ETV Bharat / sports

বাঙালির ঐতিহ্যের বড় ম্য়াচ শনিবার, কোথায়-কখন দেখবেন এশিয়ার সেরা ডার্বি?

চলতি আইএসএল মরশুমের প্রথম বড় ম্য়াচ শনিবার ৷ মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান ৷ কোথায় বিনামূল্যে দেখবেন ম্য়াচ?

ISL KOLKATA DERBY
শনিবার কলকাতা ডার্বি (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 18, 2024, 4:45 PM IST

Updated : Oct 18, 2024, 6:09 PM IST

কলকাতা, 18 অক্টোবর: প্রথম চার ম্যাচ হেরে মানসিকভাবে তলানিতে এক দল ৷ অন্য দল গত ম্য়াচে মিনি ডার্বি জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পিয়েছে ৷ এমতাবস্থায় শনিবার আইএসএলের প্রথম বড় ম্য়াচে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ৷ ডার্বিতেই চলতি আইএসএলে প্রথম পয়েন্টের খোঁজে লাল-হলুদ, অন্যদিকে তৃতীয় ম্যাচ জিতে লিগ টেবিলে অবস্থান মজবুত করার লক্ষ্যে মোহনবাগান ৷ সেইসঙ্গে আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত তকমাও ধরে রাখা লক্ষ্য হোসে মোলিনার ছেলেদের ৷

আইএসএলে হেড টু হেড: ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দু'দল ৷ এর মধ্যে সাতবারই জিতেছে সবুজ-মেরুন ৷ ড্র হয়েছে একটি ম্যাচ ৷ অর্থাৎ, আইএসএলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একবারও জিততে পারেনি ইস্টবেঙ্গল ৷ অর্থাৎ, শনিবার যখন প্রতিযোগিতায় প্রথম বড় ম্যাচ জিততে মুখিয়ে লাল-হলুদ ৷ তখন অপরাজিত তকমা ধরে রাখতে বদ্ধপরিকর মোহনবাগান ৷

কখন অনুষ্ঠিত হবে ম্যাচ: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার আইএসএলের প্রথম বড় ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ৷ ম্য়াচ শুরু হবে সন্ধ্য়া সাড়ে 7টায় ৷

কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে আইএসএলের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্পোর্টস 18 নেটওয়ার্কের হাতে ৷ স্পোর্টস 18 নেটওয়ার্কের টিভি চ্যানেলেই শনিবার দেখা যাবে এশিয়ার সেরা ডার্বি ৷ অনুরাগীরা বিনামূল্যে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে ৷

শেষ পাঁচ ডার্বির ফলাফল: সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে যদিও একই মেরুতে রয়েছে দুই দল ৷ শেষ ম্যাচের মধ্য়ে দু'টি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, দু'টিতে জিতেছে মোহনবাগান ৷ একটি ম্যাচ ড্র ৷ শনিবার ফলাফল কী হয়, দেখতে মুখিয়ে অনুরাগীরা ৷

কলকাতা, 18 অক্টোবর: প্রথম চার ম্যাচ হেরে মানসিকভাবে তলানিতে এক দল ৷ অন্য দল গত ম্য়াচে মিনি ডার্বি জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পিয়েছে ৷ এমতাবস্থায় শনিবার আইএসএলের প্রথম বড় ম্য়াচে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ৷ ডার্বিতেই চলতি আইএসএলে প্রথম পয়েন্টের খোঁজে লাল-হলুদ, অন্যদিকে তৃতীয় ম্যাচ জিতে লিগ টেবিলে অবস্থান মজবুত করার লক্ষ্যে মোহনবাগান ৷ সেইসঙ্গে আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত তকমাও ধরে রাখা লক্ষ্য হোসে মোলিনার ছেলেদের ৷

আইএসএলে হেড টু হেড: ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দু'দল ৷ এর মধ্যে সাতবারই জিতেছে সবুজ-মেরুন ৷ ড্র হয়েছে একটি ম্যাচ ৷ অর্থাৎ, আইএসএলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একবারও জিততে পারেনি ইস্টবেঙ্গল ৷ অর্থাৎ, শনিবার যখন প্রতিযোগিতায় প্রথম বড় ম্যাচ জিততে মুখিয়ে লাল-হলুদ ৷ তখন অপরাজিত তকমা ধরে রাখতে বদ্ধপরিকর মোহনবাগান ৷

কখন অনুষ্ঠিত হবে ম্যাচ: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার আইএসএলের প্রথম বড় ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ৷ ম্য়াচ শুরু হবে সন্ধ্য়া সাড়ে 7টায় ৷

কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে আইএসএলের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্পোর্টস 18 নেটওয়ার্কের হাতে ৷ স্পোর্টস 18 নেটওয়ার্কের টিভি চ্যানেলেই শনিবার দেখা যাবে এশিয়ার সেরা ডার্বি ৷ অনুরাগীরা বিনামূল্যে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে ৷

শেষ পাঁচ ডার্বির ফলাফল: সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে যদিও একই মেরুতে রয়েছে দুই দল ৷ শেষ ম্যাচের মধ্য়ে দু'টি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, দু'টিতে জিতেছে মোহনবাগান ৷ একটি ম্যাচ ড্র ৷ শনিবার ফলাফল কী হয়, দেখতে মুখিয়ে অনুরাগীরা ৷

Last Updated : Oct 18, 2024, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.