ETV Bharat / sports

সিভেরিওকে রেখে বোরহাকে ছাড়ল ইস্টবেঙ্গল, আসছেন নয়া অ্যাটাকিং মিডফিল্ডার - FC Goa

Borja Herrera Joins FC Goa on Loan from East Bengal: বোরহা হেরেরাকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল ৷ তিনি লোনে এফসি গোয়াতে যোগ দিলেন ৷ তবে, সিভেরিওকে ছাড়ল না লাল-হলুদ কর্তৃপক্ষ ৷ তবে, নয়া বিদেশি আসছে ইস্টবেঙ্গলে ৷ আজ ক্লাব কর্তৃপক্ষ সেই নামও ঘোষণা করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 2:35 PM IST

Updated : Jan 30, 2024, 3:35 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: সুপার কাপ জয়ের রেশ এখনও রয়েছে ইস্টবেঙ্গল ফুটবলার থেকে সমর্থক সবার মধ্যে ৷ সেই রেশ কাটার আগেই বোরহা হেরেরাকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল এফসি ৷ স্প্যানিশ মিডফিল্ডার লোনে এফসি গোয়াতে যোগ দিচ্ছেন ৷ সোমবার ইস্টবেঙ্গল সুপার কাপ নিয়ে কলকাতায় ফিরলেও, বোরহা হেরেরা ফেরেননি ৷ ইস্টবেঙ্গল স্প্যানিশ মিডফিল্ডার ছড়ে দিয়ে ভিক্টর ভাস্কোয়েসকে দলে নিচ্ছে বলে খবর ৷ অ্যাটাকিং মিডফিল্ডার টরেন্টো এফসি থেকে ইস্টবেঙ্গলে আসছেন ৷

37 বছর বয়সী মিডফিল্ডার বার্সেলোনা সি ও বি দলের হয়ে দু’দফায় খেলেছেন ৷ একইভাবে টরেন্টো এফসিতেও দু’দফায় খেলেছেন ভিক্টর ভাস্কোয়েস ৷ 2005 সালে এক বছরের জন্য বার্সেলোনা সি দলের হয়ে 29 ম্যাচ খেলেছিলেন ৷ সেখানে সাতটি গোল রয়েছে তাঁর ৷ 2006-11 সাল পর্যন্ত বার্সেলোনা বি দলের হয়ে 118 ম্যাচে 12টি গোল করেছিলেন ৷ অবশ্য মাঝে বার্সেলোনার প্রধান দলেও 2008-10 সাল পর্যন্ত ছিলেন সেখানে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন ৷

এছাড়াও ক্লাব ব্রুজ, ক্রুজ আজুল, টরেন্টো এফসি, আল আরাবি, উম সালাল, উপেন, লা গ্যালেক্সিতেও খেলেছেন ৷ বার্সেলোনার যুব দলে কাজ করার সময় কার্লেস কুয়াদ্রাতের অধীনেও খেলেছিলেন ৷ পুরনো পরিচিতির কারণেই ভিক্টর ভাস্কোয়েস লাল-হলুদে আসতে চলেছেন বলে খবর ৷ তবে, চলতি মরশুমের শুরু থেকে ভালো খেলা সত্ত্বেও, কেন বোরহা হেরেরাকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল ! সেই নিয়ে প্রশ্ন উঠছে ৷ জানা গিয়েছে, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার রাতেই বোরহা হেরেরাকে প্রস্তাব দেয় এফসি গোয়া ৷ মানলো দিয়াজ এফসি গোয়ার কোচ হিসেবে যোগ দিয়েছেন ৷ তার পরেই তিনি বোরহাকে নেওয়ার জন্য তৎপর হন ৷

সূত্রের খবর, বেশি টাকার প্রস্তাব পেলে বোরহা দল ছাড়ার সুযোগ পাবেন, এই শর্তে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হয়েছিল ৷ তাই এফসি গোয়ার প্রস্তাবে বোরহার স্বার্থ যেমন রয়েছে, তেমনই মোটা টাকার লোনে তাঁকে ছাড়ার সুযোগ পেয়ে ইস্টবেঙ্গলেরও স্বার্থ রক্ষা হয়েছে ৷ অন্যদিকে, ইয়াগো ফালকে লাল-হলুদে যোগ দিচ্ছেন না ৷ তাঁর ফিটনেস সমস্যা রয়েছে বলে খবর ৷ ফলে সিভেরিওকে রেখে দিচ্ছে ইস্টবেঙ্গল ৷

এদিকে হায়দরাবাদ এফসি থেকে চিঙ্গালসানা ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন ৷ হীতেশ শর্মা যোগ দিয়েছেন ওড়িশা এফসিতে ৷ নিখিল পূজারি যোগ দিয়েছেন মুম্বই সিটি এফসিতে ৷ এই তিন ফুটবলারই হায়দরাবাদ এফসি ছাড়ার জন্য ক্লাবের অর্থ সংকটকেই সামনে নিয়ে এসেছেন ৷ তবে, হায়দরাবাদ এফসির আর্থিক সংকটের সুরাহা হওয়ার পথে ৷ নিজামের শহরের ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে জার্মানির বুরুসিয়া ডর্টমুন্ডের ৷ তাদের আর্থিক পৃষ্ঠপোষক সংস্থা হায়দরাবাদ এফসিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:

  1. হিজাজিদের বরণ করে নিল লাল-হলুদ জনতা, সোহাগে-আদরে বাঁধা পড়ল কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল
  2. সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে শহরে ইস্টবেঙ্গল, বিমানবন্দরে উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের
  3. 12 বছরের 'বনবাস' শেষ, কুয়াদ্রাতের জাদুকাঠিতেই 'বল্গাহীন' ইস্টবেঙ্গল

কলকাতা, 30 জানুয়ারি: সুপার কাপ জয়ের রেশ এখনও রয়েছে ইস্টবেঙ্গল ফুটবলার থেকে সমর্থক সবার মধ্যে ৷ সেই রেশ কাটার আগেই বোরহা হেরেরাকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল এফসি ৷ স্প্যানিশ মিডফিল্ডার লোনে এফসি গোয়াতে যোগ দিচ্ছেন ৷ সোমবার ইস্টবেঙ্গল সুপার কাপ নিয়ে কলকাতায় ফিরলেও, বোরহা হেরেরা ফেরেননি ৷ ইস্টবেঙ্গল স্প্যানিশ মিডফিল্ডার ছড়ে দিয়ে ভিক্টর ভাস্কোয়েসকে দলে নিচ্ছে বলে খবর ৷ অ্যাটাকিং মিডফিল্ডার টরেন্টো এফসি থেকে ইস্টবেঙ্গলে আসছেন ৷

37 বছর বয়সী মিডফিল্ডার বার্সেলোনা সি ও বি দলের হয়ে দু’দফায় খেলেছেন ৷ একইভাবে টরেন্টো এফসিতেও দু’দফায় খেলেছেন ভিক্টর ভাস্কোয়েস ৷ 2005 সালে এক বছরের জন্য বার্সেলোনা সি দলের হয়ে 29 ম্যাচ খেলেছিলেন ৷ সেখানে সাতটি গোল রয়েছে তাঁর ৷ 2006-11 সাল পর্যন্ত বার্সেলোনা বি দলের হয়ে 118 ম্যাচে 12টি গোল করেছিলেন ৷ অবশ্য মাঝে বার্সেলোনার প্রধান দলেও 2008-10 সাল পর্যন্ত ছিলেন সেখানে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন ৷

এছাড়াও ক্লাব ব্রুজ, ক্রুজ আজুল, টরেন্টো এফসি, আল আরাবি, উম সালাল, উপেন, লা গ্যালেক্সিতেও খেলেছেন ৷ বার্সেলোনার যুব দলে কাজ করার সময় কার্লেস কুয়াদ্রাতের অধীনেও খেলেছিলেন ৷ পুরনো পরিচিতির কারণেই ভিক্টর ভাস্কোয়েস লাল-হলুদে আসতে চলেছেন বলে খবর ৷ তবে, চলতি মরশুমের শুরু থেকে ভালো খেলা সত্ত্বেও, কেন বোরহা হেরেরাকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল ! সেই নিয়ে প্রশ্ন উঠছে ৷ জানা গিয়েছে, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার রাতেই বোরহা হেরেরাকে প্রস্তাব দেয় এফসি গোয়া ৷ মানলো দিয়াজ এফসি গোয়ার কোচ হিসেবে যোগ দিয়েছেন ৷ তার পরেই তিনি বোরহাকে নেওয়ার জন্য তৎপর হন ৷

সূত্রের খবর, বেশি টাকার প্রস্তাব পেলে বোরহা দল ছাড়ার সুযোগ পাবেন, এই শর্তে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হয়েছিল ৷ তাই এফসি গোয়ার প্রস্তাবে বোরহার স্বার্থ যেমন রয়েছে, তেমনই মোটা টাকার লোনে তাঁকে ছাড়ার সুযোগ পেয়ে ইস্টবেঙ্গলেরও স্বার্থ রক্ষা হয়েছে ৷ অন্যদিকে, ইয়াগো ফালকে লাল-হলুদে যোগ দিচ্ছেন না ৷ তাঁর ফিটনেস সমস্যা রয়েছে বলে খবর ৷ ফলে সিভেরিওকে রেখে দিচ্ছে ইস্টবেঙ্গল ৷

এদিকে হায়দরাবাদ এফসি থেকে চিঙ্গালসানা ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন ৷ হীতেশ শর্মা যোগ দিয়েছেন ওড়িশা এফসিতে ৷ নিখিল পূজারি যোগ দিয়েছেন মুম্বই সিটি এফসিতে ৷ এই তিন ফুটবলারই হায়দরাবাদ এফসি ছাড়ার জন্য ক্লাবের অর্থ সংকটকেই সামনে নিয়ে এসেছেন ৷ তবে, হায়দরাবাদ এফসির আর্থিক সংকটের সুরাহা হওয়ার পথে ৷ নিজামের শহরের ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে জার্মানির বুরুসিয়া ডর্টমুন্ডের ৷ তাদের আর্থিক পৃষ্ঠপোষক সংস্থা হায়দরাবাদ এফসিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:

  1. হিজাজিদের বরণ করে নিল লাল-হলুদ জনতা, সোহাগে-আদরে বাঁধা পড়ল কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল
  2. সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে শহরে ইস্টবেঙ্গল, বিমানবন্দরে উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের
  3. 12 বছরের 'বনবাস' শেষ, কুয়াদ্রাতের জাদুকাঠিতেই 'বল্গাহীন' ইস্টবেঙ্গল
Last Updated : Jan 30, 2024, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.