ETV Bharat / sports

নন্দকে নিয়ে ধোঁয়াশা, পিছিয়ে থেকেও কলিঙ্গ থেকে পুরো পয়েন্ট পেতে মরিয়া লাল-হলুদ - Mohun Bagan Super Giant

East Bengal in Indian Super League: কলিঙ্গভূমে বৃহস্পতিবার ওড়িশা এফসি'র বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ৷ কিন্তু সেই ম্যাচে ডাগ-আউটে থাকবেন না কুয়াদ্রাত ৷ ডিফেন্সিভ লাইনে নেই হিজাজি মাহের ৷ টেবিল টপারদের বিরুদ্ধে খাতায়-কলমে পিছিয়ে থাকলেও পয়েন্ট পেতে মরিয়া লাল-হলুদ ৷ গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে নজর রাখছে মোহনবাগান সুপার জায়ান্টও ৷

Etv Bharat
East Bengal
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 3:21 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: ইস্টবেঙ্গলের অনুশীলনে ঘরে ফেরার আনন্দ । জর্ডন এলসে ফের অনুশীলনে যোগ দিলেন । সতীর্থদের উষ্ণ অভ্যর্থনায় শুরু স্প্যানিশ ডিফেন্ডারের ফিরে আসার লড়াই । চোট সারিয়ে ফিরে আসার চেষ্টায় হরমনজিৎ খাবরা এবং সাউল ক্রেসপো । দু'জনই বল নিয়ে অনুশীলন করছেন । তবে ঠিক কবে ফিরবেন তা নিয়ে পরিষ্কার ছবি তুলে ধরতে পারলেন না দিমাস দেলগাডো । কার্ড সমস্যায় এই ম্যাচে ডাগ-আউটে নেই কোচ কার্লেস কুয়াদ্রাত ।

তবে বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের চিন্তার নতুন এপিসেন্টার নন্দকুমার । ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে নন্দকুমার প্র্যাকটিস থেকে কোনও এক অজ্ঞাত কারণে বেরিয়ে গেলেন। কুয়াদ্রাতের ডেপুটি দেলগাডো দলের উঠতি প্রতিভা সায়ন বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে জানালেন, নন্দকুমারের হালকা চোট রয়েছে । সাবধানতা অবলম্বন করতে এবং বিশ্রাম দিতেই দলের স্ট্রাইকারকে প্র্যাকটিস থেকে রেহাই দেওয়া হয়েছে । আইএসএলের প্রথম ছ'য়ে জায়গা করে নিতে ওড়িশা এফসির বিরুদ্ধে জয় জরুরি । কিন্তু এই ম্যাচে কার্ড সমস্যায় হিজাজি মাহের না-থাকায় আলেকজান্ডার প্যান্টিচ-লালচুংনুঙ্গা জুটির উপর টেবিল টপারদের আক্রমণ থামানোর দায়িত্ব থাকবে। রয় কৃষ্ণা, দিয়েগো মৌরিসিও নিজেদের দিনে যে কোনও রক্ষণের কাছে দুঃস্বপ্ন । কার্ড সমস্যা মিটিয়ে মাঝমাঠে ফিরছেন আহমেদ জাহুও। ফলে ইস্টবেঙ্গলের কাজটা কঠিন ৷

East Bengal
কলিঙ্গে পিছিয়ে থেকেও পয়েন্ট পেতে মরিয়া লাল-হলুদ

হাইভোল্টেজ ম্যাচের আগে ওড়িশা এফসি তাদের সামাজিক মাধ্যমে লিখেছে, “আমরা কিছুই ভুলিনি ।” কথাটি ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে অবশ্যই সতর্কবার্তা । কারণ গত তিন বছরে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ফুটবল দ্বৈরথ গোল উৎসবে পরিণত হলেও চলতি মরশুমে ছবিটা ভিন্ন । আইএসএলে প্রথম পর্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে দু'দলের লড়াই গোলশূন্য ড্র হয়েছিল। সুপার কাপ ফাইনালে সার্জিও লোবেরার দলকে হারিয়ে ট্রফি ‘খরা’ কাটিয়েছিল ইস্টবেঙ্গল। লক্ষ্মীবারে তাই মধুর প্রতিশোধের অপেক্ষায় ওড়িশা এফসি। কিন্তু লাল-হলুদ শিবির প্রতিপক্ষ নয়, নিজেদের শক্তিতে শান দিয়েই জয়ের অভ্যাস গড়ে তুলতে চাইছে ।

এই ম্যাচের দিকে তাকিয়ে মোহনবাগান সুপার জায়ান্টও। ইস্টবেঙ্গল বৃহস্পতিবার তিন পয়েন্ট পেলে সুবিধা হবে সবুজ-মেরুনের । ড্র করলেও সুবিধাজনক জায়গায় থাকবে হাবাসরা । কিন্তু ছবিটা উলটে গেলে বেকায়দায় পড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । তাই ওড়িশা-ইস্টবেঙ্গল ম্যাচে আগ্রহ তুঙ্গে থাকবে মোহনবাগানেরও। ডাগ-আউটে কার্ড সমস্যায় কুয়াদ্রাত থাকবেন না । তবে দলের প্রস্তুতিতে কড়া নজর তাঁর । প্র্যাকটিসে ডেপুটির সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল। মাঠের মাঝে দাঁড়িয়ে মহেশ নাওরেম সিং এবং শৌভিক চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন স্প্যানিশ হেডস্যর। সাংবাদিক সম্মেলনেও সবার পেছনে বসে দেলগাডোর প্রেস কনফারেন্স শুনলেন । সুপার কাপ ক্যাবিনেটে ঢোকার পরেও ইস্টবেঙ্গলের খেলায় ধারাবাহিকতার অভাব। পারফরম্যান্সের এই চড়াই-উতরাই এবং সুযোগ নষ্ট সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। প্রফেসরের ডেপুটি বলছেন, তাঁরা বিষয়টি নিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। পেশাদার ফুটবলার হিসেবে পরিস্থিতির গুরুত্ব সকলেই জানেন। তাই তাঁরা তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে তৈরি ।

আরও পড়ুন:

  1. 15 লক্ষ টাকা পুরস্কার পেলেন ক্লেইটনরা, 12 বছর পর ট্রফি পেয়ে উৎসব লাল-হলুদ তাঁবুতে
  2. লাল-হলুদকে ক্রীড়ামন্ত্রীর আশ্বাস, জনগর্জন সভার দিন যুবভারতীতেই ফিরতি বড় ম্যাচ
  3. ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে ফের বিস্ফোরক কুয়াদ্রাত

কলকাতা, 28 ফেব্রুয়ারি: ইস্টবেঙ্গলের অনুশীলনে ঘরে ফেরার আনন্দ । জর্ডন এলসে ফের অনুশীলনে যোগ দিলেন । সতীর্থদের উষ্ণ অভ্যর্থনায় শুরু স্প্যানিশ ডিফেন্ডারের ফিরে আসার লড়াই । চোট সারিয়ে ফিরে আসার চেষ্টায় হরমনজিৎ খাবরা এবং সাউল ক্রেসপো । দু'জনই বল নিয়ে অনুশীলন করছেন । তবে ঠিক কবে ফিরবেন তা নিয়ে পরিষ্কার ছবি তুলে ধরতে পারলেন না দিমাস দেলগাডো । কার্ড সমস্যায় এই ম্যাচে ডাগ-আউটে নেই কোচ কার্লেস কুয়াদ্রাত ।

তবে বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের চিন্তার নতুন এপিসেন্টার নন্দকুমার । ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে নন্দকুমার প্র্যাকটিস থেকে কোনও এক অজ্ঞাত কারণে বেরিয়ে গেলেন। কুয়াদ্রাতের ডেপুটি দেলগাডো দলের উঠতি প্রতিভা সায়ন বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে জানালেন, নন্দকুমারের হালকা চোট রয়েছে । সাবধানতা অবলম্বন করতে এবং বিশ্রাম দিতেই দলের স্ট্রাইকারকে প্র্যাকটিস থেকে রেহাই দেওয়া হয়েছে । আইএসএলের প্রথম ছ'য়ে জায়গা করে নিতে ওড়িশা এফসির বিরুদ্ধে জয় জরুরি । কিন্তু এই ম্যাচে কার্ড সমস্যায় হিজাজি মাহের না-থাকায় আলেকজান্ডার প্যান্টিচ-লালচুংনুঙ্গা জুটির উপর টেবিল টপারদের আক্রমণ থামানোর দায়িত্ব থাকবে। রয় কৃষ্ণা, দিয়েগো মৌরিসিও নিজেদের দিনে যে কোনও রক্ষণের কাছে দুঃস্বপ্ন । কার্ড সমস্যা মিটিয়ে মাঝমাঠে ফিরছেন আহমেদ জাহুও। ফলে ইস্টবেঙ্গলের কাজটা কঠিন ৷

East Bengal
কলিঙ্গে পিছিয়ে থেকেও পয়েন্ট পেতে মরিয়া লাল-হলুদ

হাইভোল্টেজ ম্যাচের আগে ওড়িশা এফসি তাদের সামাজিক মাধ্যমে লিখেছে, “আমরা কিছুই ভুলিনি ।” কথাটি ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে অবশ্যই সতর্কবার্তা । কারণ গত তিন বছরে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ফুটবল দ্বৈরথ গোল উৎসবে পরিণত হলেও চলতি মরশুমে ছবিটা ভিন্ন । আইএসএলে প্রথম পর্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে দু'দলের লড়াই গোলশূন্য ড্র হয়েছিল। সুপার কাপ ফাইনালে সার্জিও লোবেরার দলকে হারিয়ে ট্রফি ‘খরা’ কাটিয়েছিল ইস্টবেঙ্গল। লক্ষ্মীবারে তাই মধুর প্রতিশোধের অপেক্ষায় ওড়িশা এফসি। কিন্তু লাল-হলুদ শিবির প্রতিপক্ষ নয়, নিজেদের শক্তিতে শান দিয়েই জয়ের অভ্যাস গড়ে তুলতে চাইছে ।

এই ম্যাচের দিকে তাকিয়ে মোহনবাগান সুপার জায়ান্টও। ইস্টবেঙ্গল বৃহস্পতিবার তিন পয়েন্ট পেলে সুবিধা হবে সবুজ-মেরুনের । ড্র করলেও সুবিধাজনক জায়গায় থাকবে হাবাসরা । কিন্তু ছবিটা উলটে গেলে বেকায়দায় পড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । তাই ওড়িশা-ইস্টবেঙ্গল ম্যাচে আগ্রহ তুঙ্গে থাকবে মোহনবাগানেরও। ডাগ-আউটে কার্ড সমস্যায় কুয়াদ্রাত থাকবেন না । তবে দলের প্রস্তুতিতে কড়া নজর তাঁর । প্র্যাকটিসে ডেপুটির সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল। মাঠের মাঝে দাঁড়িয়ে মহেশ নাওরেম সিং এবং শৌভিক চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন স্প্যানিশ হেডস্যর। সাংবাদিক সম্মেলনেও সবার পেছনে বসে দেলগাডোর প্রেস কনফারেন্স শুনলেন । সুপার কাপ ক্যাবিনেটে ঢোকার পরেও ইস্টবেঙ্গলের খেলায় ধারাবাহিকতার অভাব। পারফরম্যান্সের এই চড়াই-উতরাই এবং সুযোগ নষ্ট সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। প্রফেসরের ডেপুটি বলছেন, তাঁরা বিষয়টি নিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। পেশাদার ফুটবলার হিসেবে পরিস্থিতির গুরুত্ব সকলেই জানেন। তাই তাঁরা তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে তৈরি ।

আরও পড়ুন:

  1. 15 লক্ষ টাকা পুরস্কার পেলেন ক্লেইটনরা, 12 বছর পর ট্রফি পেয়ে উৎসব লাল-হলুদ তাঁবুতে
  2. লাল-হলুদকে ক্রীড়ামন্ত্রীর আশ্বাস, জনগর্জন সভার দিন যুবভারতীতেই ফিরতি বড় ম্যাচ
  3. ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে ফের বিস্ফোরক কুয়াদ্রাত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.