ETV Bharat / sports

আমরা নয়া অধ্যায় লিখব ! হুংকার লাল-হলুদ কোচের

ঘুরে দাঁড়ানোর মেজাজ এখন ইস্টবেঙ্গল জুড়ে । ‘‘ওড়িশা ম্যাচ আমাদের ধারাবাহিকতা দেখানোর ম্যাচ । আশা করি নতুন অধ্যায় আমরা লিখব ।’’ হুংকার অস্কার ব্রুঁজোর ৷

East Bengal Coach Oscar Bruzon
হুংকার লাল-হলুদ কোচের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

কলকাতা, 11 ডিসেম্বর: হ্যামস্ট্রিংয়ে চোট । ছিটকে গিয়েছেন সাউল ক্রেসপো । দিমিত্রিয়স দিয়ামান্তাকোসও চোটে কাবু । প্রভাত লাকড়া, নন্দকুমারও চোটের তালিকায় । ওড়িশা এফসি ম্যাচের আগে চোট-আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল । অল্প হলেও আশার আলো হেক্টর ইউস্তেকে ঘিরে । স্প্যানিশ ডিফেন্ডার সম্পূর্ণ ফিট না-হলেও পরিবর্ত হিসেবে নামতে পারেন ।

প্রথম একাদশের পাঁচ ফুটবলারকে না-পাওয়া নিয়ে হতাশা কোচ অস্কার ব্রুঁজোর মধ্যে রয়েছে । তবে তা নিয়ে আক্ষেপ করতে নারাজ । বরং কঠিন পরিস্থিতির মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন । সেভাবেই দলকে উদ্বুদ্ধ করেছেন । ব্রুঁজো বলেন, “আমি কোনও অজুহাত খাড়া করছি না । এই পরিস্থিতি ভারতীয় ফুটবলারদের সামনে বড় সুযোগ । ছেলেরা পরিস্থিতি বুঝতে পেরেছে । তা প্রমাণ করতে চায় । গত সপ্তাহে আমাদের ভালো গিয়েছে । আশাকরি এই সপ্তাহটাও ভালো যাবে । আমরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারব ৷”

ঘুরে দাঁড়ানোর মেজাজ এখন ইস্টবেঙ্গল জুড়ে (ইটিভি ভারত)

প্রথম একাদশের পাঁচ ফুটবলারকে না-পাওয়া যেকোনও কোচের কাছেই বড় সমস্যা । তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আইএসএলের শেষ তিনটি ম্যাচে ইস্টবেঙ্গল অপরাজিত । আইএসএলের এই পর্যায়ে ওড়িশা এফসি ম্যাচটি গুরুত্বপূর্ণ । প্রতিপক্ষের বদলে যাওয়া ছবি নজর এড়ায়নি সের্জিও লোবেরোর । তিনি বলছেন, “ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে যে জায়গায় এখন রয়েছে তা ওদের সঠিক অবস্থান নয় । ওরা ঘুরে দাঁড়াচ্ছে । বৃহস্পতিবারের ম্যাচটি তাই সহজ হবে না ।”

ঘুরে দাঁড়ানোর মেজাজ এখন ইস্টবেঙ্গল জুড়ে । ক্লেইটন সিলভা বলছেন, “আমরা পুরো পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী । কঠিন লড়াই হবে ।”
আহমেদ জাহু, মুর্তাদা ফল, দিয়েগো মৌরিসিও, হুগো বুমোস সমৃদ্ধ ওড়িশা এফসি যেকোনও দলের কাছেই দুঃস্বপ্ন । বিষয়টি সাংবাদিক সম্মেলনে উঠতেই অস্কার ব্রুঁজো জানিয়েছেন, তাঁর দল তৈরি । লাল-হলুদের চাণক্য বলছেন, “নর্থইস্ট ইউনাইটেড এখানে 21টা গোল করে খেলতে এসেছিল । আমাদের বিরুদ্ধে গোল করতে পারেনি । ওড়িশা ম্যাচ আমাদের ধারাবাহিকতা দেখানোর ম্যাচ । আশা করি নতুন অধ্যায় আমরা লিখব ।’’

আরও পড়ুন

কলকাতা, 11 ডিসেম্বর: হ্যামস্ট্রিংয়ে চোট । ছিটকে গিয়েছেন সাউল ক্রেসপো । দিমিত্রিয়স দিয়ামান্তাকোসও চোটে কাবু । প্রভাত লাকড়া, নন্দকুমারও চোটের তালিকায় । ওড়িশা এফসি ম্যাচের আগে চোট-আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল । অল্প হলেও আশার আলো হেক্টর ইউস্তেকে ঘিরে । স্প্যানিশ ডিফেন্ডার সম্পূর্ণ ফিট না-হলেও পরিবর্ত হিসেবে নামতে পারেন ।

প্রথম একাদশের পাঁচ ফুটবলারকে না-পাওয়া নিয়ে হতাশা কোচ অস্কার ব্রুঁজোর মধ্যে রয়েছে । তবে তা নিয়ে আক্ষেপ করতে নারাজ । বরং কঠিন পরিস্থিতির মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন । সেভাবেই দলকে উদ্বুদ্ধ করেছেন । ব্রুঁজো বলেন, “আমি কোনও অজুহাত খাড়া করছি না । এই পরিস্থিতি ভারতীয় ফুটবলারদের সামনে বড় সুযোগ । ছেলেরা পরিস্থিতি বুঝতে পেরেছে । তা প্রমাণ করতে চায় । গত সপ্তাহে আমাদের ভালো গিয়েছে । আশাকরি এই সপ্তাহটাও ভালো যাবে । আমরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারব ৷”

ঘুরে দাঁড়ানোর মেজাজ এখন ইস্টবেঙ্গল জুড়ে (ইটিভি ভারত)

প্রথম একাদশের পাঁচ ফুটবলারকে না-পাওয়া যেকোনও কোচের কাছেই বড় সমস্যা । তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আইএসএলের শেষ তিনটি ম্যাচে ইস্টবেঙ্গল অপরাজিত । আইএসএলের এই পর্যায়ে ওড়িশা এফসি ম্যাচটি গুরুত্বপূর্ণ । প্রতিপক্ষের বদলে যাওয়া ছবি নজর এড়ায়নি সের্জিও লোবেরোর । তিনি বলছেন, “ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে যে জায়গায় এখন রয়েছে তা ওদের সঠিক অবস্থান নয় । ওরা ঘুরে দাঁড়াচ্ছে । বৃহস্পতিবারের ম্যাচটি তাই সহজ হবে না ।”

ঘুরে দাঁড়ানোর মেজাজ এখন ইস্টবেঙ্গল জুড়ে । ক্লেইটন সিলভা বলছেন, “আমরা পুরো পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী । কঠিন লড়াই হবে ।”
আহমেদ জাহু, মুর্তাদা ফল, দিয়েগো মৌরিসিও, হুগো বুমোস সমৃদ্ধ ওড়িশা এফসি যেকোনও দলের কাছেই দুঃস্বপ্ন । বিষয়টি সাংবাদিক সম্মেলনে উঠতেই অস্কার ব্রুঁজো জানিয়েছেন, তাঁর দল তৈরি । লাল-হলুদের চাণক্য বলছেন, “নর্থইস্ট ইউনাইটেড এখানে 21টা গোল করে খেলতে এসেছিল । আমাদের বিরুদ্ধে গোল করতে পারেনি । ওড়িশা ম্যাচ আমাদের ধারাবাহিকতা দেখানোর ম্যাচ । আশা করি নতুন অধ্যায় আমরা লিখব ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.