চেন্নাই, 7 ডিসেম্বর: দুরন্ত ইস্টবেঙ্গল ৷ নর্থইস্ট ম্যাচ থেকে যেন বদলে গিয়েছে লাল-হলুদ ৷ মোহনবাগান এফসি-র বিরুদ্ধে চেন্নাইয়িন এফসির খেলা দেখে হোমওয়ার্ক সেরে নিয়েছিলেন হেডস্যার অস্কার ব্রুঁজো । প্রথমার্ধে চেন্নাইয়িন এফসি’র আক্রমণ সামলে মরশুমের দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল ৷ যদিও সুখের দিনে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরও অনাবশ্যক হলুদ কার্ড দেখলেন অধিনায়ক সাউল ক্রেসপো ৷ ফলে ওড়িশা এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাবে না লাল-হলুদ ৷
পরিবর্ত ক্লেইটন সিলভা, মহেশ নওরেম সিং, সাউল ক্রেসপো এবং পিভি বিষ্ণু । চারমূর্তির পাসিংয়ে ভাঙে চেন্নাইয়িন এফসির রক্ষণ । মরশুমের তিন নম্বর গোলটি ইস্টবেঙ্গলের জার্সিতে করে ফেললেন বিষ্ণু । তরুণ উইঙ্গার গত মরশুম থেকেই নজর কেড়েছেন । চলতি মরসুমে কোচের অটোমেটিক চয়েস হয়ে উঠতে চলেছেন । নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কার্যত একাই প্রতিপক্ষকে ফুঁড়ে দিয়েছিলেন । চেন্নাইয়িনের বিরুদ্ধেও অক্লান্ত দৌড়লেন । গোল এল তার পা থেকে । পরিবর্ত জিকসনের গোলে চেন্নাই এক্সপ্রেস বেলাইন করার কাজটা করে দিল লাল-হলুদ ।
ALL IN FOR EAST BENGAL! ❤️💛#JoyEastBengal #ISL #CFCEBFC pic.twitter.com/i4w3f14wBB
— East Bengal FC (@eastbengal_fc) December 7, 2024
রক্ষণ সামলে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল নিয়েছিলেন অস্কার ব্রুঁজো । 4-5-1 ছকে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস একমাত্র স্ট্রাইকার । বিরতির আগে এই ছকে ইস্টবেঙ্গল যে প্রচুর সুযোগ তৈরি করেছে তা নয় । বরং চিমাচুকু সফল হলে নামের পাশে একাধিক গোল থাকত । তবে তাঁর ব্যর্থতার পেছনে লাল-হলুদ রক্ষণের কৃতিত্ব অস্বীকার করা যাবে না । এএফসি চ্যালেঞ্জ লিগ থেকেই ইস্টবেঙ্গল রক্ষণ অক্ষত । শনিবার চেন্নাইয়ের মাটিতে অপরিবর্তিত ।
বিরতির পরে খেলায় বদল নিয়ে আসেন অস্কার । তিন মিনিটের মধ্যে দিয়ামান্তাকোসকে তুলে ক্লেইটন সিলভাকে নামান । এই বদলের কারণ কী তা প্রাথমিকভাবে বোঝা যায়নি । তবে বর্ষীয়াণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার অতীতের ছায়ামাত্র । ম্যাচের সেরা বিষ্ণুর গোলের ক্ষেত্রে আক্রমণ তাঁর পা থেকে শুরু হয়েছিল । তাছাড়া একটি সুযোগ নষ্ট করা ছাড়া কিছুই করতে পারেননি ।
দল এগিয়ে যাওয়ার পরে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান ক্রেসপো । পরিবর্ত হিসেবে মাঠে নেমে ফুল ফোটালেন জিকসন সিং । 83 মিনিটে বক্সের বাইরে থেকে অনবদ্য শটে দলের দ্বিতীয় গোল । শৌভিকের সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষ আক্রমণকেও রুখলেন ।
পরপর দু’টো জয় ইস্টবেঙ্গলের । আইএসএলে এই কৃতিত্ব তাদের এর আগে রয়েছে মাত্র একবার । একই সঙ্গে ভারতীয় ফুটবলারদের গোলে জয়ের ছবি আইএসএলে খুব কম । আইএসএলে প্রথম জয় তুলে নেওয়ার পর ইস্টবেঙ্গল কোচ শুধুই সামনে এগোনোর কথা বলেছিলেন ৷ সেটা মাঠে কাজেও করে দেখাল তাঁর দল ৷ লক্ষ্য বড় রেখে উপরে ওঠাই পাখির চোখ ছিল ইস্টবেঙ্গলের ৷ অ্যাওয়ে ম্যাচে মারিয়া মাচানস ‘বধ’ করে সেই লক্ষ্যে সফল তারা ৷ মাত্র চার পয়েন্ট নিয়ে সবার নিচে ছিল লাল-হলুদ ব্রিগেড ৷ পরপর দু’জয়ে একলাফে 11 নম্বরে উঠে এলেন শৌভিক চক্রবর্তীরা ৷