ETV Bharat / sports

মহারণে দুই ‘লাস্ট বয়’ ! বিনামূল্যে দেখুন ইস্টবেঙ্গল-মহমেডান ‘মিনি ডার্বি’ - ISL LIVE STREAMING

শনিবারের সল্টলেকে আইএসএল মিনি ডার্বি ৷ মহারণে লিগ টেবিলের দুই লাস্ট বয় ! কোথায় দেখবেন ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ ? জেনে নিন ৷

East Bengal vs Mohammedan SC
বিনামূল্যে দেখুন ইস্টবেঙ্গল-মহমেডান ‘মিনি ডার্বি’ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 6, 2024, 3:30 PM IST

কলকাতা, 6 নভেম্বর: শুরুটা প্রত্যাশিত হয়নি ৷ এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ে ফিরেছে দল ৷ এবার মহমেডান ম্যাচ থেকেই আইএসএলে ট্র্যাকে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল ৷ সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন হেডস্যর অস্কার ব্রুঁজো ৷ অন্যদিকে, লাল-হলুদকে হারিয়ে অভিষেক আইএসএলে’র ডার্বি স্মরণীয় করে রাখতে চান সাদা-কালোদের কোচ আন্দ্রে চের্নিশভ ৷

এই ডার্বি দু'দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই । হাফডজন হারের পর ইস্টবেঙ্গল আইএসএলে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে ৷ মহমেডানও চাইছে টানা চার ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে । ফলত লেসলি ক্লডিয়াস সরণি এবং রেড রোডের ধারের দুই শতাব্দী প্রাচীন ক্লাবই অস্তিত্বরক্ষায় সচেষ্ট ।

আইএসএলের তলানিতে থাকা ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ে ফিরলেও প্রশ্ন থেকে গিয়েছে দলের রক্ষণ নিয়ে ৷ হেক্টর ইউস্তেকে না-পাওয়ার সম্ভাবনা বাড়ছে । তাঁকে পাওয়া যাবে না-ধরে নিয়েই ব্রুজোঁ রক্ষণ সাজাতে ব্যস্ত । এক্ষেত্রে আনোয়ার আলি এবং হিজাজি মাহেরকে রেখেই সাদা-কালো আক্রমণ রুখতে চাইছেন লাল-হলুদের হেডস্যর ৷ মহমেডানেও চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে ওঠার লড়াই। আন্দ্রে চের্নিশভেরও চিন্তা দলের রক্ষণ। দারুণভাবে শুরু করেও টানা হারের অন্ধকারে দল । ফলে ইস্টবেঙ্গল ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন চের্নিশভের ছেলেরা।

মিনি ডার্বি শুধু জয়ের রাস্তায় ফেরার লড়াই নয়, সম্মান রক্ষারও বটে । তাই দুই কোচও যাবতীয় সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছেন । বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্ল্যাক প্যান্থারদের হারিয়ে প্রথম জয় তুলে নেবে ইস্টবেঙ্গল ? নাকি ম্যাচ পকেটে পুরবে কলকাতার তৃতীয় প্রধান ? কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ ? জেনে নিন...

  • ইস্টবেঙ্গল বনাম মহমেডান এসসি ম্যাচের সময়:

শনিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ ৷ খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

  • কোন টিভি চ্যানেল ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ সম্প্রচার করবে ?

ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

আরও পড়ুন:

কলকাতা, 6 নভেম্বর: শুরুটা প্রত্যাশিত হয়নি ৷ এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ে ফিরেছে দল ৷ এবার মহমেডান ম্যাচ থেকেই আইএসএলে ট্র্যাকে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল ৷ সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন হেডস্যর অস্কার ব্রুঁজো ৷ অন্যদিকে, লাল-হলুদকে হারিয়ে অভিষেক আইএসএলে’র ডার্বি স্মরণীয় করে রাখতে চান সাদা-কালোদের কোচ আন্দ্রে চের্নিশভ ৷

এই ডার্বি দু'দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই । হাফডজন হারের পর ইস্টবেঙ্গল আইএসএলে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে ৷ মহমেডানও চাইছে টানা চার ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে । ফলত লেসলি ক্লডিয়াস সরণি এবং রেড রোডের ধারের দুই শতাব্দী প্রাচীন ক্লাবই অস্তিত্বরক্ষায় সচেষ্ট ।

আইএসএলের তলানিতে থাকা ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ে ফিরলেও প্রশ্ন থেকে গিয়েছে দলের রক্ষণ নিয়ে ৷ হেক্টর ইউস্তেকে না-পাওয়ার সম্ভাবনা বাড়ছে । তাঁকে পাওয়া যাবে না-ধরে নিয়েই ব্রুজোঁ রক্ষণ সাজাতে ব্যস্ত । এক্ষেত্রে আনোয়ার আলি এবং হিজাজি মাহেরকে রেখেই সাদা-কালো আক্রমণ রুখতে চাইছেন লাল-হলুদের হেডস্যর ৷ মহমেডানেও চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে ওঠার লড়াই। আন্দ্রে চের্নিশভেরও চিন্তা দলের রক্ষণ। দারুণভাবে শুরু করেও টানা হারের অন্ধকারে দল । ফলে ইস্টবেঙ্গল ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন চের্নিশভের ছেলেরা।

মিনি ডার্বি শুধু জয়ের রাস্তায় ফেরার লড়াই নয়, সম্মান রক্ষারও বটে । তাই দুই কোচও যাবতীয় সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছেন । বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্ল্যাক প্যান্থারদের হারিয়ে প্রথম জয় তুলে নেবে ইস্টবেঙ্গল ? নাকি ম্যাচ পকেটে পুরবে কলকাতার তৃতীয় প্রধান ? কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ ? জেনে নিন...

  • ইস্টবেঙ্গল বনাম মহমেডান এসসি ম্যাচের সময়:

শনিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ ৷ খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

  • কোন টিভি চ্যানেল ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ সম্প্রচার করবে ?

ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.