ETV Bharat / sports

'কোচের সিদ্ধান্তই শেষ কথা', তবে হীরাকে আইএসএলের যোগ্য বলছেন ইস্টবেঙ্গল কর্তা - ISL 2024 25

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 15, 2024, 8:00 PM IST

EAST BENGAL OFFICIAL ON HIRA MONDAL: হীরা মণ্ডল আইএসএল খেলার যোগ্য ৷ এমনটাই মনে করেন দেবব্রত সরকার ৷ তবে কোচ কাকে খেলাবেন, সেটা তিনিই ঠিক করবেন; মত লাল-হলুদ কর্তার ৷

HIRA MONDAL
হীরা মণ্ডল (ETV Bharat)

কলকাতা, 15 সেপ্টেম্বর: "কোচ কোন ফুটবলারকে খেলাবেন সে ব্যাপারে আমরা কখনও কোনও কথা বলি না।" শনিবার আইএসএলের প্রথম ম্যাচে জঘন্য ফুটবলের পর কোচ কার্লেস কুয়াদ্রাতের হস্তক্ষেপের প্রশ্নে 'নৈব নৈব চ' ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ যদিও কলকাতা লিগে ধারাবাহিক দুরন্ত পারফম্যান্স করে আসা হীরা মণ্ডলের আইএসএল খেলার যাবতীয় গুণ রয়েছে বলে তিনি মনে করেন ৷

দেবব্রত সরকার বলেন, "দল নির্বাচনের ক্ষেত্রে কোচই শেষ কথা। তবে হীরা মণ্ডলকে আইএসএল দলে নেওয়া উচিত, এ নিয়ে সদস্য-সমর্থকরা দাবি করছে। সমাজমাধ্যমে সেই দাবি উঠেছে। গ্যালারিতেও সেই কথা উঠেছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি হীরা আইএসএল খেলার উপযুক্ত ৷ অন্য দলের সাইডব্যাকদের মতই যোগ্যতা এবং যোগ্যতা হীরার রয়েছে ৷" ইস্টবেঙ্গল শীর্ষকর্তার এই মন্তব্য কোচ কার্লেস কুয়াদ্রাতের জন্য পরোক্ষ বার্তা কি না, জানা নেই ৷ তবে দাবি জোরালো হওয়ায় হীরাকে আইএসএলের স্কোয়াডে নেওয়ার বিষয়টি স্প্য়ানিশ কোচের ভাবা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে শনিবার 25 মিনিটে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল ৷ লাল-হলুদ রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল করে যান 19 বছরের বিনীত ফার্নান্ডেজ। রক্ষণের ফাঁকফোকর ডুরান্ড কাপে ভুগিয়েছিল ৷ আইএসএলের প্রথম ম্যাচে তা প্রকট হল বলা যায়। হিজাজি মাহের জঘন্য খেলেছেন। দুই সাইডব্যাক মহম্মদ রাকিপ এবং লালচুংনুঙ্গাও নড়বড়ে। এই নড়বড়ে রক্ষণকে কাজে লাগিয়েই বেঙ্গালুরু দাপট দেখিয়ে গিয়েছে। একই কথা বলা যায় লাল-হলুদ আক্রমণভাগকে নিয়েও।

বিরতির পরে পিভি বিষ্ণু, আমন সিকে, মাদিহ তালাল নামার পরে ইস্টবেঙ্গলের খেলায় ঝাঁঝ বাড়ে। খেলার শেষ কুড়ি মিনিটে দাপট ছিল ইস্টবেঙ্গলের। এই সময় সহজ সুযোগ নষ্ট করেন ক্লেইটন সিলভা। তবে ব্যর্থতার মধ্যেও আশার আলো পিভি বিষ্ণু এবং আমন সিকের ভালো ফুটবল। সেকথা মাথায় রেখেই কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, "আমাদের তরুন ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছে। সদ্য কলকাতা লিগ খেলে আসায় ওদের ফিটনেস ভালো জায়গায়। ওরা যতটা পেরেছে জায়গা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু কাজে লাগাতে পারিনি। বিষয়টি দুর্ভাগ্যজনক। তবে ওদের ভালো খেলা ভবিষ্যতের জন্য ভালো দিক।"

কলকাতা, 15 সেপ্টেম্বর: "কোচ কোন ফুটবলারকে খেলাবেন সে ব্যাপারে আমরা কখনও কোনও কথা বলি না।" শনিবার আইএসএলের প্রথম ম্যাচে জঘন্য ফুটবলের পর কোচ কার্লেস কুয়াদ্রাতের হস্তক্ষেপের প্রশ্নে 'নৈব নৈব চ' ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ যদিও কলকাতা লিগে ধারাবাহিক দুরন্ত পারফম্যান্স করে আসা হীরা মণ্ডলের আইএসএল খেলার যাবতীয় গুণ রয়েছে বলে তিনি মনে করেন ৷

দেবব্রত সরকার বলেন, "দল নির্বাচনের ক্ষেত্রে কোচই শেষ কথা। তবে হীরা মণ্ডলকে আইএসএল দলে নেওয়া উচিত, এ নিয়ে সদস্য-সমর্থকরা দাবি করছে। সমাজমাধ্যমে সেই দাবি উঠেছে। গ্যালারিতেও সেই কথা উঠেছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি হীরা আইএসএল খেলার উপযুক্ত ৷ অন্য দলের সাইডব্যাকদের মতই যোগ্যতা এবং যোগ্যতা হীরার রয়েছে ৷" ইস্টবেঙ্গল শীর্ষকর্তার এই মন্তব্য কোচ কার্লেস কুয়াদ্রাতের জন্য পরোক্ষ বার্তা কি না, জানা নেই ৷ তবে দাবি জোরালো হওয়ায় হীরাকে আইএসএলের স্কোয়াডে নেওয়ার বিষয়টি স্প্য়ানিশ কোচের ভাবা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে শনিবার 25 মিনিটে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল ৷ লাল-হলুদ রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল করে যান 19 বছরের বিনীত ফার্নান্ডেজ। রক্ষণের ফাঁকফোকর ডুরান্ড কাপে ভুগিয়েছিল ৷ আইএসএলের প্রথম ম্যাচে তা প্রকট হল বলা যায়। হিজাজি মাহের জঘন্য খেলেছেন। দুই সাইডব্যাক মহম্মদ রাকিপ এবং লালচুংনুঙ্গাও নড়বড়ে। এই নড়বড়ে রক্ষণকে কাজে লাগিয়েই বেঙ্গালুরু দাপট দেখিয়ে গিয়েছে। একই কথা বলা যায় লাল-হলুদ আক্রমণভাগকে নিয়েও।

বিরতির পরে পিভি বিষ্ণু, আমন সিকে, মাদিহ তালাল নামার পরে ইস্টবেঙ্গলের খেলায় ঝাঁঝ বাড়ে। খেলার শেষ কুড়ি মিনিটে দাপট ছিল ইস্টবেঙ্গলের। এই সময় সহজ সুযোগ নষ্ট করেন ক্লেইটন সিলভা। তবে ব্যর্থতার মধ্যেও আশার আলো পিভি বিষ্ণু এবং আমন সিকের ভালো ফুটবল। সেকথা মাথায় রেখেই কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, "আমাদের তরুন ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছে। সদ্য কলকাতা লিগ খেলে আসায় ওদের ফিটনেস ভালো জায়গায়। ওরা যতটা পেরেছে জায়গা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু কাজে লাগাতে পারিনি। বিষয়টি দুর্ভাগ্যজনক। তবে ওদের ভালো খেলা ভবিষ্যতের জন্য ভালো দিক।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.