ETV Bharat / sports

বেঙ্গালুরুকে হারিয়ে কোন অধরা স্বপ্নপূরণ করতে চায় ইস্টবেঙ্গল ? - East Bengal in ISL

ISL 2023-2024: কঠিন হলেও আইএসএলের দৌড়ে প্রবলভাবে রয়েছে ইস্টবেঙ্গল ৷ ঘরের মাঠে রবিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে লাল-হলুদ শিবির ৷ আর এই ম্যাচ একপ্রকার ডু-অর-ডাই তাদের কাছে ৷ শেষ ছয়ে জেতে গেলে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি'কে হারিয়ে তিন পয়েন্টই পাখির চোখ লাল-হলুদ বাহিনীর হেডস্যরের ৷

ISL 2023-2024
ISL 2023-2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 7:31 AM IST

Updated : Apr 7, 2024, 8:59 AM IST

কোন অধরা স্বপ্নপূরণ করতে চায় ইস্টবেঙ্গল

কলকাতা, 7 এপ্রিল: ইস্টবেঙ্গলের এখন একটাই মন্ত্র, বেঙ্গালুরু 'বধ'! কথাটার মধ্যে মধুর প্রতিশোধের গন্ধ থাকলেও ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত তা মানতে রাজি নন। বরং বলছেন, চলতি মরশুমে হয়তো শেষবার তারা ঘরের মাঠে খেলতে নামছেন । গত তিন বছরের তুলনায় এই বছর সাফল্যের গ্রাফ খানিক ওপরের দিকে। দু'টো টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। তারমধ্যে একটিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ডুরান্ড কাপ এবং সুপার কাপে টানা ম্যাচ জিতলেও আইএসএলে পরপর দু'টো ম্যাচ জিততে পারেনি দল। রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই লক্ষ্যটাই পূরণ করতে চান তিনি এবং তাঁর দল ৷

আইএসএলের প্রথম ছয়ে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকার প্রথম ধাপটা ইতিমধ্যেই কেরলে জিতে এসেছে ইস্টবেঙ্গল। পকেটে 21 পয়েন্ট। এবারে দ্বিতীয় ধাপে তাদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। যারা ঠিক একধাপ ওপরে রয়েছে ইস্টবেঙ্গলের। রবিবার কলকাতায় নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ ব্রিগেড। আর এই ম্যাচেও জয় ছাড়া আর কিছু ভাবছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ । বলছেন, "আমরা দু'টো দলই প্লে-অফের জন্য লড়াই করছি। আমাদের কাছে এই ম্যাচটা ফাইনালের মতো। আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে। কঠিন ম্যাচ হলেও আমাদের লক্ষ্য স্থির রেখে খেলতে হবে।"

শনিবার অনুশীলনে কেরালা ব্লাস্টার্স ম্যাচের দ্বিতীয়ার্ধের একাদশকেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শুরু থেকে নামাতে পারেন কোচ কার্লেস। গোলে প্রভসুখন সিং গিল। ডিফেন্সে চার ফুটবলার হতে পারেন মহম্মদ রাকিপ, হিজাজি মাহের, হরমনজোৎ সিং খাবরা এবং নিশু কুমার। এছাড়া মাঝমাঠে প্রথম একাদশে ফেরার সম্ভবনা ভিক্টর ভাসকুয়েজের। মাঝমাঠের বাকি দুই ফুটবলার হলেন সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী। দুই উইংয়ে খেলবেন নাওরেম মহেশ সিং এবং পিভি বিষ্ণু। সামনে একা ক্লেইটন সিলভা।

এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে কার্লেস বলেন, "দলের ফুটবলাররা সকলেই মোটিভেটেড হয়ে আছে। আমাদের একটা পরিকল্পনা করে খেলতে হবে। ফুটবলাররা সকলেই জানে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা ছ’নম্বরে শেষ করতে পারলে সেটা আমাদের জন্য খুব ভালো ৷ বেঙ্গালুরু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করেই ম্যাচ জিততে হবে।"

আরও পড়ুন:

  1. আইলিগ জিতে আইএসএলের বৃত্তে মহামেডান, অভিনন্দন মমতা-অরূপের
  2. পেত্রাতোসের গোলে শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে রইল বাগানে
  3. উন্নয়ন ও শান্তির বার্তাই বহন করে আন্তর্জাতিক ক্রীড়া দিবস, রইল থিম-ইতিহাস থেকে তাৎপর্য

কোন অধরা স্বপ্নপূরণ করতে চায় ইস্টবেঙ্গল

কলকাতা, 7 এপ্রিল: ইস্টবেঙ্গলের এখন একটাই মন্ত্র, বেঙ্গালুরু 'বধ'! কথাটার মধ্যে মধুর প্রতিশোধের গন্ধ থাকলেও ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত তা মানতে রাজি নন। বরং বলছেন, চলতি মরশুমে হয়তো শেষবার তারা ঘরের মাঠে খেলতে নামছেন । গত তিন বছরের তুলনায় এই বছর সাফল্যের গ্রাফ খানিক ওপরের দিকে। দু'টো টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। তারমধ্যে একটিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ডুরান্ড কাপ এবং সুপার কাপে টানা ম্যাচ জিতলেও আইএসএলে পরপর দু'টো ম্যাচ জিততে পারেনি দল। রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই লক্ষ্যটাই পূরণ করতে চান তিনি এবং তাঁর দল ৷

আইএসএলের প্রথম ছয়ে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকার প্রথম ধাপটা ইতিমধ্যেই কেরলে জিতে এসেছে ইস্টবেঙ্গল। পকেটে 21 পয়েন্ট। এবারে দ্বিতীয় ধাপে তাদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। যারা ঠিক একধাপ ওপরে রয়েছে ইস্টবেঙ্গলের। রবিবার কলকাতায় নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ ব্রিগেড। আর এই ম্যাচেও জয় ছাড়া আর কিছু ভাবছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ । বলছেন, "আমরা দু'টো দলই প্লে-অফের জন্য লড়াই করছি। আমাদের কাছে এই ম্যাচটা ফাইনালের মতো। আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে। কঠিন ম্যাচ হলেও আমাদের লক্ষ্য স্থির রেখে খেলতে হবে।"

শনিবার অনুশীলনে কেরালা ব্লাস্টার্স ম্যাচের দ্বিতীয়ার্ধের একাদশকেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শুরু থেকে নামাতে পারেন কোচ কার্লেস। গোলে প্রভসুখন সিং গিল। ডিফেন্সে চার ফুটবলার হতে পারেন মহম্মদ রাকিপ, হিজাজি মাহের, হরমনজোৎ সিং খাবরা এবং নিশু কুমার। এছাড়া মাঝমাঠে প্রথম একাদশে ফেরার সম্ভবনা ভিক্টর ভাসকুয়েজের। মাঝমাঠের বাকি দুই ফুটবলার হলেন সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী। দুই উইংয়ে খেলবেন নাওরেম মহেশ সিং এবং পিভি বিষ্ণু। সামনে একা ক্লেইটন সিলভা।

এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে কার্লেস বলেন, "দলের ফুটবলাররা সকলেই মোটিভেটেড হয়ে আছে। আমাদের একটা পরিকল্পনা করে খেলতে হবে। ফুটবলাররা সকলেই জানে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা ছ’নম্বরে শেষ করতে পারলে সেটা আমাদের জন্য খুব ভালো ৷ বেঙ্গালুরু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করেই ম্যাচ জিততে হবে।"

আরও পড়ুন:

  1. আইলিগ জিতে আইএসএলের বৃত্তে মহামেডান, অভিনন্দন মমতা-অরূপের
  2. পেত্রাতোসের গোলে শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে রইল বাগানে
  3. উন্নয়ন ও শান্তির বার্তাই বহন করে আন্তর্জাতিক ক্রীড়া দিবস, রইল থিম-ইতিহাস থেকে তাৎপর্য
Last Updated : Apr 7, 2024, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.