ETV Bharat / sports

নিজামের শহরে প্রথম ব্যাটিং ইংল্যান্ডের, বিরাটের বদলি ভরত - Rohit Sharma

India vs England Test: বিরাট কোহলিকে বিশ্রাম রেখেই মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ বিরাটের বদলে দলে এলেন শিখর ভরত ৷ উইকেটের পিছনে দস্তানা হাতে দায়িত্ব সামলাবেন তিনি ৷

India vs England Test
ভারত ও ইংল্যান্ড টেস্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 9:51 AM IST

Updated : Jan 25, 2024, 10:23 AM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: নিজামের শহরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামল ইংল্যান্ড ৷ উপলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ৷ ভারতীয় দলে দু'টি পরিবর্তন ৷ কুলদীপ যাদবের পরিবর্তে অক্ষর প্যাটেল ও বিরাট কোহলির বদলে শিখর ভরতকে দলে নিয়েছে টিম ইন্ডিয়া ৷

বিরাট কোহলিকে বিশ্রাম রেখেই মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ বিরাটের বদলে দলে এলেন শিখর ভরত ৷ উইকেটের পিছনে দস্তানা হাতে দায়িত্ব সামলাবেন তিনি ৷ তবে কোহলির পরিবর্তে দলে চার নম্বরে ব্যাটিং করবেন লোকেশ রাহুল ৷ পাক বংশোদ্ভূত ক্রিকেটার শোয়েব বশিরের ভিসা বিতর্ক দূরে সরিয়ে মাঠে নামল স্টোকস অ্যান্ড কোং ৷ ইংল্যান্ডের হয়ে এদিন অভিষেক হল টিম হার্টলের ৷

  • 🚨 Toss Update 🚨

    England win the toss in Hyderabad and elect to bat in the 1st #INDvENG Test.

    Fast bowler Avesh Khan has been released to play for his Ranji trophy team, Madhya Pradesh for their next Ranji Trophy fixture.

    Rajat Patidar has joined the team as Virat Kohli's… pic.twitter.com/g9TfcLZZvs

    — BCCI (@BCCI) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রোহিত অ্যান্ড কোং দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে ৷ বুমারার সঙ্গী সিরাজ ৷ তবে স্পিন ত্রয়ীর মধ্যে অশ্বিন ও জাদেজার সঙ্গে দলে জায়গা পেয়েছেন অক্ষর ৷ কুলদীপের পরিবর্তে অল-রাউন্ডার অক্ষরেই ভরসা রেখেছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ 'বাজবল' থিওরি নিয়ে ম্য়াচের আগের দিনই অসন্তোষ প্রকাশ করেছেন বুমরা ৷ টেস্ট ক্রিকেটে এই 'থিওরি' চলে না বলেও মনে করেন টিম ইন্ডিয়ার এই নম্বর ওয়ান পেসার ৷

নিজামের শহরে এ নিয়ে ভারত নবম টেস্ট খেলছে ৷ তবে উপলে রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে 6 নম্বর ম্যাচটি খেলতে নামল ইংরেজরা ৷ হায়দরাবাদে ভারত প্রথম টেস্ট হয়েছিল 1955 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ সেটি হয়েছিল অ্যাবিডসের কাছে এলবি স্টেডিয়ামে ৷ প্রথম টেস্টেই পলি উমরিগড়ের ব্যাটে ডাবল সেঞ্চুরি দেখেছিল নিজামের শহর ৷ 233 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ কিউয়িদের বিরুদ্ধে সেই টেস্ট ড্র হয়েছিল ৷

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বসী জসওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, শিখর ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ৷

ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জাক ক্রলি, বেন ডাকটে, ওলি পপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন ফওকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলে, মার্ক উড ও জ্যাক লিচ ৷

হায়দরাবাদ, 25 জানুয়ারি: নিজামের শহরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামল ইংল্যান্ড ৷ উপলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ৷ ভারতীয় দলে দু'টি পরিবর্তন ৷ কুলদীপ যাদবের পরিবর্তে অক্ষর প্যাটেল ও বিরাট কোহলির বদলে শিখর ভরতকে দলে নিয়েছে টিম ইন্ডিয়া ৷

বিরাট কোহলিকে বিশ্রাম রেখেই মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ বিরাটের বদলে দলে এলেন শিখর ভরত ৷ উইকেটের পিছনে দস্তানা হাতে দায়িত্ব সামলাবেন তিনি ৷ তবে কোহলির পরিবর্তে দলে চার নম্বরে ব্যাটিং করবেন লোকেশ রাহুল ৷ পাক বংশোদ্ভূত ক্রিকেটার শোয়েব বশিরের ভিসা বিতর্ক দূরে সরিয়ে মাঠে নামল স্টোকস অ্যান্ড কোং ৷ ইংল্যান্ডের হয়ে এদিন অভিষেক হল টিম হার্টলের ৷

  • 🚨 Toss Update 🚨

    England win the toss in Hyderabad and elect to bat in the 1st #INDvENG Test.

    Fast bowler Avesh Khan has been released to play for his Ranji trophy team, Madhya Pradesh for their next Ranji Trophy fixture.

    Rajat Patidar has joined the team as Virat Kohli's… pic.twitter.com/g9TfcLZZvs

    — BCCI (@BCCI) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রোহিত অ্যান্ড কোং দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে ৷ বুমারার সঙ্গী সিরাজ ৷ তবে স্পিন ত্রয়ীর মধ্যে অশ্বিন ও জাদেজার সঙ্গে দলে জায়গা পেয়েছেন অক্ষর ৷ কুলদীপের পরিবর্তে অল-রাউন্ডার অক্ষরেই ভরসা রেখেছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ 'বাজবল' থিওরি নিয়ে ম্য়াচের আগের দিনই অসন্তোষ প্রকাশ করেছেন বুমরা ৷ টেস্ট ক্রিকেটে এই 'থিওরি' চলে না বলেও মনে করেন টিম ইন্ডিয়ার এই নম্বর ওয়ান পেসার ৷

নিজামের শহরে এ নিয়ে ভারত নবম টেস্ট খেলছে ৷ তবে উপলে রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে 6 নম্বর ম্যাচটি খেলতে নামল ইংরেজরা ৷ হায়দরাবাদে ভারত প্রথম টেস্ট হয়েছিল 1955 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ সেটি হয়েছিল অ্যাবিডসের কাছে এলবি স্টেডিয়ামে ৷ প্রথম টেস্টেই পলি উমরিগড়ের ব্যাটে ডাবল সেঞ্চুরি দেখেছিল নিজামের শহর ৷ 233 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ কিউয়িদের বিরুদ্ধে সেই টেস্ট ড্র হয়েছিল ৷

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বসী জসওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, শিখর ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ৷

ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জাক ক্রলি, বেন ডাকটে, ওলি পপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন ফওকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলে, মার্ক উড ও জ্যাক লিচ ৷

Last Updated : Jan 25, 2024, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.