কলকাতা, 13 জুলাই: শতবর্ষের প্রথম ডার্বিতে বাজিমাত ইস্টবেঙ্গলের। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে 2-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের গোলদাতা পিভি বিষ্ণু ও জেসিন টিকে । 77 মিনিটে নিজেদের ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন। দশজনের ইস্টবেঙ্গলকে পেয়ে ব্যবধান কমালেও ফলাফল নিজেদের দখলে আনতে পারেনি সবুজ-মেরুন ৷ সেইসঙ্গে চলতি লিগে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল বিনো জর্জের ছেলেরা ৷
চলতি কলকাতা লিগে তিন প্রধানের মধ্যে ইস্টবেঙ্গল সবচেয়ে গোছানো। তার জন্য কৃতিত্ব দিতে হবে কোচ বিনো জর্জকে। দেশের প্রতিভাবান ফুটবলারদের খুঁজে নিয়ে এসে লাল হলুদের ডেভলপমেন্ট দলে খেলাচ্ছেন। যা সাপ্লাই লাইন হয়ে উঠছে সিনিয়র দলের। প্রথমার্ধে যদিও এদিন কোনও গোল হয়নি। তবে দাপট ছিল ইস্টবেঙ্গলেরই। দুই মিনিটে তন্ময় ঘোষ সহজ সুযোগ নষ্ট করেন। এরপর সহজ সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন পিভি বিষ্ণু।
বিরতির পর সায়ন বন্দ্যোপাধ্যায়, জেসিন টিকে, সার্থক গোলুই নামতে খেলায় দাপট বাড়ে ইস্টবেঙ্গলের। 51 মিনিটে সার্থক গলুইয়ের ভাসানো বল ধরে বক্সের মধ্যে অসাধারণ ট্র্যাপ করেন বিষ্ণু ৷ এরপর সবুজ-মেরুন রক্ষণকে বোকা বানিয়ে গোল করে যান দক্ষিণী ফুটবলার। এরপর 64 মিনিটে আমন সিকে'র পাস থেকে জেসিন টিকে'র গোল ব্যবধান বাড়ায়। গোল আরও বাড়ত যদি লাল-হলুদ ফুটবলাররা সহজ সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হতেন।
দেখ কেমন লাগে! 😉#JoyEastBengal #EmamiEastBengal #KolkataDerby pic.twitter.com/8rsKelEflM
— East Bengal FC (@eastbengal_fc) July 13, 2024
ইস্টবেঙ্গল দশজন হয়ে যাওয়ার পর মোহনবাগান টানা আক্রমণ শানাতে থাকে। কিন্তু সেই আক্রমণ এত পরিকল্পনাহীন যে মোহনবাগান সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি। অতিরিক্ত সময়ে ব্যবধান কমান সুহেল ভাট। কিন্তু লাল-হলুদের শতবর্ষের প্রথম ডার্বি জয়ের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়নি ৷ ইস্টবেঙ্গল জয়ের হ্যাটট্রিক করলেও লিগে তিন ম্যাচে জয়ের দেখা নেই মোহনবাগানের ৷