ETV Bharat / sports

ত্রাতা দিয়ামান্তাকোস ! আট ম্যাচ পর হার বাঁচাল ইস্টবেঙ্গল - EAST BENGAL

2-2 গোলে ড্র ইস্টবেঙ্গল বনাম পারো এফসি ম্যাচ ৷ এএফসি চ্যালেঞ্জ লিগে এসে হার বাঁচাল শতাব্দীপ্রাচীন ক্লাব ৷

East Bengal
আট ম্যাচ পর হার বাঁচাল ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 26, 2024, 6:46 PM IST

থিম্পু, 26 অক্টোবর: আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক ৷ এএফসি, ডুরান্ড মিলিয়ে সংখ্য়াটা টানা আট ৷ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে এসে হার বাঁচাল শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ প্রথমার্ধে 2-1 গোলে পিছিয়ে থাকার পর দলকে দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরান দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ৷ গ্রীক স্ট্রাইকারের গোলে ড্র করে ফিরছে অস্কার ব্রুজোর ছেলেরা ৷

এই লজ্জায় আগে পড়েনি ইস্টবেঙ্গল ৷ এমতাবস্থায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেও অস্কার ব্রুজোর কপালের ভাঁজ বাড়াল সেই রক্ষণ ৷ ভুটানের ক্লাবের বিরুদ্ধে জিতে হারের দৌড় শেষ করতে বদ্ধপরিকর ছিল লাল-হলুদ ব্রিগেড ৷ আনোয়ার আলি, হেক্টর ইউস্তেদের ব্যর্থতায় তা হল না ৷ ফলে এক পয়েন্ট নিয়েই থান্ডার ড্রাগনের দেশ থেকে ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গলকে ৷

আরও পড়ুন:

থিম্পু, 26 অক্টোবর: আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক ৷ এএফসি, ডুরান্ড মিলিয়ে সংখ্য়াটা টানা আট ৷ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে এসে হার বাঁচাল শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ প্রথমার্ধে 2-1 গোলে পিছিয়ে থাকার পর দলকে দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরান দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ৷ গ্রীক স্ট্রাইকারের গোলে ড্র করে ফিরছে অস্কার ব্রুজোর ছেলেরা ৷

এই লজ্জায় আগে পড়েনি ইস্টবেঙ্গল ৷ এমতাবস্থায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেও অস্কার ব্রুজোর কপালের ভাঁজ বাড়াল সেই রক্ষণ ৷ ভুটানের ক্লাবের বিরুদ্ধে জিতে হারের দৌড় শেষ করতে বদ্ধপরিকর ছিল লাল-হলুদ ব্রিগেড ৷ আনোয়ার আলি, হেক্টর ইউস্তেদের ব্যর্থতায় তা হল না ৷ ফলে এক পয়েন্ট নিয়েই থান্ডার ড্রাগনের দেশ থেকে ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গলকে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.