ETV Bharat / sports

ডার্বি জয়ের আনন্দে বিনো, রেফারিং নিয়ে বিস্ফোরক লাল-হলুদ শীর্ষকর্তা - Centenary Kolkata Derby

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 9:35 PM IST

East Bengal Win Kolkata Derby: শতবর্ষের কলকাতা ডার্বির জয়ের আনন্দে মেতে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ ৷ মাঠে দর্শক উপস্থিতি না থাকলেও, কলকাতা লিগে ডার্বি জয়ের হ্যাটট্রিকের আনন্দে মেতে তিনি ৷ তবে, ডার্বি জয়ের আবহেও রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন দেবব্রত সরকার ৷

ETV BHARAT
কলকাতা লিগের ডার্বি জয় ইস্টবেঙ্গলের ৷ (ছবি- ইস্টবেঙ্গল টুইটার)

কলকাতা, 13 জুলাই: ডার্বি জিতে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়ের হ্যাটট্রিক ৷ তবে, শতবর্ষের প্রথম ডার্বিতে মেরেকেটে হাজার পনেরো দর্শক উপস্থিত ছিলেন শনিবারের যুবভারতীতে ৷ তবে, দর্শক সংখ্যা নিয়ে মাথা ঘামানোর চেয়ে, জয়ের আনন্দে মেতে ইস্টবেঙ্গল দল ৷

লাল-হলুদে ডার্বি জয়ের আনন্দ (ইটিভি ভারত)

ম্যাচের সেরা পিভি বিষ্ণুকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানিয়েছেন, গোল সংখ্যা বাড়তে পারত ৷ তবে, প্রথমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনভিজ্ঞ খেলোয়াড়রা মাঠ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে, জয় তুলে নিয়ে আসায় খুশি তিনি ৷ ফুটবলার হিসেবে বিনো জর্জ মোট ছ’টি ডার্বি খেলেছেন ৷ কোচ হিসেবে প্রথম ডার্বিতে নেমে জয় তুলে নেওয়ার কৃতিত্ব ফুটবলারদের দিতে চান তিনি ৷ পুরো নব্বই মিনিট জুড়ে একাধিক সুযোগ তৈরি হলেও, গোল সংখ্যা মাত্র দুই ৷

বিনো জর্জ বলছেন, ডার্বি শুধু ফুটবল ম্যাচ নয়, যুদ্ধ ৷ তাই প্রতিপক্ষকে কঠিন লড়াইয়ে ফেলতে দেখে খুশি ৷ প্রথমার্ধে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল ৷ দ্বিতীয়ার্ধে দুই গোল ৷ বিরতিতে ফুটবলারদের সুযোগ তৈরি করার উপদেশ দিয়েছিলেন ৷ সঙ্গে তাড়াহুড়ো করতে বারণ করেছিলেন ৷ কোচের নির্দেশ মেনে ফুটবলাররা যে সফল, তা স্কোরবোর্ডে প্রমাণ ৷ ডার্বি জিতলেও লিগ হাতের মুঠোয় বলতে রাজি নন ৷ কারণ, কলকাতা লিগ কঠিনতম লিগ ৷ সেখানে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিনো জর্জ ৷ তাই ধাপে এগোতে চান ৷ রেফারিং নিয়ে কোনও বিরূপ মন্তব্য করতে রাজি নন ৷ ম্যাচের সেরা পিভি বিষ্ণু জানিয়েছেন ডার্বিতে গোল করে খুশি ৷ গোলটি তিনি পরিবারকে উৎসর্গ করেছেন ৷

তবে, রেফারিং নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় কতটা ডার্বির চ্যালেঞ্জ সামলাতে দক্ষ, তা নিয়ে সন্দিহান তিনি ৷ ভবিষ্যতে ইস্টবেঙ্গলের ম্যাচ প্রাঞ্জলকে না-দেওয়ার ব্যাপারে সরব হবেন বলে জানিয়েছেন দেবব্রত ৷ ডার্বি দলের উদীয়মান ফুটবলাররা ছিনিয়ে নিয়ে এসেছে দেখে খুশি তিনি ৷ বেশ কয়েকজন ফুটবলারকে সিনিয়র দলে ভবিষ্যতে দেখা যাবে বলে আশাবাদী ৷

গোকুলাম কেরল থেকে একজন ভালো মানের স্ট্রাইকার নিয়ে আসার কথা ছিল ইস্টবেঙ্গলের ৷ কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না ৷ কারণ, গোকুলাম ফুটবলার ছাড়েনি ৷ তবে, শীঘ্রই বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার আসছে লাল-হলুদে ৷ এখন সবার নজর আনোয়ার আলির দলবদলের দিকে ৷ ভারতীয় ডিফেন্ডার নাকি লাল-হলুদে সই করেছেন ৷ দেবব্রত সরকার বলছেন, পুরো বিষয়টি দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের বিষয় ৷ তাদের কোনও ভূমিকা নেই ৷

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ ডেজি কার্ডেজো বলেছেন, দীপেন্দু বিশ্বাসের চোট পেয়ে বেরিয়ে যাওয়া এবং রক্ষণের দু’টো ভুলে জয় হাতছাড়া হয়েছে ৷ তিন ম্যাচে দুই পয়েন্ট সবুজ-মেরুনের ৷ কোচের আশ্বাস, তাঁরা ঘুরে দাঁড়াবেন দ্রুত ৷

কলকাতা, 13 জুলাই: ডার্বি জিতে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়ের হ্যাটট্রিক ৷ তবে, শতবর্ষের প্রথম ডার্বিতে মেরেকেটে হাজার পনেরো দর্শক উপস্থিত ছিলেন শনিবারের যুবভারতীতে ৷ তবে, দর্শক সংখ্যা নিয়ে মাথা ঘামানোর চেয়ে, জয়ের আনন্দে মেতে ইস্টবেঙ্গল দল ৷

লাল-হলুদে ডার্বি জয়ের আনন্দ (ইটিভি ভারত)

ম্যাচের সেরা পিভি বিষ্ণুকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানিয়েছেন, গোল সংখ্যা বাড়তে পারত ৷ তবে, প্রথমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনভিজ্ঞ খেলোয়াড়রা মাঠ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে, জয় তুলে নিয়ে আসায় খুশি তিনি ৷ ফুটবলার হিসেবে বিনো জর্জ মোট ছ’টি ডার্বি খেলেছেন ৷ কোচ হিসেবে প্রথম ডার্বিতে নেমে জয় তুলে নেওয়ার কৃতিত্ব ফুটবলারদের দিতে চান তিনি ৷ পুরো নব্বই মিনিট জুড়ে একাধিক সুযোগ তৈরি হলেও, গোল সংখ্যা মাত্র দুই ৷

বিনো জর্জ বলছেন, ডার্বি শুধু ফুটবল ম্যাচ নয়, যুদ্ধ ৷ তাই প্রতিপক্ষকে কঠিন লড়াইয়ে ফেলতে দেখে খুশি ৷ প্রথমার্ধে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল ৷ দ্বিতীয়ার্ধে দুই গোল ৷ বিরতিতে ফুটবলারদের সুযোগ তৈরি করার উপদেশ দিয়েছিলেন ৷ সঙ্গে তাড়াহুড়ো করতে বারণ করেছিলেন ৷ কোচের নির্দেশ মেনে ফুটবলাররা যে সফল, তা স্কোরবোর্ডে প্রমাণ ৷ ডার্বি জিতলেও লিগ হাতের মুঠোয় বলতে রাজি নন ৷ কারণ, কলকাতা লিগ কঠিনতম লিগ ৷ সেখানে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিনো জর্জ ৷ তাই ধাপে এগোতে চান ৷ রেফারিং নিয়ে কোনও বিরূপ মন্তব্য করতে রাজি নন ৷ ম্যাচের সেরা পিভি বিষ্ণু জানিয়েছেন ডার্বিতে গোল করে খুশি ৷ গোলটি তিনি পরিবারকে উৎসর্গ করেছেন ৷

তবে, রেফারিং নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় কতটা ডার্বির চ্যালেঞ্জ সামলাতে দক্ষ, তা নিয়ে সন্দিহান তিনি ৷ ভবিষ্যতে ইস্টবেঙ্গলের ম্যাচ প্রাঞ্জলকে না-দেওয়ার ব্যাপারে সরব হবেন বলে জানিয়েছেন দেবব্রত ৷ ডার্বি দলের উদীয়মান ফুটবলাররা ছিনিয়ে নিয়ে এসেছে দেখে খুশি তিনি ৷ বেশ কয়েকজন ফুটবলারকে সিনিয়র দলে ভবিষ্যতে দেখা যাবে বলে আশাবাদী ৷

গোকুলাম কেরল থেকে একজন ভালো মানের স্ট্রাইকার নিয়ে আসার কথা ছিল ইস্টবেঙ্গলের ৷ কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না ৷ কারণ, গোকুলাম ফুটবলার ছাড়েনি ৷ তবে, শীঘ্রই বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার আসছে লাল-হলুদে ৷ এখন সবার নজর আনোয়ার আলির দলবদলের দিকে ৷ ভারতীয় ডিফেন্ডার নাকি লাল-হলুদে সই করেছেন ৷ দেবব্রত সরকার বলছেন, পুরো বিষয়টি দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের বিষয় ৷ তাদের কোনও ভূমিকা নেই ৷

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ ডেজি কার্ডেজো বলেছেন, দীপেন্দু বিশ্বাসের চোট পেয়ে বেরিয়ে যাওয়া এবং রক্ষণের দু’টো ভুলে জয় হাতছাড়া হয়েছে ৷ তিন ম্যাচে দুই পয়েন্ট সবুজ-মেরুনের ৷ কোচের আশ্বাস, তাঁরা ঘুরে দাঁড়াবেন দ্রুত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.