ETV Bharat / sports

‘ঘরের মধ্যে কেউ রয়েছে’, দক্ষিণ আফ্রিকায় ভূতের ভয়ে কাবু ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার - Indian Cricket News - INDIAN CRICKET NEWS

Indian Cricketer Recalls His Paranormal Activity Experience: খেলতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় ৷ সেখানে গিয়েই ‘গা ছমছমে’ অভিজ্ঞতা হল ভারতের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকেটারের ৷ ঘটনার কথা বলতে গিয়ে এখনও আতঙ্কে ‘মেন ইন ব্লু’র স্টাম্পার-ব্যাটার ৷

Dinesh Karthik Recalls His Paranormal Activity Experience
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 16, 2024, 12:32 PM IST

Updated : Aug 16, 2024, 12:41 PM IST

হায়দরাবাদ, 16 অগস্ট: 2002 সালে ইংল্য়ান্ডে গিয়ে অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ বহুবার সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ এবার দেশের হয়ে খেলতে গিয়ে একই অভিজ্ঞতা হল ভারতের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকেটারের ৷ দক্ষিণ আফ্রিকার হোটেলের রুমে অস্বাভাবিক কার্যকলাপ দেখেছিলেন বিশ্বকাপজয়ী স্টাম্পার-ব্যাটার ৷

ভারত এ দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন দীনেশ কার্তিক ৷ সান সিটির একটি হোটেলে ছিল ভারতীয় দল ৷ সেখানেই ভয়ংকর অভিজ্ঞতা হয় 2007 টি-20 বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ৷ একটি টক শো’তে সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা বলেছেন কার্তিক ৷ ডিকে জানিয়েছেন, সান সিটির ওই হোটেলে থাকাকালীন তাঁর অস্বস্তি হত ৷ ঘরে মনে হত কেউ হেঁটেচলে বেড়াচ্ছেন ৷ এক রাতে তিনি অনুভব করেন, তিনি ছাড়াও কেউ তাঁর রুমে রয়েছে ৷ যদিও কাউকে দেখতে পাননি কার্তিক ৷

Dinesh Karthik Recalls His Paranormal Activity Experience
ভূতের ভয়ে কাবু ডিকে (ইটিভি ভারত)

বিদেশে খেলতে গিয়ে বহু ক্রিকেটারে গা ছমছমে অভিজ্ঞতা হয়েছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, হ্যারিস সোহেল, স্টুয়ার্ড ব্রড, শেন ওয়াটসনরা যখনই সেই অভিজ্ঞতার কথা বলেছেন, চোখেমুখে আতঙ্ক ফুটে উঠেছে ৷ ভূতুড়ে অভিজ্ঞতা হয়েছে মহেন্দ্র সিং ধোনিরও ৷ 2014 সালে ইংল্যান্ড সফরে গিয়ে মাহি দেখেছিলেন, তাঁর রুমের সামনে একটি ছায়ামূর্তি হেঁটে বেড়াচ্ছে ৷ আতঙ্কে নিজের ঘরই বদলে ফেলেছিলেন এমএসডি ৷

সৌরভের অভিজ্ঞতা:

2002 ইংল্যান্ড সফরে ডারহামে উঠেছিল ভারতীয় দস ৷ লুমলি ক্যাসেল হোটেলে ছিল ‘মেন ইন ব্লু’ ৷ সেখানেই অদ্ভূদ শব্দ শুনেছিলেন মহারাজ ৷ বন্ধ করে আসা কল থেকে আপনাআপনি জল পড়ার শব্দ আসছিল, মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ রয়েছে ৷ একরাতে পরপর তিনবার এই অভিজ্ঞতা হওয়ার পর রবিন সিং’য়ের রুমে চলে যান সৌরভ ৷

হায়দরাবাদ, 16 অগস্ট: 2002 সালে ইংল্য়ান্ডে গিয়ে অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ বহুবার সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ এবার দেশের হয়ে খেলতে গিয়ে একই অভিজ্ঞতা হল ভারতের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকেটারের ৷ দক্ষিণ আফ্রিকার হোটেলের রুমে অস্বাভাবিক কার্যকলাপ দেখেছিলেন বিশ্বকাপজয়ী স্টাম্পার-ব্যাটার ৷

ভারত এ দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন দীনেশ কার্তিক ৷ সান সিটির একটি হোটেলে ছিল ভারতীয় দল ৷ সেখানেই ভয়ংকর অভিজ্ঞতা হয় 2007 টি-20 বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ৷ একটি টক শো’তে সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা বলেছেন কার্তিক ৷ ডিকে জানিয়েছেন, সান সিটির ওই হোটেলে থাকাকালীন তাঁর অস্বস্তি হত ৷ ঘরে মনে হত কেউ হেঁটেচলে বেড়াচ্ছেন ৷ এক রাতে তিনি অনুভব করেন, তিনি ছাড়াও কেউ তাঁর রুমে রয়েছে ৷ যদিও কাউকে দেখতে পাননি কার্তিক ৷

Dinesh Karthik Recalls His Paranormal Activity Experience
ভূতের ভয়ে কাবু ডিকে (ইটিভি ভারত)

বিদেশে খেলতে গিয়ে বহু ক্রিকেটারে গা ছমছমে অভিজ্ঞতা হয়েছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, হ্যারিস সোহেল, স্টুয়ার্ড ব্রড, শেন ওয়াটসনরা যখনই সেই অভিজ্ঞতার কথা বলেছেন, চোখেমুখে আতঙ্ক ফুটে উঠেছে ৷ ভূতুড়ে অভিজ্ঞতা হয়েছে মহেন্দ্র সিং ধোনিরও ৷ 2014 সালে ইংল্যান্ড সফরে গিয়ে মাহি দেখেছিলেন, তাঁর রুমের সামনে একটি ছায়ামূর্তি হেঁটে বেড়াচ্ছে ৷ আতঙ্কে নিজের ঘরই বদলে ফেলেছিলেন এমএসডি ৷

সৌরভের অভিজ্ঞতা:

2002 ইংল্যান্ড সফরে ডারহামে উঠেছিল ভারতীয় দস ৷ লুমলি ক্যাসেল হোটেলে ছিল ‘মেন ইন ব্লু’ ৷ সেখানেই অদ্ভূদ শব্দ শুনেছিলেন মহারাজ ৷ বন্ধ করে আসা কল থেকে আপনাআপনি জল পড়ার শব্দ আসছিল, মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ রয়েছে ৷ একরাতে পরপর তিনবার এই অভিজ্ঞতা হওয়ার পর রবিন সিং’য়ের রুমে চলে যান সৌরভ ৷

Last Updated : Aug 16, 2024, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.