ETV Bharat / sports

‘রোহিতের ফোনেই বদলে গিয়েছিল সবকিছু’, বানপ্রস্থে যাওয়ার আগে জানালেন দ্রাবিড় - DRAVID GRATEFUL TO ROHIT SHARMA

Rahul Dravid on Rohit Sharma: রোহিত শর্মার কাছে কৃতজ্ঞ রাহুল দ্রাবিড় ৷ মেয়াদ শেষের পর অধিনায়কের অনুরোধেই ফের হেডস্যরের চেয়ারে থেকে গিয়েছিলেন ‘দ্য ওয়াল’ ৷ না-হলে বিশ্বকাপ অধরাই থেকে যেত রাহুলের ৷

India win T20 World Cup
রাহুল দ্রাবিড় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 8:48 AM IST

বার্বাডোজ, 3 জুলাই: গতবছর ঘরের মাটিতে বিশ্বকাপ ফাইনাল হারের পর রোহিত শর্মা ফোন না-করলে হয়তো বার্বাডোজে টি-20 বিশ্বজয়ের শরিক হওয়া হত না রাহুল শরদ দ্রাবিড়ের ৷ গতবছর বিশ্বকাপ হারের পরই কোচের পদ মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 'দ্য ওয়াল'-এর ৷ কিন্তু রোহিতের অনুরোধেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ শনিবার বিশ্বজয়ের পর সাজঘরে ফেয়ারওয়েল বার্তায় জানালেন রাহুল ৷ সোশাল মিডিয়ায় তাঁর সেই বার্তা শেয়ার করা হয়েছে বিসিসিআই'য়ের তরফে ৷

গতবছর ওয়ান-ডে বিশ্বকাপের ফাইনালে হারের সঙ্গেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় দলের অন্যান্য কোচিং স্টাফেদের ৷ কিন্তু পরবর্তীতে আলোচনা টি-20 বিশ্বকাপ পর্যন্ত কোচিং স্টাফদের মেয়াদ বৃদ্ধি করে বিসিসিআই ৷ যার নেপথ্যে অবশ্যই রোহিত শর্মা ৷ এই বিষয়ে ফেয়ারওয়েল বার্তায় রোহিত শর্মাকে উদ্দেশ্য করে রাহুল বলেন, "রো, তোমায় ধন্যবাদ নভেম্বরে আমাকে কল করে কোচিং চালিয়ে যেতে বলার জন্য ৷"

ফেয়ারওয়েল বার্তায় রোহিতকে নিয়ে আলাদা করে রাহুল আরও বলেন, "তোমাদের সকলের সঙ্গে কাজ করা আমার কাছে অত্যন্ত সম্মান এবং আনন্দের ৷ কিন্তু রো তোমাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ৷ এমন অনেক সময় যায় যখন একসঙ্গে আড্ডা দিতে হয় ৷ কোচ এবং অধিনায়কের অনেক ক্ষেত্রে মতের মিল হয়, অনেক ক্ষেত্রে হয় না ৷ একসঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে ৷"

সাদা বলের ক্রিকেটে দেশকে দুর্দান্ত জায়গায় নিয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা জুটি ৷ ওডিআই বিশ্বকাপে সমস্ত ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল ভারত ৷ শেষ পর্যন্ত ট্রফি না-আসলেও ‘মেন ইন ব্লু’র খেলা দাগ কেটেছিল ৷ গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছেছিল টিম ইন্ডিয়া ৷

দ্রাবিড়ীয় সভ্যতার অবসান ! দেশকে বিশ্বসেরা করে বিদায় নিলেন ‘দ্য ওয়াল’

বার্বাডোজ, 3 জুলাই: গতবছর ঘরের মাটিতে বিশ্বকাপ ফাইনাল হারের পর রোহিত শর্মা ফোন না-করলে হয়তো বার্বাডোজে টি-20 বিশ্বজয়ের শরিক হওয়া হত না রাহুল শরদ দ্রাবিড়ের ৷ গতবছর বিশ্বকাপ হারের পরই কোচের পদ মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 'দ্য ওয়াল'-এর ৷ কিন্তু রোহিতের অনুরোধেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ শনিবার বিশ্বজয়ের পর সাজঘরে ফেয়ারওয়েল বার্তায় জানালেন রাহুল ৷ সোশাল মিডিয়ায় তাঁর সেই বার্তা শেয়ার করা হয়েছে বিসিসিআই'য়ের তরফে ৷

গতবছর ওয়ান-ডে বিশ্বকাপের ফাইনালে হারের সঙ্গেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় দলের অন্যান্য কোচিং স্টাফেদের ৷ কিন্তু পরবর্তীতে আলোচনা টি-20 বিশ্বকাপ পর্যন্ত কোচিং স্টাফদের মেয়াদ বৃদ্ধি করে বিসিসিআই ৷ যার নেপথ্যে অবশ্যই রোহিত শর্মা ৷ এই বিষয়ে ফেয়ারওয়েল বার্তায় রোহিত শর্মাকে উদ্দেশ্য করে রাহুল বলেন, "রো, তোমায় ধন্যবাদ নভেম্বরে আমাকে কল করে কোচিং চালিয়ে যেতে বলার জন্য ৷"

ফেয়ারওয়েল বার্তায় রোহিতকে নিয়ে আলাদা করে রাহুল আরও বলেন, "তোমাদের সকলের সঙ্গে কাজ করা আমার কাছে অত্যন্ত সম্মান এবং আনন্দের ৷ কিন্তু রো তোমাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ৷ এমন অনেক সময় যায় যখন একসঙ্গে আড্ডা দিতে হয় ৷ কোচ এবং অধিনায়কের অনেক ক্ষেত্রে মতের মিল হয়, অনেক ক্ষেত্রে হয় না ৷ একসঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে ৷"

সাদা বলের ক্রিকেটে দেশকে দুর্দান্ত জায়গায় নিয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা জুটি ৷ ওডিআই বিশ্বকাপে সমস্ত ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল ভারত ৷ শেষ পর্যন্ত ট্রফি না-আসলেও ‘মেন ইন ব্লু’র খেলা দাগ কেটেছিল ৷ গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছেছিল টিম ইন্ডিয়া ৷

দ্রাবিড়ীয় সভ্যতার অবসান ! দেশকে বিশ্বসেরা করে বিদায় নিলেন ‘দ্য ওয়াল’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.