ETV Bharat / sports

হ্যালান্ডের দশম হ্যাটট্রিকে ইপসউইচকে গোলের মালা সিটির, জিতল আর্সেনালও - EPL 2024 25 - EPL 2024 25

MAN CITY WIN: ইপিএলের দ্বিতীয় ম্যাচেই মরশুমের প্রথম হ্য়াটট্রিক পেয়ে গেলেন আর্লিং হ্য়ালান্ড ৷ তাঁর হ্যাটট্রিকে ভর করেই ইপসউইচ টাউনকে 4 গোল দিল ম্যান সিটি ৷ শনিবার প্রিমিয়র লিগে অ্যাস্টন ভিলাকে হারাল আর্সেনালও ৷

MANCHESTER CITY BEAT IPSWICH TOWN
হ্যালান্ডের হ্যাটট্রিক (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 25, 2024, 3:05 PM IST

লন্ডন, 25 অগস্ট: খেতাব ধরে রাখার লক্ষ্যে শুরুটা হয়েছিল চেলসিকে হারিয়ে ৷ শনিবার ইংলিশ প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্য়াচে ইপসউইচ টাউনকে গোলের মালা পরাল ম্যাঞ্চেস্টার সিটি ৷ সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে মরশুমের প্রথম হ্যাটট্রিকটি সেরে নিলেন সিটির গোলমেশিন আর্লিং হ্য়ালান্ড ৷ এছাড়া 'স্কাই ব্লুজে'র হয়ে স্কোরশিটে নাম তুললেন কেভিন ডি ব্রুইন ৷ সিটি জিতল 4-1 গোলে ৷

তবে ইতিহাদ স্টেডিয়ামে এদিন প্রথমে গোল করে চমকে দিয়েছিল ইপসউইচ টাউন ৷ দু'দশকেরও বেশি সময় পর চলতি মরশুমে প্রিমিয়র লিগে প্রত্যাবর্তন করেছে তারা ৷ ম্য়াচের সাত মিনিটে কিরান ম্যাকেনা প্রশিক্ষণাধীন দলকে এগিয়ে দেন স্যামি জমোডিকস ৷ শুরুতেই গোল খেয়ে প্রত্যাঘাতে বেশি সময় ব্যয় করেনি সিটি ৷ পরবর্তী 9 মিনিটে তিন-তিনটি গোল করে ঘরের মাঠে দলের জয় নিশ্চিত করেন হ্যালান্ড এবং কেভিন ডি ব্রুইন ৷

এর মধ্যে 12 মিনিটে নরওয়ে স্ট্রাইকার হ্যালান্ডের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে ৷ দু'মিনিট বাদে ইপসউইচ রক্ষণে ভুলের সুযোগ নিয়ে 2-1 করেন ব্রুইন ৷ দ্বিতীয় গোলের রেশ কাটতে না-কাটতেই তৃতীয় গোল পেয়ে যায় সিটি ৷ ব্রুইনের বাড়ানো বল ধরে জয় নিশ্চিত করে দেন হ্যালান্ড ৷ প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সিটি ৷

দ্বিতীয়ার্ধের একেবারে শেষদিকে নিজের তৃতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন হ্যালান্ড ৷ ইপসউইচের পেনাল্টি বক্সের বাইরে জটলার মধ্যে থেকে নরওয়ে স্ট্রাইকারের চকিতে নেওয়া ভলি খুঁজে নেয় গোলের ঠিকানা ৷ সিটির জার্সিতে এদিন দশম হ্য়াটট্রিক সেরে নিলেন হ্য়ালান্ড ৷ 4-1 ব্যবধানে জিতে ইপিএলে প্রথম দুই ম্য়াচেই জয় কুড়িয়ে নিল পেপ গুয়ার্দিয়োলার ছেলেরা ৷ অন্য ম্য়াচে অ্যাস্টন ভিলাকে 0-2 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল আর্সেনালও ৷ গানার্সদের হয়ে এদিন দুই অর্ধে দু'টি গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং থমাস প্যাট্রে ৷

লন্ডন, 25 অগস্ট: খেতাব ধরে রাখার লক্ষ্যে শুরুটা হয়েছিল চেলসিকে হারিয়ে ৷ শনিবার ইংলিশ প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্য়াচে ইপসউইচ টাউনকে গোলের মালা পরাল ম্যাঞ্চেস্টার সিটি ৷ সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে মরশুমের প্রথম হ্যাটট্রিকটি সেরে নিলেন সিটির গোলমেশিন আর্লিং হ্য়ালান্ড ৷ এছাড়া 'স্কাই ব্লুজে'র হয়ে স্কোরশিটে নাম তুললেন কেভিন ডি ব্রুইন ৷ সিটি জিতল 4-1 গোলে ৷

তবে ইতিহাদ স্টেডিয়ামে এদিন প্রথমে গোল করে চমকে দিয়েছিল ইপসউইচ টাউন ৷ দু'দশকেরও বেশি সময় পর চলতি মরশুমে প্রিমিয়র লিগে প্রত্যাবর্তন করেছে তারা ৷ ম্য়াচের সাত মিনিটে কিরান ম্যাকেনা প্রশিক্ষণাধীন দলকে এগিয়ে দেন স্যামি জমোডিকস ৷ শুরুতেই গোল খেয়ে প্রত্যাঘাতে বেশি সময় ব্যয় করেনি সিটি ৷ পরবর্তী 9 মিনিটে তিন-তিনটি গোল করে ঘরের মাঠে দলের জয় নিশ্চিত করেন হ্যালান্ড এবং কেভিন ডি ব্রুইন ৷

এর মধ্যে 12 মিনিটে নরওয়ে স্ট্রাইকার হ্যালান্ডের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে ৷ দু'মিনিট বাদে ইপসউইচ রক্ষণে ভুলের সুযোগ নিয়ে 2-1 করেন ব্রুইন ৷ দ্বিতীয় গোলের রেশ কাটতে না-কাটতেই তৃতীয় গোল পেয়ে যায় সিটি ৷ ব্রুইনের বাড়ানো বল ধরে জয় নিশ্চিত করে দেন হ্যালান্ড ৷ প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সিটি ৷

দ্বিতীয়ার্ধের একেবারে শেষদিকে নিজের তৃতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন হ্যালান্ড ৷ ইপসউইচের পেনাল্টি বক্সের বাইরে জটলার মধ্যে থেকে নরওয়ে স্ট্রাইকারের চকিতে নেওয়া ভলি খুঁজে নেয় গোলের ঠিকানা ৷ সিটির জার্সিতে এদিন দশম হ্য়াটট্রিক সেরে নিলেন হ্য়ালান্ড ৷ 4-1 ব্যবধানে জিতে ইপিএলে প্রথম দুই ম্য়াচেই জয় কুড়িয়ে নিল পেপ গুয়ার্দিয়োলার ছেলেরা ৷ অন্য ম্য়াচে অ্যাস্টন ভিলাকে 0-2 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল আর্সেনালও ৷ গানার্সদের হয়ে এদিন দুই অর্ধে দু'টি গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং থমাস প্যাট্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.