কলকাতা, 23 সেপ্টেম্বর: আইএসএলের প্রথম দু'ম্যাচে হারের পর সমালোচনায় বিদ্ধ ইস্টবেঙ্গল। কোচ এবং ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে নির্দয়ভাবে কাটাছেঁড়া চলছে লাল-হলুদ জনতার দরবারে। খাতায়-কলমে ভালো দল গড়েও মরশুমের প্রথম দিন থেকে দলের হোঁচট খাওয়া মানতে পারছেন না অনুরাগীরা। অবস্থা এমন বেগতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, জোরালো হচ্ছে কোচ বদলের হাওয়া ৷ কুয়াদ্রাতকে সময় বেঁধে দেওয়া হতে পারেও বলে শোনা যাচ্ছে ৷ সেক্ষেত্রে হয়তো 27 সেপ্টেম্বর ঘরের মাঠে এফসি গোয়া ম্য়াচই ডেডলাইন হতে যাচ্ছে 'প্রফেসর'-এর কাছে ৷
এত ভালো দল গড়েও ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে ফারাক গড়ছে কোথায়? এ প্রসঙ্গে বলতে গিয়ে ক্ষুব্ধ লাল-হলুদের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ ৷ তিনি বলেন, "দলটা আনফিট। সত্তর মিনিটের পর পুরো দলটাই দাঁড়িয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গল এবছর সবার আগে প্রস্তুতিতে নেমেছে। ফিটনেস ট্রেনার তাহলে কী করেছেন। প্রভসুখন গিল প্রথম থেকেই নড়বড়ে। এফসি গোয়ার বিরুদ্ধে দেবজিৎকে খেলানো উচিত। নন্দকুমারকে বুঝতে হবে দল তাঁর থেকে কী চাইছে। গতবছরে শেষের দিকের কয়েকটি ম্যাচ থেকেই নন্দ ছন্দে ছিল না। যা এখনও চলছে।"
FT | Defeat in Kochi. 💔#KBFCEBFC pic.twitter.com/TwNXRF2Ipr
— East Bengal FC (@eastbengal_fc) September 22, 2024
কুয়াদ্রাতের স্ট্র্য়াটেজিরও কড়া সমালোচনা প্রাক্তনীর গলায় ৷ দেবজিৎ বলছেন, "কুয়াদ্রাতকে কেমন অগোছালো মনে হচ্ছে। গ্যালারির কাছে গিয়ে হাততালি দিয়ে এবার পার পাওয়া যাবে না। ম্যানেজমেন্টকেও কোচের সঙ্গে বসতে হবে।" আইএসএলের প্রথম দু'ম্যাচ হেরে লাল-হলুদ কোচও বুঝতে পারছেন পরিস্থিতি তাঁর পক্ষে স্বস্তির নয়।
কুয়াদ্রাত রবিবার ম্য়াচের পর বলেন, "দলের বোঝাপড়া গড়ে তুলতে সময় লাগছে। লিগ যত এগোবে বোঝাপড়া উন্নতি হবে। আমরা তত ভালো খেলব।" কেরালা ম্যাচের ভুলত্রুটি দেখে কোথায় উন্নতি দরকার, তা বোঝা গিয়েছে বলে জানিয়েছেন স্প্যানিয়ার্ড। শেষপর্যন্ত একই বুলি আওড়ে লম্বা লিগে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন কুয়াদ্রাত। তবে সূত্রের খবর, কোচি থেকে ফেরার পর সোমেই হয়তো কোচের সঙ্গে আলোচনায় বসছে ম্য়ানেজমেন্ট ৷ যা খুব একটা ভালো ইঙ্গিত নয় ৷