ETV Bharat / sports

প্যারিসে ধরমের সোনা, সুর্মার রুপো ! ক্লাব থ্রো’তে একসঙ্গে পোডিয়ামে দুই ভারতীয় - Paris Paralympics 2024 - PARIS PARALYMPICS 2024

Paris Paralympics 2024: প্যারিসে স্বপ্নসফরে ভারতের প্যারা-অলিম্পিয়ানরা ৷ ইতিমধ্য়েই প্যারালিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জিতে নিয়েছে ভারত ৷ এবার ক্লাব থ্রো’তে একসঙ্গে পোডিয়ামে চড়লেন দুই ভারতীয় ৷ সোনা জিতলেন ধরমবীর, রুপো জিতলেন প্রণব ৷

Paris Paralympics 2024
ধরমের সোনা, সুর্মার রুপো (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 5, 2024, 8:51 AM IST

প্যারিস, 5 সেপ্টেম্বর: ক্লাব থ্রো ইভেন্টে পোডিয়াম ফিনিশ ধরমবীর ও প্রণব সুর্মার ৷ ক্লাব থ্রো’তে সোনা জিতলেন ধরমবীর ৷ একই ইভেন্টে রুপোর পদক গলায় ঝোলালেন প্রণব সুর্মা ৷ এই প্রথম প্যারালিম্পিক্সে এই ইভেন্টে সোনা জিতল ভারত ৷ শুধু তাই নয়, ইতিহাসে প্রথমবার সোনা ও রুপো, দুই মেডেলই এল দেশে ৷

ফাইনালে 34.92 মিটার থ্রো করেছেন ধরমবীর ৷ গড়েছেন এশিয়ান রেকর্ডও ৷ প্রণব ছুঁড়েছেন 34.59 মিটার দূরে ৷ একই ইভেন্টে 10তম স্থানে শেষ করেছেন অমিত কুমার ৷

এখনও পর্যন্ত এটাই ভারতের সফলতম প্যারালিম্পিক্স ৷ প্য়ারিসে ইতিমধ্যেই 5টি সোনা, 9টি রুপো ও 10টি ব্রোঞ্জ জিতে নিয়েছে ভারত ৷ ক্লাব থ্রো’তে ইতিহাসের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘ধরমবীর ইতিহাস সৃষ্টি করেছেন ৷ প্যারালিম্পিক্সের মঞ্চে পুরুষদের ক্লাব থ্রো F-51 ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন ! এই অবিশ্বাস্য কৃতিত্বে ভারত গর্বিত । একই ইভেন্টে রুপো জেতার জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন ৷ তাঁর সাফল্য অগণিত তরুণদের অনুপ্রাণিত করবে । তার অধ্যবসায় ও দৃঢ়তা প্রশংসনীয় ।’’

হরিয়ানার সোনিপতের বাসিন্দা ধরমবীর ৷ 2014 সালে প্যারা অ্যাথলেটিক্সে তাঁর যাত্রা শুরু । গ্রামের একটি পুকুরে ডুব দেওয়ার সময় নীচের পাথরে গিয়ে মাথা লাগে । এই দুর্ঘটনায় কোমর থেকে প্যারালাইসিস হয়ে যায় ৷ 2014 সালে প্যারা-স্পোর্টস তাঁকে নতুন দিশা দেখায় । অন্যদিকে 16 বছর বয়সে, একটি সিমেন্টের শিট মাথায় পড়ে প্রণবের ৷ মেরুদণ্ডে গুরুতর আঘাতের ফলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান । ছ’মাস হাসপাতালে কাটানোর পর সারাজীবনের সঙ্গী হয়ে যায় হুইলচেয়ার ৷ সেই দুই খেলোয়াড়ের অদম্য ইচ্ছাশক্তিতে ভর করেই প্যারালিম্পিক্সে ইতিহাসে ভারত ৷

আরও পড়ুন:

প্যারিস, 5 সেপ্টেম্বর: ক্লাব থ্রো ইভেন্টে পোডিয়াম ফিনিশ ধরমবীর ও প্রণব সুর্মার ৷ ক্লাব থ্রো’তে সোনা জিতলেন ধরমবীর ৷ একই ইভেন্টে রুপোর পদক গলায় ঝোলালেন প্রণব সুর্মা ৷ এই প্রথম প্যারালিম্পিক্সে এই ইভেন্টে সোনা জিতল ভারত ৷ শুধু তাই নয়, ইতিহাসে প্রথমবার সোনা ও রুপো, দুই মেডেলই এল দেশে ৷

ফাইনালে 34.92 মিটার থ্রো করেছেন ধরমবীর ৷ গড়েছেন এশিয়ান রেকর্ডও ৷ প্রণব ছুঁড়েছেন 34.59 মিটার দূরে ৷ একই ইভেন্টে 10তম স্থানে শেষ করেছেন অমিত কুমার ৷

এখনও পর্যন্ত এটাই ভারতের সফলতম প্যারালিম্পিক্স ৷ প্য়ারিসে ইতিমধ্যেই 5টি সোনা, 9টি রুপো ও 10টি ব্রোঞ্জ জিতে নিয়েছে ভারত ৷ ক্লাব থ্রো’তে ইতিহাসের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘ধরমবীর ইতিহাস সৃষ্টি করেছেন ৷ প্যারালিম্পিক্সের মঞ্চে পুরুষদের ক্লাব থ্রো F-51 ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন ! এই অবিশ্বাস্য কৃতিত্বে ভারত গর্বিত । একই ইভেন্টে রুপো জেতার জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন ৷ তাঁর সাফল্য অগণিত তরুণদের অনুপ্রাণিত করবে । তার অধ্যবসায় ও দৃঢ়তা প্রশংসনীয় ।’’

হরিয়ানার সোনিপতের বাসিন্দা ধরমবীর ৷ 2014 সালে প্যারা অ্যাথলেটিক্সে তাঁর যাত্রা শুরু । গ্রামের একটি পুকুরে ডুব দেওয়ার সময় নীচের পাথরে গিয়ে মাথা লাগে । এই দুর্ঘটনায় কোমর থেকে প্যারালাইসিস হয়ে যায় ৷ 2014 সালে প্যারা-স্পোর্টস তাঁকে নতুন দিশা দেখায় । অন্যদিকে 16 বছর বয়সে, একটি সিমেন্টের শিট মাথায় পড়ে প্রণবের ৷ মেরুদণ্ডে গুরুতর আঘাতের ফলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান । ছ’মাস হাসপাতালে কাটানোর পর সারাজীবনের সঙ্গী হয়ে যায় হুইলচেয়ার ৷ সেই দুই খেলোয়াড়ের অদম্য ইচ্ছাশক্তিতে ভর করেই প্যারালিম্পিক্সে ইতিহাসে ভারত ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.