হায়দরাবাদ, 28 জানুয়ারি: হায়দরাবাদ টেস্ট জিততে ভারতের সামনে লক্ষ্য 231 রানের ৷ তৃতীয়দিনের পর চতুর্থদিন অর্থাৎ, রবিবার সকালেও ভারতীয় বোলারদের উপর শাসন করলেন ওলি পোপ (196 রান) ৷ রান পেলেন বেন ফোকস (34) রেহান আহমেদ (28), টম হার্টলি (34) ৷ অর্থাৎ, ফের একবার ভারতের গলার কাঁটা হয়ে দেখা দিল প্রতিপক্ষের লোয়ার-অর্ডার ৷ তবে, জসপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ের সুবাদে 420 রানে আটকে দেওয়া গিয়েছে ব্রিটিশদের ৷ দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে সফল গুজরাত পেসারই ৷ তিনি 4 উইকেট নিয়েছেন ৷
উল্লেখ্য, 12 বছর পর কোনও বিদেশি দল ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চারশো বা তার বেশি রান করল ৷ শেষবার 2012 সালে অ্যালিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড 406 রান করেছিল আমেদাবাদে ৷ হায়দরাবাদে প্রথম টেস্টের শুরুতেই জসপ্রীত বুমরা রেহান আহমেদকে (28) আউট করেন ৷ তবে, 9 নম্বরে নামা টম হার্টলির সঙ্গে ফের 80 রানের দুরন্ত পার্টনারশিপ করেন ওলি পোপ ৷ অশ্বিনের বলে আউট হন হার্টলি ৷ এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে ৷ মার্ক উড কোনও রান না-করেই রবীন্দ্র জাদেজার শিকার হন ৷
পরের ওভারেই জসপ্রীত বুমরাকে আক্রমণে নিয়ে আসেন অধিনায়ক রোহিত শর্মা ৷ 196 রানে সেই সময় খেলছিলেন ওলি পোপ ৷ হাতে মাত্র এক উইকেট থাকায় রিভার্স স্কুপে বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর চেষ্টায় উইকেট ছিটকে যায় পোপের ৷ বুমরার পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন 3টি উইকেট নিয়েছেন ৷ দু’টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং এক উইকেট নেন অক্ষর প্যাটেল ৷
-
Lunch on Day 4 in Hyderabad 🍱
— BCCI (@BCCI) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
England are all out for 420 and #TeamIndia need 2⃣3⃣1⃣ to win 🙌
Stay tuned for the second session ⏳
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/E8axUcu3lj
">Lunch on Day 4 in Hyderabad 🍱
— BCCI (@BCCI) January 28, 2024
England are all out for 420 and #TeamIndia need 2⃣3⃣1⃣ to win 🙌
Stay tuned for the second session ⏳
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/E8axUcu3ljLunch on Day 4 in Hyderabad 🍱
— BCCI (@BCCI) January 28, 2024
England are all out for 420 and #TeamIndia need 2⃣3⃣1⃣ to win 🙌
Stay tuned for the second session ⏳
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/E8axUcu3lj
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করার ক্ষেত্রে মোটে পাঁচবার সাফল্য এসেছে ভারতের ৷ তাও 12 বছর আগে বেঙ্গালুরুতে ৷ তার পর থেকে দু’শোর উপরে রান তাড়া করে জয় আসেনি ৷ তবে, রোহিত শর্মা, যস্বশী জয়সওয়ালদের জন্য একটা ইতিবাচক দিক হল, ইংল্যান্ডের অনভিজ্ঞ স্পিন বোলিং বিভাগ ৷ প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্পিনাররা যত না উইকেট পেয়েছিলেন, তার থেকে বেশি ভারতীয় ব্যাটাররা নিজেদের উইকেট দিয়ে এসেছিলেন ৷
হায়দরাবাদের পিচে স্পিন থাকলেও, তা কখনই ব্যাটিং টিমকে সমস্যায় ফেলার মতো নয় ৷ ফলে এই পিচে 231 রানের টার্গেট কঠিন বলা যাবে না ৷ বিশেষত রোহিত, যস্বশী, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজার মতো স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সিদ্ধহস্ত ব্যাটাররা রয়েছেন যে দলে ৷
আরও পড়ুন: