ETV Bharat / sports

রেফারি রিক্রুট করতে পারিনি, আমাদের ব্যর্থতা ! হতাশ ইস্টবেঙ্গল কর্তা - ISL REFEREE

‘‘অভিযোগ জানিয়ে এত কাগজ পাঠিয়েছি যে ফাইল হয়ে গিয়েছে । দেখি এরপর রাস্তায় নামতে হয় কি না ৷” আইএসএলে রেফারিং নিয়ে অসন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তা ৷

East Bengal Official Nitu Sarkar
হতাশ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 14, 2024, 5:29 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: দলগঠনে রেফারি রিক্রুট না-করতে পারাতেই ভুগতে হচ্ছে । ওড়িশা এফসির বিরুদ্ধে হারের পরে এভাবেই আইএসএলে খারাপ রেফারিং নিয়ে কটাক্ষ করলেন দেবব্রত সরকার । পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় ইস্টবেঙ্গলকে দশজনে খেলতে হয়েছে । লাল কার্ড দেখিয়ে জিকসন সিংকে রেফারি বের করে দেন । তাঁর এই সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ।

ধারাভাষ্যকাররা ম্যাচ চলাকালীনই রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন । খেলার পরে মাঠে উপস্থিত প্রাক্তন ফুটবলাররাও রেফারির সমালোচনা করেছেন । সমালোচনায় সরব হয়েছেন দেবব্রত সরকারও । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বলছেন, “বহু ঘটনা রয়েছে যেখানে আমাদের হলুদ কার্ড দেখানো হয়েছে, প্রতিপক্ষকে দেখানো হয়নি । বহু ঘটনা রয়েছে যেখানে আমাদের ফাউল হওয়াই উচিত হয়নি, কিন্তু হয়েছে । আমরা মনে হয় ভুল করেছি, রেফারি রিক্রুট করতে পারিনি । হয়তো অন্যান্য দল তা করতে পেরেছে । এই জায়গাতে আমাদের ব্যর্থতা । চোট-আঘাত ব্যর্থতার কারণ, তবে সেগুলি খেলারই অংশ । চোট-আঘাতের জন্য পরিবর্তও রয়েছে । কিন্তু এই ধরনের রেফারিং হলে কি করে হবে । এরকম রেফারিং হলে তো কিছু করতে পারব না । অভিযোগ জানিয়ে এত কাগজ পাঠিয়েছি যে ফাইল হয়ে গিয়েছে । দেখি এরপর রাস্তায় নামতে হয় কি না ৷”

প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, “বহু চক্র রয়েছে । আমার মনে হয় কোনও নির্দেশ থেকে এগুলো হচ্ছে । কে নির্দেশ দিচ্ছে তা ধরতে পারছি না । আপনারা যদি ধরতে পারেন জানান । যথাযথ ব্যবস্থা নেব ।”

সওল ক্রেসপোর চোটের পরে এবার মাদিহ তালাল ছিটকে গেলেন। কোচ ইতিমধ্যে বলেছেন চোটটা গুরুতর । এমআরআইয়ের পরে বোঝা সম্ভব । ওড়িশা ম্যাচের আগেই দলের পাঁচ ফুটবলারকে না-পাওয়ার কথা বলেছিলেন অস্কার ব্রুঁজো । সেই তালিকা এবার বড় হচ্ছে । মঙ্গলবার পঞ্জাব এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলা । ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ । একাধিক বিদেশি এবং ভারতীয় ফুটবলারের চোট কাটিয়ে ইস্টবেঙ্গল কীভাবে ঘুরে দাঁড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন

কলকাতা, 14 ডিসেম্বর: দলগঠনে রেফারি রিক্রুট না-করতে পারাতেই ভুগতে হচ্ছে । ওড়িশা এফসির বিরুদ্ধে হারের পরে এভাবেই আইএসএলে খারাপ রেফারিং নিয়ে কটাক্ষ করলেন দেবব্রত সরকার । পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় ইস্টবেঙ্গলকে দশজনে খেলতে হয়েছে । লাল কার্ড দেখিয়ে জিকসন সিংকে রেফারি বের করে দেন । তাঁর এই সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ।

ধারাভাষ্যকাররা ম্যাচ চলাকালীনই রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন । খেলার পরে মাঠে উপস্থিত প্রাক্তন ফুটবলাররাও রেফারির সমালোচনা করেছেন । সমালোচনায় সরব হয়েছেন দেবব্রত সরকারও । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বলছেন, “বহু ঘটনা রয়েছে যেখানে আমাদের হলুদ কার্ড দেখানো হয়েছে, প্রতিপক্ষকে দেখানো হয়নি । বহু ঘটনা রয়েছে যেখানে আমাদের ফাউল হওয়াই উচিত হয়নি, কিন্তু হয়েছে । আমরা মনে হয় ভুল করেছি, রেফারি রিক্রুট করতে পারিনি । হয়তো অন্যান্য দল তা করতে পেরেছে । এই জায়গাতে আমাদের ব্যর্থতা । চোট-আঘাত ব্যর্থতার কারণ, তবে সেগুলি খেলারই অংশ । চোট-আঘাতের জন্য পরিবর্তও রয়েছে । কিন্তু এই ধরনের রেফারিং হলে কি করে হবে । এরকম রেফারিং হলে তো কিছু করতে পারব না । অভিযোগ জানিয়ে এত কাগজ পাঠিয়েছি যে ফাইল হয়ে গিয়েছে । দেখি এরপর রাস্তায় নামতে হয় কি না ৷”

প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, “বহু চক্র রয়েছে । আমার মনে হয় কোনও নির্দেশ থেকে এগুলো হচ্ছে । কে নির্দেশ দিচ্ছে তা ধরতে পারছি না । আপনারা যদি ধরতে পারেন জানান । যথাযথ ব্যবস্থা নেব ।”

সওল ক্রেসপোর চোটের পরে এবার মাদিহ তালাল ছিটকে গেলেন। কোচ ইতিমধ্যে বলেছেন চোটটা গুরুতর । এমআরআইয়ের পরে বোঝা সম্ভব । ওড়িশা ম্যাচের আগেই দলের পাঁচ ফুটবলারকে না-পাওয়ার কথা বলেছিলেন অস্কার ব্রুঁজো । সেই তালিকা এবার বড় হচ্ছে । মঙ্গলবার পঞ্জাব এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলা । ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ । একাধিক বিদেশি এবং ভারতীয় ফুটবলারের চোট কাটিয়ে ইস্টবেঙ্গল কীভাবে ঘুরে দাঁড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.