ETV Bharat / sports

ওয়েস্ট হ্য়ামের কাছে হারের পর ছাঁটাই কোচ, ম্যান ইউয়ে শেষ টেন হ্য়াগ অধ্য়ায় - TEN HAG SACKED

রবিবার রাতে ওয়েস্ট হ্য়ামের কাছে হারের পর ইউনাইটেডে আর লম্বা হল না এরিক টেন হ্য়াগ অধ্যায় ৷ ডাচ কোচকে ছেঁটে ফেলল ক্লাব ৷

ERIK TEN HAG SACKED
এরিক টেন হ্য়াগ (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 28, 2024, 7:42 PM IST

ম্য়াঞ্চেস্টার, 28 অক্টোবর: আশানরূপ পারফরম্যান্স না-দিতে পারলেও বহুদিন যাবৎ তাঁকে বয়ে বেড়াচ্ছিল ক্লাব ৷ কিন্তু রবিবার ওয়েস্ট হ্য়ামের কাছে হারের পর আর নয় ৷ ডাচ কোচ এরিক টেন হ্য়াগকে ছেঁটে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ সোমবার বিকেলে (ভারতীয় সময়) অফিসিয়াল বিবৃতি দিয়ে 'থিয়েটার অফ ড্রিমসে' টেন হ্য়াগের বিদায়ের বিষয়টি নিশ্চিত করা হয় ৷ সবমিলিয়ে ইউনাউটেডে আড়াই বছরের অধ্যায় শেষ হল টেন হ্য়াগের ৷

2023 ইএফএল কাপ এবং চলতি বছরেই ডাচ প্রশিক্ষকের অধীনে এফএ কাপ জেতে 'রেড ডেভিলস' ৷ তবে গত মরশুমে ইপিএল কিংবা মহাদেশীয় প্রতিযোগিতায় তাঁদের পারফরম্য়ান্স ম্য়ান ইউ সুলভ ছিল না ৷ চলতি মরশুমের শুরু থেকেও ধুঁকছে প্রিমিয়র লিগ জায়ান্টরা ৷ এরইমধ্য়ে রবিবার রাতে ওয়েস্ট হ্যামের কাছে হারতে হয় ব্রুনো ফার্নান্ডেজদের ৷ যদিও শেষ মুহূর্তে ইউনাইটেডের বিপক্ষে যাওয়া পেনাল্টির সিদ্ধান্তে বিতর্ক মিশে রয়েছে, তবু দীর্ঘায়িত হল না ক্লাবে টেন হ্য়াগের মেয়াদ ৷

অফিসিয়াল বিবৃতিতে ম্য়ান ইউ এদিন বলে, "কোচ হিসেবে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে এরিক টেন হ্য়াগের জমানা শেষ ৷ 2022 সালের এপ্রিলে ডাচম্য়ান কোচ হিসেবে এই ক্লাবে এসেছিলেন ৷ পরবর্তীতে তাঁর অধীনে ক্লাব দু'টি ঘরোয়া ট্রফি- 2023 ক্যারাবাও কাপ ও 2024 এফএ কাপ জেতে ৷ আমরা কোচ হিসেবে ক্লাবে এরিকের অবদানের জন্য কৃতজ্ঞ ৷ তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ৷"

এরিক টেন হ্যাগ বিদায় নিলেও তাঁর সতীর্থ কোচিং স্টাফেরা যদিও রয়ে যাচ্ছেন ইউনাইটেডে ৷ অন্তর্বর্তী হিসেবে রুড ভ্য়ান নিস্তেলরুইকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তবে শীঘ্রই নয়া কোচের নাম ঘোষণা করবে তাঁরা ৷ চলতি মরশুমে ন'টি প্রিমিয়র লিগ ম্য়াচের মধ্যে মাত্র তিনটিতে জয় এবং চারটিতে হেরে 14 নম্বরে রয়েছে ইউনাইটেড ৷ যার মধ্য়ে রবিবার রাতে ওয়েস্ট হ্য়ামের ঘরের মাঠে এসেছে শেষ হারটা ৷ এরপরই ক্লাবে শেষ হল টেন হ্য়াগ অধ্য়ায় ৷

ম্য়াঞ্চেস্টার, 28 অক্টোবর: আশানরূপ পারফরম্যান্স না-দিতে পারলেও বহুদিন যাবৎ তাঁকে বয়ে বেড়াচ্ছিল ক্লাব ৷ কিন্তু রবিবার ওয়েস্ট হ্য়ামের কাছে হারের পর আর নয় ৷ ডাচ কোচ এরিক টেন হ্য়াগকে ছেঁটে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ সোমবার বিকেলে (ভারতীয় সময়) অফিসিয়াল বিবৃতি দিয়ে 'থিয়েটার অফ ড্রিমসে' টেন হ্য়াগের বিদায়ের বিষয়টি নিশ্চিত করা হয় ৷ সবমিলিয়ে ইউনাউটেডে আড়াই বছরের অধ্যায় শেষ হল টেন হ্য়াগের ৷

2023 ইএফএল কাপ এবং চলতি বছরেই ডাচ প্রশিক্ষকের অধীনে এফএ কাপ জেতে 'রেড ডেভিলস' ৷ তবে গত মরশুমে ইপিএল কিংবা মহাদেশীয় প্রতিযোগিতায় তাঁদের পারফরম্য়ান্স ম্য়ান ইউ সুলভ ছিল না ৷ চলতি মরশুমের শুরু থেকেও ধুঁকছে প্রিমিয়র লিগ জায়ান্টরা ৷ এরইমধ্য়ে রবিবার রাতে ওয়েস্ট হ্যামের কাছে হারতে হয় ব্রুনো ফার্নান্ডেজদের ৷ যদিও শেষ মুহূর্তে ইউনাইটেডের বিপক্ষে যাওয়া পেনাল্টির সিদ্ধান্তে বিতর্ক মিশে রয়েছে, তবু দীর্ঘায়িত হল না ক্লাবে টেন হ্য়াগের মেয়াদ ৷

অফিসিয়াল বিবৃতিতে ম্য়ান ইউ এদিন বলে, "কোচ হিসেবে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে এরিক টেন হ্য়াগের জমানা শেষ ৷ 2022 সালের এপ্রিলে ডাচম্য়ান কোচ হিসেবে এই ক্লাবে এসেছিলেন ৷ পরবর্তীতে তাঁর অধীনে ক্লাব দু'টি ঘরোয়া ট্রফি- 2023 ক্যারাবাও কাপ ও 2024 এফএ কাপ জেতে ৷ আমরা কোচ হিসেবে ক্লাবে এরিকের অবদানের জন্য কৃতজ্ঞ ৷ তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ৷"

এরিক টেন হ্যাগ বিদায় নিলেও তাঁর সতীর্থ কোচিং স্টাফেরা যদিও রয়ে যাচ্ছেন ইউনাইটেডে ৷ অন্তর্বর্তী হিসেবে রুড ভ্য়ান নিস্তেলরুইকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তবে শীঘ্রই নয়া কোচের নাম ঘোষণা করবে তাঁরা ৷ চলতি মরশুমে ন'টি প্রিমিয়র লিগ ম্য়াচের মধ্যে মাত্র তিনটিতে জয় এবং চারটিতে হেরে 14 নম্বরে রয়েছে ইউনাইটেড ৷ যার মধ্য়ে রবিবার রাতে ওয়েস্ট হ্য়ামের ঘরের মাঠে এসেছে শেষ হারটা ৷ এরপরই ক্লাবে শেষ হল টেন হ্য়াগ অধ্য়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.