারণে কবাডি এখন অনেক বেশি পেশাদার হয়েছে ৷ আগে গ্রাম কিংবা মফস্বলের খুব সাধারণ একটি খেলা ছিল এটা ৷ কিন্তু কবাডি এখন দেশজুড়ে ভীষণ জনপ্রিয় ৷ প্রথম মরশুমের তুলনায় অনেক বেশি পেশাদারও হয়েছে এই টুর্নামেন্ট ৷ এটা কবাডির ভবিষ্যতের জন্য ভালো ৷"

পাশাপাশি কবাডির অলিম্পিক্সে অন্তর্ভুক্তি নিয়েও এদিন কথা বলেন 'সুলতান' ফাজেল আত্রাচলি ৷ আর সে কারণে মহিলাদের প্রো-কবাডি শুরু করার ব্যাপারেও জানান তিনি ৷ ফাজেল জানান, কবাডিকে অলিম্পিক্সে দেখতে হলে মহিলা এবং পুরুষ উভয়ক্ষেত্রেই পেশাদার হতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.