ETV Bharat / sports

শনিতে জামশেদপুরের সামনে লাল-হলুদ, এই উপায়ে বিনামূল্যে দেখুন ইস্টবেঙ্গলের খেলা - East Bengal

কোচবদল, পরপর হার ৷ আইএসএল অভিযানের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল । জামশেদপুরের বিরুদ্ধে জয় আসবে ? কোথায় দেখবেন প্রিয় দলের খেলা ?

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

East Bengal
বিনামূল্যে দেখুন ইস্টবেঙ্গলের খেলা (ইটিভি ভারত)

জামশেদপুর, 4 অক্টোবর: আইএসএল অভিযানের শুরুতেই মুখ খুবড়ে পড়েছে লাল-হলুদ ৷ এখনও পর্যন্ত চারবার আইএসএল খেলেছে ইস্টবেঙ্গল ৷ একবারও প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ এশিয়ানজয়ী ক্লাবের আইএসএলে এই পারফর্ম্য়ান্স মোটেই ‘ইস্টবেঙ্গল’সুলভ নয় ৷ তারমধ্যেই এবার পরপর হারে দায়িত্ব ছেড়েছেন কার্লোস কুয়াদ্রাত ৷ ফলে লাল-হলুদের ভাগ্যাকাশে এখন ঘোর দূর্যোগের ঘনঘটা ৷ সে দূর্যোগ কাটাতে নয়া কোচের খোঁজে নেমে পড়েছে ম্যানেজমেন্ট ৷

জামশেদপুর এফসি’র বিরুদ্ধে জয়ের ঘুঁটি সাজাতে ব্যস্ত ইস্টবেঙ্গলের নতুন থিঙ্কট্যাঙ্ক বিনো জর্জ । ফুটবলাররাও বাধ্য ছাত্রের মতোই বিনোর পরামর্শ অনুযায়ী নিজেদের প্রস্তুত করছেন । যাতে দ্রুত আঁধার কেটে, আলোয় ফিরতে পারে দল ।কারণ পরিস্থিতি কঠিন তাঁরা বুঝতে পারছেন ৷

East Bengal in ISL 2024-25
শনিতে জামশেদপুরের সামনে লাল-হলুদ (ইটিভি ভারত)

এবারের আইএসএলে প্রথম তিন ম্যাচ পর ইস্টবেঙ্গলের ভাঁড়ার শূন্য । গতকাল চেন্নাইয়িনকে আটকে দিয়েছে হায়দরাবাদ এফসি । তাতে পয়েন্ট তালিকায় অবনতি ইস্টবেঙ্গলের । 12 থেকে 13 নম্বরে নেমে গিয়েছে তাঁরা ৷ অর্থাৎ লিগ টেবিলের তলানিতে লাল-হলুদ ৷ এবার জামশেদপুরের বিরুদ্ধে যদি না-জিততে পারে ইস্টবেঙ্গল, বড় ম্যাচের আগে লিগ তালিকায় তাঁদের উন্নতি হচ্ছে না ৷

আইএসএলে ইস্টবেঙ্গল:

2020-21 মরশুমে নবম (17 পয়েন্ট), 2021-22 মরশুমে 11তম (11 পয়েন্ট), 2022-23 মরশুমে নবম (19 পয়েন্ট) ও 2023-24 মরশুমে নবম স্থানে (24 পয়েন্ট) শেষ করে ইস্টবেঙ্গল ৷ প্রতি মরশুমেই গোল করার থেকে বেশি গোল খেয়েছে দল ৷ এবার এখনও পয়েন্ট তালিকায় শেষে লাল-হলুদ ৷ মানসিকভাবেও ব্যাকফুটে দল ৷ ইস্পাত নগরীর দলকে হারালে ফের আত্মবিশ্বাস বাড়বে, অ্যাওয়ে ম্যাচ থেকেও পয়েন্ট আসবে ৷ কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গলের ম্যাচ ? জেনে নিন ৷

  • ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচের সময়:

শনিবার বিকেল 5টা থেকে থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচ ৷ খেলা হবে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ৷

  • কোন টিভি চ্যানেল ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচ সম্প্রচার করবে ?

ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি এবং বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

জামশেদপুর, 4 অক্টোবর: আইএসএল অভিযানের শুরুতেই মুখ খুবড়ে পড়েছে লাল-হলুদ ৷ এখনও পর্যন্ত চারবার আইএসএল খেলেছে ইস্টবেঙ্গল ৷ একবারও প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ এশিয়ানজয়ী ক্লাবের আইএসএলে এই পারফর্ম্য়ান্স মোটেই ‘ইস্টবেঙ্গল’সুলভ নয় ৷ তারমধ্যেই এবার পরপর হারে দায়িত্ব ছেড়েছেন কার্লোস কুয়াদ্রাত ৷ ফলে লাল-হলুদের ভাগ্যাকাশে এখন ঘোর দূর্যোগের ঘনঘটা ৷ সে দূর্যোগ কাটাতে নয়া কোচের খোঁজে নেমে পড়েছে ম্যানেজমেন্ট ৷

জামশেদপুর এফসি’র বিরুদ্ধে জয়ের ঘুঁটি সাজাতে ব্যস্ত ইস্টবেঙ্গলের নতুন থিঙ্কট্যাঙ্ক বিনো জর্জ । ফুটবলাররাও বাধ্য ছাত্রের মতোই বিনোর পরামর্শ অনুযায়ী নিজেদের প্রস্তুত করছেন । যাতে দ্রুত আঁধার কেটে, আলোয় ফিরতে পারে দল ।কারণ পরিস্থিতি কঠিন তাঁরা বুঝতে পারছেন ৷

East Bengal in ISL 2024-25
শনিতে জামশেদপুরের সামনে লাল-হলুদ (ইটিভি ভারত)

এবারের আইএসএলে প্রথম তিন ম্যাচ পর ইস্টবেঙ্গলের ভাঁড়ার শূন্য । গতকাল চেন্নাইয়িনকে আটকে দিয়েছে হায়দরাবাদ এফসি । তাতে পয়েন্ট তালিকায় অবনতি ইস্টবেঙ্গলের । 12 থেকে 13 নম্বরে নেমে গিয়েছে তাঁরা ৷ অর্থাৎ লিগ টেবিলের তলানিতে লাল-হলুদ ৷ এবার জামশেদপুরের বিরুদ্ধে যদি না-জিততে পারে ইস্টবেঙ্গল, বড় ম্যাচের আগে লিগ তালিকায় তাঁদের উন্নতি হচ্ছে না ৷

আইএসএলে ইস্টবেঙ্গল:

2020-21 মরশুমে নবম (17 পয়েন্ট), 2021-22 মরশুমে 11তম (11 পয়েন্ট), 2022-23 মরশুমে নবম (19 পয়েন্ট) ও 2023-24 মরশুমে নবম স্থানে (24 পয়েন্ট) শেষ করে ইস্টবেঙ্গল ৷ প্রতি মরশুমেই গোল করার থেকে বেশি গোল খেয়েছে দল ৷ এবার এখনও পয়েন্ট তালিকায় শেষে লাল-হলুদ ৷ মানসিকভাবেও ব্যাকফুটে দল ৷ ইস্পাত নগরীর দলকে হারালে ফের আত্মবিশ্বাস বাড়বে, অ্যাওয়ে ম্যাচ থেকেও পয়েন্ট আসবে ৷ কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গলের ম্যাচ ? জেনে নিন ৷

  • ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচের সময়:

শনিবার বিকেল 5টা থেকে থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচ ৷ খেলা হবে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ৷

  • কোন টিভি চ্যানেল ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচ সম্প্রচার করবে ?

ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি এবং বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.