ETV Bharat / sports

ক্রেসপো ফিট ! নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের একাদশে ভরসা রাখছেন অস্কার ব্রুঁজো - EAST BENGAL IN ISL

কার্ড সমস্যার জন্য শনিবার লালচুননুঙ্গা নেই । তাঁর জায়গায় প্রভাত লাকড়া খেলবেন । রক্ষণের বাকি কাঠামোয় কোনও বদল নেই ।

East Bengal to face Chennaiyin FC in ISL 2024 25
যেকোনও মূল্যে জয়ের শপথ অস্কার ব্রুঁজোর সাজঘরে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 5, 2024, 6:32 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: নর্থইস্টের বিরুদ্ধে জয় পাওয়া একাদশে সম্ভবত ভরসা রাখছেন অস্কার ব্রুঁজো । শনিবার আইএসএলের 9 নম্বর ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি । অ্যাওয়ে ম্যাচেও জয়ের স্বাদ বজায় রাখতে চান লাল-হলুদের হেডস্যর । তাই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা একাদশে পরিবর্তন চান না ।

কার্ড সমস্যার জন্য শনিবার লালচুননুঙ্গা নেই । তাঁর জায়গায় প্রভাত লাকড়া খেলবেন । রক্ষণের বাকি কাঠামোয় কোনও বদল নেই । এএফসি চ্যালেঞ্জ লিগ এবং আইএসএলের শেষ দু’টো ম্যাচ-সহ মোট পাঁচ ম্যাচে লাল-হলুদ রক্ষণ অটুট । শুধু রক্ষণ নয়, মাঝমাঠের সঙ্গে বোঝাপড়া বেড়েছে । প্রতিটি ফুটবলার বলের জন্য পুরো নব্বই মিনিট তাড়া করে বেড়াচ্ছেন । ফলে দলগত সংহতিতে রক্ষণ জমাট রাখার ভাবনা চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও ।

East Bengal to face Chennaiyin FC in ISL 2024 25
আইএসএলের 9 নম্বর ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (ইটিভি ভারত)

কার্ড সমস্যা কাটিয়ে মহেশ নাওরেম সিং এবং নন্দকুমার ফিরলেও সম্ভবত শনিবার তাঁদের জায়গা ডাগ-আউটে । পিভি বিষ্ণু-প্রভাত লাকড়া এবং জিকসন সিং-মহম্মদ রাকিপ দু’প্রান্ত সামলানোর দায়িত্বে থাকতে চলেছেন । মাঝমাঠে সাউল ক্রেসপোর ফিটনেস নিয়ে ধোঁয়াশা অব্যাহত । বল নিয়ে দলের দ্বিতীয় দফার সিচ্যুয়েশন প্র্যাকটিসে শৌভিক চক্রবর্তীর পাশে খেললেন স্প্যানিশ মিডফিল্ডার । তার আগে ফিজিওর সঙ্গে মাঠের ধারে ব্যস্ত ছিলেন বিভিন্ন কসরতে। ফিজিও অবশ্য জানিয়েছেন ক্রেসপোর কোনও অসুবিধা নেই, তিনি খেলবেন ।

East Bengal to face Chennaiyin FC in ISL 2024 25
নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের একাদশে ভরসা রাখছেন অস্কার ব্রুঁজো (ইটিভি ভারত)

সেটপিসে জোর এবং রক্ষণ সামলে দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে ভাঙার মহড়া দিয়ে রাখছেন অস্কার ব্রুঁজো । মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ড্র করে হারের অধোগতি আটকে ছিল ইস্টবেঙ্গল । নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে । কিন্তু পয়েন্ট টেবিলে তাদের অবস্থান বদল হয়নি । পরিবর্তনের ডাক তাই চেন্নাইয়িন ম্যাচে । ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে যেকোনও মূল্যে জয়ের শপথ অস্কার ব্রুঁজোর সাজঘরে ।

আরও পড়ুন

কলকাতা, 5 ডিসেম্বর: নর্থইস্টের বিরুদ্ধে জয় পাওয়া একাদশে সম্ভবত ভরসা রাখছেন অস্কার ব্রুঁজো । শনিবার আইএসএলের 9 নম্বর ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি । অ্যাওয়ে ম্যাচেও জয়ের স্বাদ বজায় রাখতে চান লাল-হলুদের হেডস্যর । তাই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা একাদশে পরিবর্তন চান না ।

কার্ড সমস্যার জন্য শনিবার লালচুননুঙ্গা নেই । তাঁর জায়গায় প্রভাত লাকড়া খেলবেন । রক্ষণের বাকি কাঠামোয় কোনও বদল নেই । এএফসি চ্যালেঞ্জ লিগ এবং আইএসএলের শেষ দু’টো ম্যাচ-সহ মোট পাঁচ ম্যাচে লাল-হলুদ রক্ষণ অটুট । শুধু রক্ষণ নয়, মাঝমাঠের সঙ্গে বোঝাপড়া বেড়েছে । প্রতিটি ফুটবলার বলের জন্য পুরো নব্বই মিনিট তাড়া করে বেড়াচ্ছেন । ফলে দলগত সংহতিতে রক্ষণ জমাট রাখার ভাবনা চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও ।

East Bengal to face Chennaiyin FC in ISL 2024 25
আইএসএলের 9 নম্বর ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (ইটিভি ভারত)

কার্ড সমস্যা কাটিয়ে মহেশ নাওরেম সিং এবং নন্দকুমার ফিরলেও সম্ভবত শনিবার তাঁদের জায়গা ডাগ-আউটে । পিভি বিষ্ণু-প্রভাত লাকড়া এবং জিকসন সিং-মহম্মদ রাকিপ দু’প্রান্ত সামলানোর দায়িত্বে থাকতে চলেছেন । মাঝমাঠে সাউল ক্রেসপোর ফিটনেস নিয়ে ধোঁয়াশা অব্যাহত । বল নিয়ে দলের দ্বিতীয় দফার সিচ্যুয়েশন প্র্যাকটিসে শৌভিক চক্রবর্তীর পাশে খেললেন স্প্যানিশ মিডফিল্ডার । তার আগে ফিজিওর সঙ্গে মাঠের ধারে ব্যস্ত ছিলেন বিভিন্ন কসরতে। ফিজিও অবশ্য জানিয়েছেন ক্রেসপোর কোনও অসুবিধা নেই, তিনি খেলবেন ।

East Bengal to face Chennaiyin FC in ISL 2024 25
নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের একাদশে ভরসা রাখছেন অস্কার ব্রুঁজো (ইটিভি ভারত)

সেটপিসে জোর এবং রক্ষণ সামলে দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে ভাঙার মহড়া দিয়ে রাখছেন অস্কার ব্রুঁজো । মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ড্র করে হারের অধোগতি আটকে ছিল ইস্টবেঙ্গল । নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে । কিন্তু পয়েন্ট টেবিলে তাদের অবস্থান বদল হয়নি । পরিবর্তনের ডাক তাই চেন্নাইয়িন ম্যাচে । ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে যেকোনও মূল্যে জয়ের শপথ অস্কার ব্রুঁজোর সাজঘরে ।

আরও পড়ুন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.