ETV Bharat / sports

মিনি ডার্বিতে অনিশ্চিত হেক্টর, ফিটনেসে বাড়তি নজর রেখে অনুশীলনে অস্কার - ISL 2024 25

মহমেডান ম্য়াচের প্রস্তুতি শুরু লাল-হলুদে ৷ তবে হেক্ট ইউস্তের চোটে রণকৌশল সাজানোয় কিছুটা ধাক্কা খেতে হচ্ছে অস্কার ব্রুজোঁকে ৷

OSCAR BRUZON
অস্কার ব্রুজোঁ (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 4, 2024, 8:04 PM IST

কলকাতা, 4 নভেম্বর: ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্য়াচে সামান্য চোট পেয়েছিলেন। যার ফলে তৃতীয় ম্য়াচে হেক্টর ইউস্তেকে পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল ৷ যদিও লেবাননের নেজমেহ এসসি'র বিরুদ্ধে রক্ষণে ভরসা দিয়েছিলেন তিনি। কিন্তু চোট সারেনি ৷ আগামী শনিবার তাই আইএসএলে মহমেডান ম্যাচ সম্ভবত খেলতে পারবেন না স্প্যানিশ ডিফেন্ডার। শনিবার মধ্যরাতের বিমানে তিনি স্পেনে ফিরেছেন চোটের চিকিৎসা করাতে।

শনিবার চলতি সপ্তাহে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে আইএসএলের মিনি ডার্বি। আইএসএলের শুরুতে হারের ডাবল হ্যাটট্রিক করে ফেলা ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে চাইছে। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সাফল্য পুরো লাল-হলুদ ব্রিগেডের মানসিকতাই বদলে দিয়েছে। সেখানে হেক্টরের চোটের খবর যেন কাঁটার মত খচখচ করে বিঁধছে ৷ সোমবার থেকে মিনি ডার্বির প্রস্তুতি শুরু করলেন অস্কার ব্রুজোঁ। সেখানে হেক্টর ইউস্তে ছাড়া সকল ফুটবলার উপস্থিত ছিলেন। মাঠে নামার আগে ফুটবলারদের সঙ্গে এক ঘণ্টা বৈঠক সারেন কোচ।

হোমগ্রাউন্ডে অনুশীলনে প্রথমেই ফুটবলারদের সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। প্রায় পৌনে একঘণ্টা ফুটবলারদের নিয়ে পড়ে থাকেন অস্কার। যে সকল শারীরিক কসরত করানো হল ফুটবলারদের, তা সাধারণত মরশুমের শুরুতে করানো হয়ে থাকে। চ্য়ালেঞ্জ লিগের দুই নায়ক দিমিত্রিয়স দিয়ামানতোকোস এবং সাউল ক্রেসপোকে দেখা গেল মাঠজুড়ে অনেকক্ষণ দৌড়তে। দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটবলারদের ফিটনেসের খামতি ধরে ফেলেছিলেন অস্কার ব্রুজোঁ। তাই ম্যাচ খেলার পাশাপাশি ফিটনেস বাড়ানোয় বাড়তি জোর দিচ্ছেন তিনি।

আর্ন্তজাতিক মঞ্চে সাফল্যের রেশ আইএসএলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত ফুটবলারদের। কোচ দলের মধ্যে ঘুরে দাঁড়ানোর খিদে তৈরি করেছেন। তাই মিনি ডার্বি থেকে শূন্য হাতে না-ফেরার শপথ দলের। তবে অস্কারের ভাবনায় কাঁটা ছড়াচ্ছে হেক্টর ইউস্তের চোট। তবুও যেনতেন প্রকারে ইস্টবেঙ্গল পয়েন্ট পেতে চাইছে মহমেডান স্পোর্টিং ম্যাচ থেকে। সম্ভব কি না, উত্তর দেবে সময় ৷

কলকাতা, 4 নভেম্বর: ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্য়াচে সামান্য চোট পেয়েছিলেন। যার ফলে তৃতীয় ম্য়াচে হেক্টর ইউস্তেকে পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল ৷ যদিও লেবাননের নেজমেহ এসসি'র বিরুদ্ধে রক্ষণে ভরসা দিয়েছিলেন তিনি। কিন্তু চোট সারেনি ৷ আগামী শনিবার তাই আইএসএলে মহমেডান ম্যাচ সম্ভবত খেলতে পারবেন না স্প্যানিশ ডিফেন্ডার। শনিবার মধ্যরাতের বিমানে তিনি স্পেনে ফিরেছেন চোটের চিকিৎসা করাতে।

শনিবার চলতি সপ্তাহে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে আইএসএলের মিনি ডার্বি। আইএসএলের শুরুতে হারের ডাবল হ্যাটট্রিক করে ফেলা ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে চাইছে। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সাফল্য পুরো লাল-হলুদ ব্রিগেডের মানসিকতাই বদলে দিয়েছে। সেখানে হেক্টরের চোটের খবর যেন কাঁটার মত খচখচ করে বিঁধছে ৷ সোমবার থেকে মিনি ডার্বির প্রস্তুতি শুরু করলেন অস্কার ব্রুজোঁ। সেখানে হেক্টর ইউস্তে ছাড়া সকল ফুটবলার উপস্থিত ছিলেন। মাঠে নামার আগে ফুটবলারদের সঙ্গে এক ঘণ্টা বৈঠক সারেন কোচ।

হোমগ্রাউন্ডে অনুশীলনে প্রথমেই ফুটবলারদের সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। প্রায় পৌনে একঘণ্টা ফুটবলারদের নিয়ে পড়ে থাকেন অস্কার। যে সকল শারীরিক কসরত করানো হল ফুটবলারদের, তা সাধারণত মরশুমের শুরুতে করানো হয়ে থাকে। চ্য়ালেঞ্জ লিগের দুই নায়ক দিমিত্রিয়স দিয়ামানতোকোস এবং সাউল ক্রেসপোকে দেখা গেল মাঠজুড়ে অনেকক্ষণ দৌড়তে। দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটবলারদের ফিটনেসের খামতি ধরে ফেলেছিলেন অস্কার ব্রুজোঁ। তাই ম্যাচ খেলার পাশাপাশি ফিটনেস বাড়ানোয় বাড়তি জোর দিচ্ছেন তিনি।

আর্ন্তজাতিক মঞ্চে সাফল্যের রেশ আইএসএলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত ফুটবলারদের। কোচ দলের মধ্যে ঘুরে দাঁড়ানোর খিদে তৈরি করেছেন। তাই মিনি ডার্বি থেকে শূন্য হাতে না-ফেরার শপথ দলের। তবে অস্কারের ভাবনায় কাঁটা ছড়াচ্ছে হেক্টর ইউস্তের চোট। তবুও যেনতেন প্রকারে ইস্টবেঙ্গল পয়েন্ট পেতে চাইছে মহমেডান স্পোর্টিং ম্যাচ থেকে। সম্ভব কি না, উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.