ETV Bharat / sports

শেষ ওভারে স্কটিশদের হারিয়ে ইংল্যান্ডকে সুুপার এইটে তুলল অস্ট্রেলিয়া - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: স্কটল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে জয় অস্ট্রেলিয়ার ৷ আর অজিদের জয়ের সঙ্গে টি20 বিশ্বকাপে সুপার এইটে কোয়ালিফাই করে গেল ইংল্যান্ড ৷ স্কটিশদের সঙ্গে সমান পয়েন্ট থাকলেও, নেট রানরেটের বিচারে এগিয়ে থাকার সুবাদে সুপার এইটের গ্রুপ-2 তে বি1 দল হিসেবে কোয়ালিফাই করল থ্রি-লায়ন্স ৷

ETV BHARAT
স্কটল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ে সুপার 8-এ ইংল্যান্ড ৷ (ছবি- ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 1:49 PM IST

অ্যান্টিগা, 16 জুলাই: টি-20 বিশ্বকাপে সুপার এইটের যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড ৷ রবিবার অ্যান্টিগাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ডের সুপার এইটের ভাগ্য খুলল বলা যায় ৷ ফলে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার ইংল্যান্ড সুপার এইটের দ্বিতীয় গ্রুপে কোয়ালিফাই করল ৷ অন্যদিকে, প্রথম গ্রুপ থেকে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান সুপার এইটে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই ৷ চতুর্থ দল হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে যে কোনও একটি দল যাবে পরের রাউন্ডে ৷

উল্লেখ্য, এদিন টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ এদিন অজি বোলিং আক্রমণের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন স্কটিশ ব্যাটাররা ৷ ওপেনার মুনসে (35) এবং তিন নম্বরে নামা ব্র্যান্ডন ম্যাকমুলেন (60) স্কটল্যান্ডের ইনিংসের ভিত গড়েন ৷ এরপর অধিনায়ক ব্যারিংটনের 42 রানের ইনিংস খেলেন ৷ এদিন মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা ছাড়া অস্ট্রেলিয়ার প্রায় সব বোলারের বিরুদ্ধে রান তুলেছেন স্কটিশ ব্যাটাররা ৷ গ্লেন ম্যাক্সওয়েল 4 ওভারের সর্বোচ্চ 44 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ বাকি অ্যাশটন আগার, নাথন এলিস এবং জাম্পা একটি করে উইকেট নিয়েছেন ৷

স্কটল্যান্ড নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 180 রান তোলে ৷ যে রান তাড়া করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নার (1 রান) এদিন তাড়াতাড়ি ফিরে যান ৷ যদিও, আরেক ওপেনার ট্রাভিস হেড 68 রানের ইনিংস খেলেন ৷ তাঁর এবং মার্কস স্টইনিসের (59 রান) চতুর্থ উইকেটে 80 রানের পার্টনারশিপে ভর করে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরে ৷ পরে টিম ডেভিড (24 অপরাজিত) এবং ম্যাথু ওয়েড (4) অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে ফেরান ৷ তবে, 180 রান তাড়া করে জিততে অস্ট্রেলিয়া 19.4 ওভার খেলে ৷ মাঝে একাধিক ক্যাচ মিস অস্ট্রেলিয়ার পক্ষে যায় ৷ না হলে, ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচের আগে অবশ্য নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের পথ খোলা রেখেছিল ইংরেজরা ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 41 রানে জয়লাভ করে তারা ৷ চলতি বিশ্বকাপে গ্রুপ লেগের ম্যাচ শেষ হবে আগামী 18 জুন ৷ তারপর 19 জুন থেকে সুপার এইটের খেলা শুরু হবে ৷ ভারতের প্রথম ম্যাচ 20 জুন আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছে ৷ তারপর 22 জুন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বা নেদারল্যান্ডসের মধ্যে কোনও একটি দল ভারতের মুখোমুখি হবে ৷ 24 জুন ভারত সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৷

অ্যান্টিগা, 16 জুলাই: টি-20 বিশ্বকাপে সুপার এইটের যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড ৷ রবিবার অ্যান্টিগাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ডের সুপার এইটের ভাগ্য খুলল বলা যায় ৷ ফলে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার ইংল্যান্ড সুপার এইটের দ্বিতীয় গ্রুপে কোয়ালিফাই করল ৷ অন্যদিকে, প্রথম গ্রুপ থেকে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান সুপার এইটে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই ৷ চতুর্থ দল হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে যে কোনও একটি দল যাবে পরের রাউন্ডে ৷

উল্লেখ্য, এদিন টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ এদিন অজি বোলিং আক্রমণের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন স্কটিশ ব্যাটাররা ৷ ওপেনার মুনসে (35) এবং তিন নম্বরে নামা ব্র্যান্ডন ম্যাকমুলেন (60) স্কটল্যান্ডের ইনিংসের ভিত গড়েন ৷ এরপর অধিনায়ক ব্যারিংটনের 42 রানের ইনিংস খেলেন ৷ এদিন মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা ছাড়া অস্ট্রেলিয়ার প্রায় সব বোলারের বিরুদ্ধে রান তুলেছেন স্কটিশ ব্যাটাররা ৷ গ্লেন ম্যাক্সওয়েল 4 ওভারের সর্বোচ্চ 44 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ বাকি অ্যাশটন আগার, নাথন এলিস এবং জাম্পা একটি করে উইকেট নিয়েছেন ৷

স্কটল্যান্ড নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 180 রান তোলে ৷ যে রান তাড়া করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নার (1 রান) এদিন তাড়াতাড়ি ফিরে যান ৷ যদিও, আরেক ওপেনার ট্রাভিস হেড 68 রানের ইনিংস খেলেন ৷ তাঁর এবং মার্কস স্টইনিসের (59 রান) চতুর্থ উইকেটে 80 রানের পার্টনারশিপে ভর করে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরে ৷ পরে টিম ডেভিড (24 অপরাজিত) এবং ম্যাথু ওয়েড (4) অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে ফেরান ৷ তবে, 180 রান তাড়া করে জিততে অস্ট্রেলিয়া 19.4 ওভার খেলে ৷ মাঝে একাধিক ক্যাচ মিস অস্ট্রেলিয়ার পক্ষে যায় ৷ না হলে, ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচের আগে অবশ্য নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের পথ খোলা রেখেছিল ইংরেজরা ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 41 রানে জয়লাভ করে তারা ৷ চলতি বিশ্বকাপে গ্রুপ লেগের ম্যাচ শেষ হবে আগামী 18 জুন ৷ তারপর 19 জুন থেকে সুপার এইটের খেলা শুরু হবে ৷ ভারতের প্রথম ম্যাচ 20 জুন আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছে ৷ তারপর 22 জুন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বা নেদারল্যান্ডসের মধ্যে কোনও একটি দল ভারতের মুখোমুখি হবে ৷ 24 জুন ভারত সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.