কলকাতা, 6 ফেব্রুয়ারি: শহরে পা দেওয়ার ছত্রিশ ঘণ্টার মধ্যে অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের নয়া স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ। বুধবার আইএসএলের দল অনুশীলন শুরু করবে। ডার্বির পর ইস্টবেঙ্গলের ম্যাচ শনিবার, নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। গুয়াহাটিতে খেলা। দল নিয়ে নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচের প্রস্তুতির আগে ভিক্টর ভাসকুয়েজকে দেখে নিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। মঙ্গলবার সকালে বিনো জর্জের অধীনে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল প্র্যাকটিস করছিল। সেই অনুশীলনেই যোগ দিলে স্প্যানিশ মিডিও ৷
সকলকে চমকে দিয়ে কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে চলে আসেন ভাসকুয়েজ। চলে আসেন কুয়াদ্রাতের দুই সহকারী এবং ফিজিয়োও। 9 নম্বর জার্সি পড়ে মাঠে নামেন নয়া স্প্যানিশ মিডফিল্ডার। 37 বছর বয়সি মিডফিল্ডারের চলাফেরায় কোনও ক্লান্তির ছাপ ছিল না। তিনি বেশিরভাগ সময়ই ফিজিয়োর অধীনে সময় কাটান। পরে অল্প সময় বল নিয়ে হালকা অনুশীলন করেন। প্রাথমিকভাবে তাঁকে ফিট বলেই মনে হয়েছে। কুয়াদ্রাতের কড়া নজরদারিতে টরেন্টো এফসি থেকে আসা স্প্যানিশ ফুটবলারটি প্র্যাকটিস করেন।
বুধবার মূল দলের সঙ্গে অনুশীলনেও তাঁকে দেখা যাবে। প্র্যাকটিস শুরু করলেও কুয়াদ্রাত ভিক্টর ভাসকুয়েজকে নামাবেন কি না, তাঁর ইঙ্গিত দেননি। তবে ডুরান্ড কাপে প্রথম ম্যাচেই জর্ডন এলসেকে শহরে পৌঁছনোর একদিনের মধ্যে নামিয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে অন্তত দু'দিন প্র্যাকটিস করার সুযোগ পাওয়া ভিক্টরকে অল্প সময়ের জন্য হলেও পরিবর্ত হিসেবে কুয়াদ্রাত ব্যবহার করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। বৃহস্পতিবার সম্ভবত কলকাতায় আসতে চলেছেন ষষ্ঠ বিদেশি স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন। আইএসএলের দ্বিতীয় পর্বে দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে চেষ্টার খামতি রাখতে নারাজ কুয়াদ্রাত।
শনিবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কার্ড সমস্যায় খেলতে পারবেন না সৌভিক চক্রবর্তী। সুস্থ থাকলেও ডার্বিতে চোট পেয়ে বেরিয়ে যাওয়া সাউল ক্রেসপো এবং মহেশ নাওরেম সিংকে ব্যবহারের বিষয়ে কুয়াদ্রাত ফের দেখে সিদ্ধান্ত নিতে চান। এই দুই ফুটবলার বেরিয়ে যাওয়ার পরেও ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছিল। তাই প্রথম পর্বে পাঁচ গোলে হারিয়ে দেওয়া নর্থ-ইস্ট ইউনাইটেডকে ফের হারাতে কুয়াদ্রাত হাতে যারা থাকবেন তাদের ওপরেই আস্থা রাখতে চাইবেন।
কারণ পারদোর পারফরম্যান্স কুয়াদ্রাতকে সাহসী করেছে। আগেই বলেছিলেন শেষ ছয়ে ঢুকে পড়তে নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচের তিন পয়েন্ট জরুরি। এদিকে রিহ্যাবের জন্য কলকাতায় পৌঁছে গেলেন হরমনজিত খাবরা। চোট সারিয়ে ফিরে আসার বার্তা ডিফেন্ডার জর্ডন এলসের। সূত্রের খবর, কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি বৃদ্ধির পথে ইস্টবেঙ্গল এফসি।
আরও পড়ুন: