ETV Bharat / sports

মোহনবাগানের রক্ষণ নিয়ে চিন্তায় হাবাস, সামনে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হায়দরাবাদ এফসি

Mohun Bagan Supergiant vs Hyderabad FC in ISL: হায়দরাবাদ এফসি-র সামনে আন্তেনিও লোপেজ হাবাসের চিন্তা মোহনবাগান সুপার জায়ান্টের রক্ষণ ৷ তাঁর সামনে এই মুহূর্তে প্রতিপক্ষ পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দল হায়দরাবাদ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 6:40 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সমস্যার জাল কেটে মোহনবাগান সুপার জায়ান্টকে জয়ের রাস্তায় ফেরানোর চ্যালেঞ্জ আন্তেনিও লোপেজ হাবাসের সামনে ৷ শনিবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি ৷ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হায়দরাবাদ এখন যে কোনও দলের 'সফট টার্গেট' ৷ অন্যদিকে, টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ না-দেখা মোহনবাগান ৷ তাই তাদের কাছে শনিবার পুরো তিন পয়েন্ট ঘরে তোলার এক সুবর্ণ সুযোগ রয়েছে ৷

আন্তেনিও লোপেজ হাবাস নিজেও বিষয়টি জানেন ৷ তাই তিনিও দল গোছাচ্ছেন সেই মতো পরিকল্পনা করেই ৷ অনিরুদ্ধ থাপাকে নিয়ে এ দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন সবুজ-মেরুন কোচ ৷ তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ৷ বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন হায়দরাবাদে ৷ তাঁদের হালকাভাবে নেওয়ার ভুল হাবাস করতে চান না ৷ তাই ফের জয়ের রাস্তায় ফিরতে নিজেদের ম্যাচে উজার করে দেওয়ার কথা বলছেন তিনি ৷ সঙ্গে পুরো তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে উপরের দিকে ওঠাই এখন প্রধান লক্ষ্য হাবাসের ৷

তবে, শনিবারের ম্যাচের আগে মোহনবাগান সুপার জায়ান্ট যে সম্পূর্ণ স্বস্তিতে আছে তা অবশ্য নয় ৷ চোটের জন্য ব্র্যান্ডন হামিল, আনোয়ার আলির মতো ফুটবলারকে পাবে না মোহনবাগান ৷ না থাকার তালিকায় আছেন আশিস রাইও ৷ এই অবস্থায় নতুনভাবে ডিফেন্স সাজাতে হবে হাবাসকে ৷ ইউস্তে এবং শুভাশিস বসু ছাড়া নতুন দুই ফুটবলারকে সুযোগ দিতে হবে ৷ ডার্বিতে হামিল চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমনদীপ ভালো খেলেছিলেন ৷ তাঁর ফুটবল আস্থা জুগিয়েছে হাবাসকে ৷ একই ভাবে রাজু বাসফোর সুপার কাপে ভালো খেলেছেন ৷ ফলে নতুন ও পুরানো খেলোয়াড়দের মিলিয়ে রক্ষণ সাজানোর পরিকল্পনা রয়েছে তাঁর ৷

কার্ড সমস্যাও একটা বড় চিন্তা স্প্যানিশ কোচের কাছে ৷ আর্মান্দো সাদিকু কার্ড সমস্যার জেরে নেই ৷ দীপক টাঙরি একই কারণে ডাগআউটে থাকছেন না ৷ তবে, দলের শাস্তি কাটিয়ে ফিরছেন হুগো বুমোস ৷ যদিও, হাবাস বলেছেন ফরাসি মিডফিল্ডারকে প্রথম দলে রাখা হবে কি না, তা শনিবার সকালেই ঠিক করবেন ৷

রক্ষণ সামলে আক্রমণ হানতে পছন্দ করেন হাবাস ৷ তবে, এই ম্যাচে হয়তো আক্রমণই জয়ের সেরা উপায় হতে চলেছে তাঁর জন্য ৷ তাই হুগো বুমোসকে ব্যবহার করে পেত্রাতোস এবং কামিন্সের গোল করার ক্ষমতাকে কাজে লাগাতে চাইবেন ৷ পাশাপাশি, সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপাকে মাঝমাঠে আরও কার্যকরীভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে হাবাসের ৷ সবমিলিয়ে সমস্যার জাল কেটে জয়ের পথ খুঁজে বের করতে নতুন ছকে আন্তেনিও লোপেজ হাবাস এবং তাঁর সুপার জায়ান্টরা ৷

আরও পড়ুন:

  1. ইস্টবেঙ্গলে 3-4 মাসের জন্য মজা করতে আসেননি, অকপট ভাসকুয়েজ
  2. রেফারিং নিয়ে বিস্ফোরক কুয়াদ্রাত, নর্থ-ইস্ট ম্যাচের আগে চোট ও কার্ড সমস্যা ইস্টবেঙ্গলে
  3. ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সমস্যার জাল কেটে মোহনবাগান সুপার জায়ান্টকে জয়ের রাস্তায় ফেরানোর চ্যালেঞ্জ আন্তেনিও লোপেজ হাবাসের সামনে ৷ শনিবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি ৷ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হায়দরাবাদ এখন যে কোনও দলের 'সফট টার্গেট' ৷ অন্যদিকে, টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ না-দেখা মোহনবাগান ৷ তাই তাদের কাছে শনিবার পুরো তিন পয়েন্ট ঘরে তোলার এক সুবর্ণ সুযোগ রয়েছে ৷

আন্তেনিও লোপেজ হাবাস নিজেও বিষয়টি জানেন ৷ তাই তিনিও দল গোছাচ্ছেন সেই মতো পরিকল্পনা করেই ৷ অনিরুদ্ধ থাপাকে নিয়ে এ দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন সবুজ-মেরুন কোচ ৷ তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ৷ বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন হায়দরাবাদে ৷ তাঁদের হালকাভাবে নেওয়ার ভুল হাবাস করতে চান না ৷ তাই ফের জয়ের রাস্তায় ফিরতে নিজেদের ম্যাচে উজার করে দেওয়ার কথা বলছেন তিনি ৷ সঙ্গে পুরো তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে উপরের দিকে ওঠাই এখন প্রধান লক্ষ্য হাবাসের ৷

তবে, শনিবারের ম্যাচের আগে মোহনবাগান সুপার জায়ান্ট যে সম্পূর্ণ স্বস্তিতে আছে তা অবশ্য নয় ৷ চোটের জন্য ব্র্যান্ডন হামিল, আনোয়ার আলির মতো ফুটবলারকে পাবে না মোহনবাগান ৷ না থাকার তালিকায় আছেন আশিস রাইও ৷ এই অবস্থায় নতুনভাবে ডিফেন্স সাজাতে হবে হাবাসকে ৷ ইউস্তে এবং শুভাশিস বসু ছাড়া নতুন দুই ফুটবলারকে সুযোগ দিতে হবে ৷ ডার্বিতে হামিল চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমনদীপ ভালো খেলেছিলেন ৷ তাঁর ফুটবল আস্থা জুগিয়েছে হাবাসকে ৷ একই ভাবে রাজু বাসফোর সুপার কাপে ভালো খেলেছেন ৷ ফলে নতুন ও পুরানো খেলোয়াড়দের মিলিয়ে রক্ষণ সাজানোর পরিকল্পনা রয়েছে তাঁর ৷

কার্ড সমস্যাও একটা বড় চিন্তা স্প্যানিশ কোচের কাছে ৷ আর্মান্দো সাদিকু কার্ড সমস্যার জেরে নেই ৷ দীপক টাঙরি একই কারণে ডাগআউটে থাকছেন না ৷ তবে, দলের শাস্তি কাটিয়ে ফিরছেন হুগো বুমোস ৷ যদিও, হাবাস বলেছেন ফরাসি মিডফিল্ডারকে প্রথম দলে রাখা হবে কি না, তা শনিবার সকালেই ঠিক করবেন ৷

রক্ষণ সামলে আক্রমণ হানতে পছন্দ করেন হাবাস ৷ তবে, এই ম্যাচে হয়তো আক্রমণই জয়ের সেরা উপায় হতে চলেছে তাঁর জন্য ৷ তাই হুগো বুমোসকে ব্যবহার করে পেত্রাতোস এবং কামিন্সের গোল করার ক্ষমতাকে কাজে লাগাতে চাইবেন ৷ পাশাপাশি, সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপাকে মাঝমাঠে আরও কার্যকরীভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে হাবাসের ৷ সবমিলিয়ে সমস্যার জাল কেটে জয়ের পথ খুঁজে বের করতে নতুন ছকে আন্তেনিও লোপেজ হাবাস এবং তাঁর সুপার জায়ান্টরা ৷

আরও পড়ুন:

  1. ইস্টবেঙ্গলে 3-4 মাসের জন্য মজা করতে আসেননি, অকপট ভাসকুয়েজ
  2. রেফারিং নিয়ে বিস্ফোরক কুয়াদ্রাত, নর্থ-ইস্ট ম্যাচের আগে চোট ও কার্ড সমস্যা ইস্টবেঙ্গলে
  3. ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.